প্রযুক্তি

Type Here to Get Search Results !

২০২১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রিয় ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী তোমাদের  সর্বোত্তম প্রস্তুতির জন্য e-vision BD প্রতি বুধবার ও রবিবার বিভিন্ন বিষয়ের উপর নের্ব্যত্তিক প্রশ্ন ছাপা হয়। তোমরা কোন বিষয়ের উপর প্রশ্ন বেশি পেতে চাও কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের ফেইজবুক পেইজ লাইক দিয়ে সাতে থাক। আমাদের সবধরনের আপডেট ফেইজবুকে শেয়ার করা হয়। 

এসএসসি-২০২১
বিষয়: বাংলা ১ম পত্র, সকল অধ্যায়

১.

‘অভাগীর স্বর্গ’ গল্পে রসিক মূলত অভাগীর -

ক) 

মামা

 খ) 

চাচা

 গ) 

স্বামী

 ঘ) 

ভাই

২.

‘কুটোগাছ’ বলতে কী বোঝানো হয়েছে?

 ক) 

লতা

 খ) 

তৃণ

 গ) 

ছোট গাছ

 ঘ) 

দুর্বা

৩.

রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গাব্দের কত তারিখে জন্মগ্রহণ করেন?

 ক) 

২৫শে বৈশাখ, ১২৬৮

 খ) 

২২শে শ্রাবণ, ১২৬৮

 গ) 

২৯শে ভাদ্র, ১২৬৮

 ঘ) 

২৬শে আষাঢ়, ১২৬৮

৪.

“বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট” - এ উক্তির প্রতিশব্দ কোনটি?

 ক) 

লেফাফাদুরস্তি

 খ) 

মূল্যবোধ

 গ) 

অর্থচিন্তা

 ঘ) 

ক্ষুৎপিপাসা

৫.

পাঠক সমাজে উপন্যাস জনপ্রিয়তার শীর্ষে কেন?

 ক) 

গদ্যসাহিত্য

 খ) 

কাব্যসাহিত্য

 গ) 

উপন্যাস

 ঘ) 

ছোটগল্প

৬.

‘মা মরেছে ত যা নিচে নেবে দাঁড়া।’ - অধর রায় কেন এ কথা বলেছিল?

 ক) 

কাঙালী দরিদ্র বলে

 খ) 

অশৌচের ভয়ে

 গ) 

অহমিকার কারণে

 ঘ) 

নিচু জাতের ছেলে বলে

৭.

আবীর সাহেব একজন বড় ব্যবসায়ী। তিনি শ্বশুরের টাকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এখানে ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত -

i. শ্বশুরের সম্পত্তি ভোগের লালসা

ii. পাস বিক্রয়

iii. ভিক্ষা গ্রহণ

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

ii ও iii

 গ) 

i ও iii

 ঘ) 

i, ii ও iii

৮.

লোভের ফলে মানুষের -

i. দৈহিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়

ii. আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে ফতুর হয়

iii. আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে জীবন পায়

নিচের কোনটি সঠিক?

 ক) 

i

 খ) 

ii

 গ) 

iii

 ঘ) 

i, ii ও iii

৯.

‘একাত্তরের দিনগুলি’ রচনায় লেখিকা বাগানে গিয়েছেন কখন?

 ক) 

নাশতা খাবার আগে

 খ) 

নাশতা খেতে খেতে

 গ) 

নাশতা খাবার পর

 ঘ) 

সন্ধ্যার কিছুক্ষণ পর

১০.

‘দানাপানি’ সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হিসেবে নিচের কোন বাক্যটি সমর্থনযোগ্য?

 ক) 

দানার সঙ্গে পানি

 খ) 

দানা ও পানি

 গ) 

দানারূপ পানি

 ঘ) 

দানার মতো পানি

১১.

নিমগাছের ছাল নিয়ে লোকজন কী কাজে লাগায়?

 ক) 

সিদ্ধ করে খায়

 খ) 

ভিজিয়ে খায়

 গ) 

শুকিয়ে খায়

 ঘ) 

রান্না করে খায়

১২.

‘দিবারাত্রির কাব্য’ উপন্যাস রচনার পর মানিক জীবিকা হিসেবে বেছে নেন?

 ক) 

গবেষণাকর্মকে

 খ) 

সাংবাদিকতাকে

 গ) 

শিক্ষকতাকে

 ঘ) 

লেখালেখিকে

১৩.

ভারতে কে অসাধ্য সাধন করেছিলেন?

 ক) 

মমতা ব্যানার্জী

 খ) 

মহাত্মা গান্ধী

 গ) 

শিব নারায়ণ

 ঘ) 

প্রতিভা পাতিল

১৪.

