প্রযুক্তি

Type Here to Get Search Results !

অ্যাসইনমেন্ট স্থগিত করতে বলেছে শিক্ষা অধিদপ্তর

 

Assignment has been closed

আজ (৩০ জুন) শিক্ষা অধিদপ্তরের আরেকটি নোটিশে চলমান সকল অ্যাসইনমেন্ট ও নির্ধারিত কাজ স্থগিত করতে বলা হয়েছে। যার স্মারক নং- ৩৭.০২.০০০০.১০৬.২৭.০০১.২০৮৩৭।

উল্লেখ্য, কোভিড-১৯ এর কারনে ২০২০ সালের মার্চ থেকে সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সরকার অ্যাসাইনমেন্ট সিস্টেমের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। তারই ধারাবাহিকতায় গতসপ্তাহে ৬ষ্ট থেকে ৯ম শ্রেণির ৯ম সপ্তাহের অ্যাসইনমেন্ট ও SSC 2022 এর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট শিক্ষা অধিদপ্তরের ওয়েভ সাইটে প্রকাশ করা হয়।

জারিকৃত নোটিশে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের প্রেক্ষিত এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক স্মারক নং ০৪.০০.০০০০.৫১৪.১৬.০০১.২১.২০৩; তারিখ: ৩০ জুন , ২০২১ খ্রি, জারীকৃত বিধি-নিষেধ সংক্রান্ত পরিপত্রের নির্দেশনার প্রেক্ষিতে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ষ্ঠ থেকে শ্রেণি ২০২২ সনের এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য সপ্তাহ ভিত্তিক চলমান এ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এতদ্বারা স্থগিত করা হলো। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অবহিত করা হলো

নোটিশের পাদ ভাগে পরিচালক, প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষর করেন।

ই-ভিশন বিডি এর পাঠকের জন্য নোটিশটি নিচে দেওয়া হল। 

Assignment has been closed


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.