e-Vision BD একটি অন্যরকম ওয়েভ ব্লগ যেখানে সাম্প্রতিক ও প্রয়োজনীয় বিষয় নিয়ে ব্লগ লেখা হয়। e-Vision BD কখনো একটি নিউজ পোর্টাল নয়। তবে e-VISION BD সাম্প্রতিক আলোচিত, দরকারি, প্রযুক্তি বিষয়ক, শিক্ষাসংক্রান্ত যাবতীয় খবর, পরামর্শমূলক আর্টিকেল প্রকাশ ও প্রচার করে থাকে। e-Vision BD এর সত্ত্বাধীকারী ও সম্পাদক আমি শিমুল বড়ুয়া স্বীকার করছি যে, এখানে কোন ধরনের মনগড়া, মিথ্যা, উদ্দেশ্য প্রনোদিত কোন তথ্য, ছবি, ভিডিও, অডিও বা লেখা প্রকাশ করা হয়না বা হবে না।
আমরা সবসময় ইউনিক কন্টেন্ট তৈরী করতে ও কপি পেষ্ট করা থেকে বিরত থাকতে চেষ্টা করবো। অনেক সময় হয়তো কিছু কিছু বিষয় প্রমাণ হিসেবে কোন কোন লেখক বা কন্টেন্ট ক্রিয়েটরের সাহায্য নিতে হতে পারে। তবে কপি রাইট সম্পর্কে আমরা সচেতন আছি।
আমাদের e-VISION BD এর কোন দিকটি আপনার সবচেয়ে বেশি ভাল লাগে আর কোন দিকটি আপনার সবচেয়ে খারাপ লাগে আমাদের কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য সবিনয়ে অনুরোধ করছি।
যে কোন প্রয়োজনে যোগাযো করুন:
Post a Comment
0 Comments