‘বাবাকে আর আমার ভাইদের একবার দেখব, মা’ - এ বাক্যে প্রকাশ পেয়েছে -

 ক) 

আদেশ

 খ) 

নির্দেশ

 গ) 

উপদেশ

 ঘ) 

আকুতি

১৫.

আমার সোনার বাংলা 

আমি তোমায় ভালোবাসি।

এটি কোন শ্রেণির গীতিকবিতা?

 ক) 

ভক্তিমূলক

 খ) 

প্রেমমূলক

 গ) 

স্বদেশপ্রীতিমূলক

 ঘ) 

প্রকৃতি বিষয়ক

১৬.

‘প্রবাসের দিনগুলি’ গ্রন্থের রচয়িতা কে?

 ক) 

সৈয়দ মুজতবা আলী

 খ) 

সুফিয়া কামাল

 গ) 

জাহানারা ইমাম

 ঘ) 

সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

১৭.

‘দেনাপাওনা’ গল্পে লেখক কীসের মাধ্যমে কাহিনীতে ছোটগল্পের আবহ সৃষ্টি করেছেন?

 ক) 

কাল্পনিক চরিত্র সংযোজন করে

 খ) 

বিভিন্ন চরিত্র সংযোজন করে

 গ) 

বাস্তব সত্য তুলে ধরে

 ঘ) 

কাল্পনিক কথোপকথন সংযোজন করে

১৮.

লেখক পাড়া ছেড়ে অন্যত্র যেতে রাজি নন, কারণ -

i. ঘরে অন্ধ, বৃদ্ধ শ্বশুর রয়েছেন

ii. পাড়াটিতে কোনো ভয় নেই

iii. ছেলেরা যেতে চায় না

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

ii ও iii

 গ) 

i ও iii

 ঘ) 

i, ii ও iii

১৯.

কাঙালীর মা গোটাকয়েক কী তুলে হাটে যাচ্ছিল?

 ক) 

বেগুন

 খ) 

লাউ

 গ) 

কুমড়া

 ঘ) 

ঝিঙা

২০.

‘রুবিরাক্ত’ অর্থ কী?

 ক) 

রঞ্জিত

 খ) 

অভিভূত

 গ) 

রক্তাক্ত

 ঘ) 

অত্যাচারী

২১.

‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে মানবসত্তাকে লেখক ঘরের কোন তলা বলেছেন?

 ক) 

ওপরের তলা

 খ) 

নিচের তলা

 গ) 

মাঝের তরা

 ঘ) 

উভয় তলা

২২.

‘নাহি তত্ত্ব নাহি উপদেশ’ - এর পরের চরণ কোনটি?

 ক) 

নাহি বর্ণনার ছটা

 খ) 

প্রত্যহ যেতেছে ভাসি

 গ) 

অন্তরে অতৃপ্তি রবে

 ঘ) 

শেষ হয়ে হইল না শেষ

২৩.

যকৃতের জন্য উপকারী পাতা কোনটি?

 ক) 

কলাপাতা

 খ) 

নিমপাতা

 গ) 

জামপাতা

 ঘ) 

আমপাতা

২৪.

‘কিছুতেই টাকার জোগাড় আর হয় না’ কীসের টাকা?

 ক) 

সংসার খরচের টাকা

 খ) 

পণের টাকা

 গ) 

ঋণের টাকা

 ঘ) 

বিয়ের খরচের টাকা

২৫.

জাহানারা ইমামের জন্ম তারিখ কোনটি?

 ক) 

২মে

 খ) 

৩মে

 গ) 

৪মে

 ঘ) 

৫মে


২৬.

লাইব্রেরির সুবিধা কী?

i. সেখানে অনেক বই থাকে 

ii. বই কিনে পড়তে হয় না 

iii. নিজের পছন্দমতো বই পড়তে পারা যায় 

নিচের কোনটি সঠিক?

 ক) 

 খ) 

ii

 গ) 

iii

 ঘ) 

i, ii ও iii

২৭.

‘আমরা ধান্য তন্ডুলের ব্যবসায় করি না।’ এ বক্তব্যে বাঙালির কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়?

 ক) 

শ্রমভীরুতা

 খ) 

শ্রমহীনতা

 গ) 

শ্রমান্বেষী

 ঘ) 

শ্রমপ্রিয়তা

২৮.

বাংলা ভাষায় প্রথম সার্থক ও কালজয়ী ঔপন্যাসিক কে?

 ক) 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

 খ) 

রবীন্দ্রনাথ ঠাকুর

 গ) 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

 ঘ) 

মানিক বন্দ্যোপাধ্যায়

২৯.

‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে কারা সবই সহ্য করতে পারে?

