প্রযুক্তি

Type Here to Get Search Results !

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ইংরেজি ২য় পত্রের ৩য় সপ্তাহের ২নং অ্যাসাইনমেন্ট সংশোধন

HSC 2022 English 2nd Paper

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ইংরেজি ২য় পত্রের ৩য় সপ্তাহের গ্রীড মোতাবেক ২ নং অ্যাসাইনমেন্ট সংশোধন করতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এই বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েভসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। e-vision bd’র পাঠকের সুবিদার জন্য বিজ্ঞপ্তিটি নিচে দেওয়া হল।

সংশোধিত প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।(link) 



বিষয়: ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এনসিটিবি কর্তৃক প্রণীত ইংরেজি ২য় পত্রের ৩য় সপ্তাহের গ্রীড মোতাবেক ২নং অ্যাসাইনমেন্ট সংশোধন ও এ কার্যক্রম সংক্রান্ত।

সূত্র:      ১. এনসিটিবি এর স্মারক নং শি:শা: ২২২/৯৪/৯৭৮; তারিখ- ৭ জুন ২০২১

 ২. মাউশি অধিদপ্তরের স্মারক নম্বর ৩৭.০২.০০০০.১০৫.০৬.০০১.২১.৩৯০, ১৩ জুন, ২০২১ এর বিজ্ঞপ্তি।

 উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ৩য় সপ্তাহের জন্য ইংরেজি ২য় পত্রের ২ নং অ্যাসাইনমেন্ট ২৭/০৬/২০২১ তারিখ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটে আপলোড করা হয়। পরবর্তীতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড উল্লেখিত অ্যাসাইনমেন্ট সংশোধন করে প্রেরণ করে; যা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক পুনরায় ওয়েব সাইটে আপলোড করা হয়েছে।

২। উল্লেখ্য কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার ঘোষিত পূর্বের সকল বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী ১৪ জুলাই পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত থাকবে। বিষয়টি অতীব জরুরি।

Class 9 ৯ম সপ্তাহের Accounting (হিসাব বিজ্ঞান) এসাইমেন্ট সমাধান। 

HSC 2022 English 2nd Paper

HSC 2022 Assignment English 2nd paper 



Post a Comment

3 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. সংশোধন করলে ঠিক আছে কিন্তু প্রশ্নটা কই পাবো

    ReplyDelete
    Replies
    1. প্রিয় পাঠক, আমাদের সাইটে নজর রাখুন প্রশ্নটি খুজে পাবেন।

      Delete
    2. https://www.evisionbd.com/2021/07/hsc-2022-english-second-paper-3rd-week.html

      Delete

Thank you for your important comment