Type Here to Get Search Results !

বাংলাদেশ বনাম পাকিস্তান এশিয়া কাপ লাইভ খেলা -Bangladesh Vs Pakistan Asia Cup live

বাংলাদেশ বনাম পাকিস্তান এশিয়া কাপ লাইভ খেলা -Bangladesh Vs Pakistan Asia Cup live


পাকিস্তান বনাম বাংলাদেশ এশিয়া কাপ লাইভ খেলা 

ক্রিকেটে এশিয়ার বিশ্বকাপ খ্যাত এশিয়া কাপ, চলছে পুরোদমে। আজ (৬ সেপ্টেম্বর) মাঠে গাড়বে চির প্রতিপ্রদ্বন্ধি বাংলাদেশ বনাম পাকিস্তান। সুপার ফোর বা শেষ চার দলের প্রথম লড়াই আজ। বাংলাদেশ এর আগে পাকিস্তানের সাথে  এশিয়া কাপ ফাইনালে জিততে জিততে হেরে গেছে। এবার দেখা যাক সুপার ফোর বাঁধা পার হতে পারে কিন। পাকিস্তানের লাহোর থেকে বাংলাদেশ সময় বেলা ৩ টা ৩০ মিনিটে সম্প্রচার শুরু হবে খেলাটি। বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ খেলা দেখতে চোখ রাখুন টিভির পর্দায় বা আমাদের নির্দেশিত মাধ্যমে। 

খেলার সময়: বাংলাদেশ সময় ৩:৩০ মিনিট
খেলার ভ্যানু: লাহোর

কিভাবে দেখবেন বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ খেলা

বরাবরের মতো বিভিন্ন টিভি চ্যানেলে বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ খেলা সরাসরি সম্প্রচার করবে। আমাদের হাতে তথ্য আছে যে ভারতীয় টিভি চ্যানেলের মধ্যে এবারের এশিয়া কাপ সম্প্রচারের স্বত্ব পেয়েছে ডিজনি হটস্টার (Disney Hostar) ও স্টার স্পোর্টস নেটওয়ার্ক (Star Sports Network) । টিভিতে সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস এইচডি ১ চ্যানেলে। ইংরেজি ছাড়াও দেখা যাবে হিন্দি, তামিল, তেলুগু এবং কন্নড় ভাষায়। ডিজিটাল মাধ্যমে সম্প্রচার করছে ডিজনি হটস্টার।  

বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ খেলা কোন চ্যানেলে দেখাবে

ভারতীয় টিভি চ্যানেলের মধ্যে এবারের এশিয়া কাপ সম্প্রচারের স্বত্ব পেয়েছে ডিজনি হটস্টার (Disney Hostar) ও স্টার স্পোর্টস নেটওয়ার্ক (Star Sports Network) । টিভিতে সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস এইচডি ১ চ্যানেলে। ইংরেজি ছাড়াও দেখা যাবে হিন্দি, তামিল, তেলুগু এবং কন্নড় ভাষায়।

এশিয়া কাপ ২০২৩ সময়সূচি (বাংলাদেশ সময়)

বাংলাদেশে গাজি টিভিতে সম্প্রচারিত হবে বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ খেলা সব এশিয়া কাপের সব কটি ম্যাচ। এছাড়া পাকিস্তানি টিভি চ্যানেল পিটিভি স্পোর্টস ও টেন স্পোর্টসেরও দেখা যাবে এশিয়া কাপের ম্যাচগুলো।

মোবাইলে কিভাবে দেখবেন বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ খেলা

ডিজিটাল মাধ্যমে সম্প্রচার করছে ডিজনি হটস্টার। হটস্টারে দেখতে হলে অবশ্য ‘ভিআইপি’ সাবস্ক্রিপশন থাকতে হবে।

ফ্রিতে কিভাবে মোবাইলে বাংলাদেশ বনাম পাকিস্তান এশিয়া কাপ লাইভ খেলা দেখবেন

আমরা যারা কর্মব্যস্ততার কারনে ঘরে বসে খেলা দেখতে পারছি না। অথবা সবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইলে বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ খেলা দেখতে পারছি না তাদের জন্য চেষ্টা করতেছি নির্ভযোগ্য বিশ্বের যে কোন খেলা ফ্রিতে দেখার ব্যবস্থা করতে। হোক সে ফুটবল, টেনিস, বলিবল বা ক্রিকেট। চলমান সব খেলার লাইভ সম্প্রচার করে এই মোবাইল Application টি। এশিয়া কাপের সব ম্যাচ দেখাবে এসপটি। বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ খেলা সম্প্রচার করবে এই এপসে। মোবাইল এ্যাপসটির নাম ‍Sportzfy TV. । কিন্তু দুঃখের বিষয় Sportzfy TV মোবাইল Application টি গুগল প্লে স্টোরে পাবেন না। আপনাকে এপসটি ডাউনলোড করতে হলে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করার মাধ্যমে ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