 ক) 

পুরুষরা

 খ) 

নারীরা

 গ) 

ধনীরা

 ঘ) 

দরিদ্ররা

৩০.

‘ভাঙ্গাকুলা’ বলতে লেখিকা কোনটি ব্যবহার করেছেন?

  ক) 

জীর্ণ কাঁথা

খ) 

কালিডোর

গ) 

কুন্তলীন

 ঘ) 

ভগ্ন শূর্প

৩১.

‘বোধন-বাঁশিতে’ সুর দেব -

i. জাতির জাগরণের জন্য

ii. পাপের প্রায়শ্চিত্ত করার জন্য

iii. ভ্রাতৃত্বের জন্য

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

ii ও iii

 গ) 

i ও iii

 ঘ) 

i, ii ও iii

৩২.

‘সবুজপত্র’ কে সম্পাদনা করতেন?

 ক) 

রবীন্দ্রনাথ ঠাকুর

 খ) 

কাজী নজরুল ইসলাম

 গ) 

ফররুখ আহমদ

 ঘ) 

প্রমথ চৌধুরী

৩৩.

রুমীর বাবার বন্ধু সুজা সাহেব পেশায় কী ছিলেন?

 ক) 

ফ্লাইট লেফটেন্যান্ট

খ) 

ডাক্তার

 গ) 

ইঞ্জিনিয়ার

 ঘ) 

সাংবাদিক

৩৪.

মানুষের জীবনকে দোতলা ঘরের সাথে তুলনা করেছেন কে?

 ক) 

লিও তলস্তয়

 খ) 

ম্যাক্সিম গোর্কি

 গ) 

প্রমথ চৌধুরী

 ঘ) 

মোতাহের হোসেন চৌধুরী

৩৫.

ঠাকুরদাস মুখোপাধ্যায় তৎকালীন সমাজে কাদের প্রতিনিধিত্ব করে?

 ক) 

ধনিক শ্রেণির

 খ) 

বণিক শ্রেণির

 গ) 

ভোগবাদী শ্রেণির

 ঘ) 

সামন্ত শ্রেণির

৩৬.

রোকেয়া সাখাওয়াত হোসেনের পিতা ছিলেন -

 ক) 

ম্যাজিস্ট্রেট

 খ) 

ইঞ্জিনিয়ার

 গ) 

ডাক্তার

 ঘ) 

ভূস্বামী

৩৭.

কোন নদীর তীরে শ্মশান ঘাট অবস্থিত?

 ক) 

শংখ

 খ) 

গরুড়

 গ) 

গড়াই

 ঘ) 

পদ্মা

৩৮.

‘মুমূর্ষু মাতা সখিনা কিশোর ছেলের ভবিষ্যৎ ভেবে চোখের জল ফেলেন আর ছেলেকে নানা রকম উপদেশ দেন’ - এ দৃশ্যপটে ‘অভাগীর স্বর্গ’ গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা হলো -

i. অভাগীর সন্তান বাৎসল্য

ii. অপটু হাতে রান্না দেখে অভাগীর চোখ ছলছল করা

iii. ছেলের ভবিষ্যৎ নিয়ে কাঙালীর মায়ের চিন্তিত হওয়া

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

ii ও iii

 গ) 

i ও iii

 ঘ) 

i, ii ও iii

৩৯.

দেশে মহৎ কাজ করা অপেক্ষা কীসের আশায় অর্থ ব্যয় করা সহজ -

i. খান বাহাদুর উপাধি জন্য

ii. রায় বাহাদুর উপাধির জন্য 

iii. শিল্পকাজে দক্ষতার জন্য

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

ii ও iii

 গ) 

i ও iii

 ঘ) 

i, ii ও iii

৪০.

“অর্থমুখী জীবন” বোঝাতে লেখক কোনটি ব্যবহার করেছেন?

 ক) 

অর্থচিন্তার নিগড়ে সবাই বন্দি

 খ) 

অর্থই সকল অনর্থের মূল

 গ) 

অমৃত লাভের চেষ্টা

 ঘ) 

অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়

৪১.

‘দেবদাস’ ও ‘শ্রীকান্ত’ গ্রন্থের মধ্যে সাদৃশ্য রয়েছে -

 ক) 

বিষয়ে

 খ) 

চরিত্রে

 গ) 

আঙ্গিকে

 ঘ) 

প্রেক্ষাপটে

৪২.

রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যথাযথ উক্তি কোনটি?

 ক) 

তিনি ৭ই আগস্ট জন্মগ্রহণ করেন

 খ) 

তিনিই একমাত্র নোবেল বিজয়ী বাঙালি কবি

 গ) 

তাঁর পিতার নাম প্রিন্স দ্বারকনাথ ঠাকুর

 ঘ) 

তিনি শান্তিনিকেতনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

৪৩.

