Type Here to Get Search Results !

অলেম্পিক কোয়ার্টার ফাইনালের ৪টি খেলার ফলাফল

অলেম্পিক ফুটবল কোয়ার্টার ফাইনাল


আজ ৩১ জুলাই, ২০২১ অলেম্পিক ফুটবল আসরের কোয়ার্টার ফাইলে ৮টি দল মুখোমুখি। আজ দিনের প্রথম ম্যাচে স্পেন এর সাথে আইভরিকোস্ট, ২য় ম্যাচে জাপানের সাথে নিউজিল্যান্ড, ৩য় ম্যাচে ব্রাজিলের সাথে মিশর ও শেষ ম্যাচে দ. কোরিয়ার সাথে মেক্সিকো মুখোমুখি হয়। 

প্রথম ম্যাচেই স্পেন বাজিমতা। আইভরিকোস্টকে ৫-২ বিশাল ব্যবধানে হারায় স্পেন। আইভরিকোস্ট প্রথম ১০ মিনিটে গোল করে লিড নিলেও ৩০ মিনিটে ডি. ওলমার গোলে সমতায় ফিরে স্পেন। প্রথমার্ধে আর গোলের দেখা না  হলেও দ্বিতীয়ার্ধের ৯০ মিনিটে আবারও লিড নেয় আইভরিকোস্ট। একই মিনিটে অর্থাৎ ৯০ মিনিটেই গোল শোধ করে স্পেন। 

এরপর শুধু স্পেনের রাজত্ব। অতিরিক্ত সময়ে স্পেনের মির ২ গোল সহ হেট্রিক ও ওয়ারজাবালার গোলে ৫-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। 

এদিকে, ২য় ম্যাচে জাপান নিউজিল্যান্ড হাড্ডাহাড্ডি লড়াই। কেউ কাউকে ছেড়ে দেওয়ার নয়। ম্যাচের নির্ধারিত সময় ৯০ মিনিট শেষ হওয়ার পর অতিরিক্ত সময় সহ ১২০ মিনিটেও কোন গোল করতে পারেনি উভয় দল। শেষ পর্যন্ত রেফারি পেনাল্টির সিদ্ধন্ত নেয়। নিউজিল্যান্ড পরপর ২টি পেনাল্টি মিস করলেও জাপান ঠিকই জাল খুজে নিয়েছে প্রতিটি বলে। 

দিনের তৃতীয় ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। মিশরকে ১-০ ব্যবধানে হারিয়ে অলিম্পিকের সেমিফাইনাল নিশ্চিত করেছে পেলের দেশ ব্রাজিল। এই ম্যাচে গোল পেয়েছে ব্রাজিলের কোন্হা। 

দিনের সর্বশেষ ম্যাচে যথেষ্ট ভাল খেলেও এশিয়ার দেশ দ. কোরিয়া মেক্সিকোর কাছে হার মেনেছে ৩-৬ গোলে। 

চলুন দেখে আসি আজকের ম্যাচের ফলাফল কি ছিল-

কোয়ার্টার ফাইনাল ফলাফল

ম্যাচ দেশ দেশ
কোয়ার্টার ফাইনাল স্পেন-৫ ২-আইভরিকোস্ট
কোয়ার্টার ফাইনাল জাপান-৪ ২-নিউজিল্যান্ড
 কোয়ার্টার ফাইনাল ব্রাজিল মিশর
কোয়ার্টার ফাইনাল
দ. কোরিয়া
মেক্সিকো

স্পেন- ৫ বনাম ২ -আইভরিকোস্ট

স্পেনইভেন্টআইভরিকোস্ট
১৯মোট শট১৫
গোল মুখে শট
১৪ফাউল২২
কর্ণার
অফসাইড
৭১%বল দখল২৯%
হলুদ কার্ড
লাল কার্ড
গোল রক্ষা
গোল:
স্পেন: D. Olmo 30'    M. Oyarzabal 43'    R. Mir 90' 117', 120'    M. Oyarzabal 98' 
আইভরিকোস্ট: E. Bailly 10'    M. Gradel 90'(alert-passed)

জাপান- ০(৪) বনাম (২)০- নিউজিল্যান্ড


জাপানইভেন্টনিউজিল্যান্ড
২১মোট শট
গোল মুখে শট
১৭ফাউল২৫
কর্ণার
অফসাইড
৪৯%বল দখল৫১%
হলুদ কার্ড
লাল কার্ড
গোল রক্ষা
গোল:০০(alert-passed)

ব্রাজিল- ১ বনাম ০- মিশর

ব্রাজিলইভেন্টমিশর
১২মোট শট
গোল মুখে শট
১০ফাউল১৪
কর্ণার
অফসাইড
৬৩%বল দখল৩৭%
হলুদ কার্ড
লাল কার্ড
গোল রক্ষা
গোল:
ব্রাজিল: M. Cunha 37'(alert-passed)

দ. কোরিয়া- ২ বনাম ৫- মেক্সিকো

দ. কোরিয়াইভেন্টমেক্সিকো
১৮মোট শট১৪
১১গোল মুখে শট
১৬ফাউল১৮
কর্ণার
১৬অফসাইড১৮
৫৫%বল দখল৪৫%
হলুদ কার্ড
লাল কার্ড
গোল রক্ষা

গোল:
দ. কোরিয়া: Lee Dong-Gyeong 20', 51    Hwang Ui-Jo 90'
মেক্সিকো: H. Martin 12', 54'    L. Romo 30'    S. Cordova 39', 63',    E. Aguirre 84'(alert-passed)
   

আমাদের ফেইজবুক পেইজে লাইক দিতে নিচের বাটনে ক্লিক করার অনুরোধ থাকলো। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad