আজ
১৮ জুলাই, ২০২২ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ওয়েভ সাইটে HSC 2022 সালের
শিক্ষার্থীদের ৪র্থ সপ্তাহ এস্যাইনমেন্ট করার জন্য বিজ্ঞপ্তি জারী করেছে। ই-ভিশন বিডি’র
পাঠকের সুবিধার্থে বিজ্ঞপ্তিটি হুবাহু দেওয়া হল-
২০২২
সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত ৪ র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান প্রসঙ্গে
সূত্র:
১. এনসিটিবি এর স্মারক নং শি: শা: ২২২/৯৪/৯৭৮; তারিখ- ৭ জুন ২০২১
২.
মাউশি অধিদপ্তরের স্মারক নম্বর ৩৭.০২.০০০০.১০৫.০৬.০০১.২১.৩৯০, ১৩ জুন, ২০২১ এর বিজ্ঞপ্তি।
উপযুক্ত
বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চলমান কোভিড ১৯ অতিমারির কারণে স্বাভাবিক
শিক্ষা কার্যক্রম ব্যহত হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পুনর্বিন্যাসকৃত
পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরোপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক
মূল্যায়নের আওতায় আনয়নের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু করা হয়েছে। এরই ধারাবাহিকতায়
গ্রীড অনুযায়ী ৪র্থ সপ্তাহের জন্য বাংলা, পদার্থবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি,
যুক্তিবিদ্যা, হিসাববিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিষয়ের অ্যাসাইনমেন্ট কার্যক্রম ১৯
জুলাই, ২০২১ খ্রি . সোমবার থেকে শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে কোভিড ১৯ সংক্রমণ রোধে
সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি যথাযথ প্রতিপালনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার
জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি।
বাংলা প্রথম পত্র
পদার্থ বিজ্ঞান
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
যুক্তিবিদ্যা
হিসাব বিজ্ঞান
খাদ্য ও পুষ্টি
- HSC 4th week assignments
- 2022 HSC 4th week assignments
- HSC 2022 ৪র্থ সপ্তাহ অ্যাসাইনমেন্ট
আরো পড়ুন>>
- HSC 2022 ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট।
- ঈদের পরে HSC 2022 ফর্ম ফিল আপ।
- লকডাউনে কি কি বিধি-নিষেধ বলবৎ থাকবে?
Post a Comment
0 Comments