কবীর চৌধুরী কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেন?

 ক) 

১৯৩৫

 খ) 

১৯৩৬

 গ) 

১৯৩৭

 ঘ) 

১৯৪০

৪৪.

নিরূপমার অন্ত্যেষ্টিক্রিয়া কীভাবে হলো?

 ক) 

সাদাসিধেভাবে

 খ) 

মহা ধুমধামে

 গ) 

নামমাত্র আনুষ্ঠানিকতায়

 ঘ) 

চন্ডালদের মতো

৪৫.

‘আমার জীবনেও এতদিনে সত্যি সত্যি দুর্যোগের মেঘ ঘন হয়ে আসছে।’ - কথাটি দ্বারা বোঝানো হয়েছে -

i. যুদ্ধের ভয়াবহতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে

ii. পুত্রশোকে লেখিকা দিন দিন কাতর হয়ে যাচ্ছেন

iii. লেখিকা নিজেকে নিরাপত্তাহীন মনে করেছেন

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

ii ও iii

 গ) 

i ও iii

 ঘ) 

i, ii ও iii

৪৬.

সে যুগে ফ্রন্সে কৃতকর্মা লোকদের আগমন ঘটেছিল কাদের মধ্য থেকে?

 ক) 

যারা পরীক্ষায় ভালো ফল করেছে

 খ) 

যারা পরীক্ষায় পাস করতে পারেনি

 গ) 

স্কুল পালানো ছেলেদের মধ্য থেকে

 ঘ) 

রাজনীতিবিদদের মধ্য থেকে

৪৭.

‘নীলদর্পণ’ নাটকটির রচয়িতা কে?

 ক) 

মধুসূদন দত্ত

 খ) 

দীনবন্ধু মিত্র

 গ) 

গিরিশচন্দ্র ঘোষ

 ঘ) 

রবীন্দ্রনাথ ঠাকুর

অনুচ্ছেদটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও:

* ব্যবসায় মোটা অঙ্কের ক্ষতির কারণে আজমল মিয়ার বাড়ি অন্যের কাছে বিক্রি করতে হবে, সে কারণে তার মনে শান্তি নেই। একথা জানার পর তার প্রবাসী বোন আল্পনা তাকে বাড়ি রক্ষা ও ব্যবসায়ের জন্য টাকা দিল। আজমল মিয়া ক্ষতি কাটিয়ে স্বাবলম্বী হওয়ার পর তার বোন টাকা ফেরত চাইলে সে অস্বীকার করল।

৪৮.

‘অভাগীর স্বর্গ’ গল্পে রসিক মূলত অভাগীর -

 ক) 

i

 খ) 

ii

 গ) 

i ও iii

 ঘ) 

iii

৪৯.

‘কুটোগাছ’ বলতে কী বোঝানো হয়েছে?

 ক) 

i

 খ) 

ii

 গ) 

i ও iii

 ঘ) 

iii

৫০.

রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গাব্দের কত তারিখে জন্মগ্রহণ করেন?

 ক) 

সম্পত্তি রক্ষার পরীক্ষায়

 খ) 

কারো নিকট নিকট থেকে অর্থ প্রাপ্তিতে

 গ) 

প্রতারণার শিকার হওয়ায়

 ঘ) 

মানবিক চেতনায়


সঠিক উত্তর:
১. (গ)   ২. (খ)   ৩. (ক)   ৪. (ক)   ৫. (খ)   ৬. (খ)   ৭. (ক)   ৮. (খ)   ৯. (গ)   ১০. (খ)   ১১. (ক)   ১২. (ঘ)   ১৩. (খ)   ১৪. (ঘ)   ১৫. (গ)   ১৬. (গ)   ১৭. (খ)   ১৮. (গ)   ১৯. (ক)   ২০. (গ)   ২১. (ক)   ২২. (গ)   ২৩. (খ)   ২৪. (খ)   ২৫. (খ)   ২৬. (ঘ)   ২৭. (খ)   ২৮. (ক)   ২৯. (ক)   ৩০. (ঘ)   ৩১. (গ)   ৩২. (ঘ)   ৩৩. (গ)   ৩৪. (ঘ)   ৩৫. (ঘ)   ৩৬. (ঘ)   ৩৭. (খ)   ৩৮. (ঘ)   ৩৯. (ক)   ৪০. (ক)   ৪১. (গ)   ৪২. (খ)   ৪৩. (ঘ)   ৪৪. (খ)   ৪৫. (খ)   ৪৬. (খ)   ৪৭. (খ)   ৪৮. (গ)   ৪৯. (খ)   ৫০. (ক)  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.