Sportzfy TV download(download)



উপরের মোবাইল এপসটি ছাড়াও আপনি সরাসরি লিংকে ক্লিক করেও মোবাইলে বাংলাদেশ বনাম পাকিস্তান এশিয়া কাপ লাইভ খেলা দেখতে পারবেন। এক্ষেত্রে আমরা নিচে দুটি লিংক দিচ্ছে যেখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে লাইভ খেলায় নিয়ে যাবে।

বাংলাদেশ বনাম পাকিস্তান এশিয়া কাপ লাইভ লিংক -০১

পাকিস্তান বনাম বাংলাদেশ এশিয়া কাপ লাইভ লিংক -০২

ফেইজবুকে বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ খেলা কিভাবে দেখবেন

ফেইজবুকেও বিভিন্ন খেলা বিষয়কে পেইজে এশিয়া কাপের বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ খেলা সম্প্রচার করছে। ফেইজবুকে ডুকে সার্চ অপশনে লিখুন বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ খেলা তাহলে আপনাকে অনেক গুলো পেইজ সাজেষ্ট করবে। আপনি যে কোন একটি পেইজে ঢুকে লাইভ খেলা উপভোগ করতে পারেন। তবে ফেইজবুকে অধিকাংশ পেইজ চুরি করে খেলা সম্প্রচার করে ফলে ঘন ঘন স্ট্রিম বন্ধ হয়ে যায়। তবে আপনি সঠিক পেইজের সন্ধান করতে পারলে পুরো খেলা উপভোগ করতে পারবেন।

Facebook এ বাংলাদেশ বনাম পাকিস্তান খেলাটি দেখতে নিচের স্ক্রিনশটগুলো অনুসরণ করুণ:

ধাপ-১: আপনার মোবাইলে থাকা ফেইজবুক এপ্লিকেশনে যান, তারপর উপরে ডানে সার্চ অপশনে ক্লিক করুণ।

বাংলাদেশ বনাম পাকিস্তান এশিয়া কাপ লাইভ খেলা -Bangladesh Vs Pakistan Asia Cup live

ধাপ-০২: এবার লিখুন Bangladesh Vs Pakistan Live Asia Cup 2023

বাংলাদেশ বনাম পাকিস্তান এশিয়া কাপ লাইভ খেলা -Bangladesh Vs Pakistan Asia Cup live

ধাপ-০৩: নিচের স্ক্রিনশটের মতো অনেকগুলো পেইজ সাজেস্ট করবে, আপনার ইচ্ছে মতো যে কোন একটিতে ক্লিক করে পাকিস্তান বনাম বাংলাদেশে লাইভ খেলা উপভোগ করুন।

বাংলাদেশ বনাম পাকিস্তান এশিয়া কাপ লাইভ খেলা -Bangladesh Vs Pakistan Asia Cup live

Bangladesh vs Pakistan Live Asia Cup 2023

Asia Cup 2023 Squad:

Pakistan Squad: Fakhar Zaman, Imam-ul-Haq, Babar Azam(c), Mohammad Rizwan(w), Agha Salman, Iftikhar Ahmed, Shadab Khan, Mohammad Nawaz, Shaheen Afridi, Naseem Shah, Haris Rauf, Faheem Ashraf, Usama Mir, Saud Shakeel, Abdullah Shafique, Mohammad Haris, Mohammad Wasim Jr.
বাংলাদেশ বনাম পাকিস্তান এশিয়া কাপ লাইভ খেলা -Bangladesh Vs Pakistan Asia Cup live


Bangladesh Squad: Mohammad Naim, Mehidy Hasan Miraz, Towhid Hridoy, Litton Das, Mushfiqur Rahim(w), Shakib Al Hasan (c), Shamim Hossain, Afif Hossain, Taskin Ahmed, Shoriful Islam, Hasan Mahmud, Mustafizur Rahman, Mahedi Hasan, Tanzid Hasan, Tanzim Hasan Sakib, Nasum Ahmed, Anamul Haque.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad