প্রযুক্তি

Type Here to Get Search Results !

আর্জেন্টিনার বিশ্বকাপ ২০২২ স্কোয়াড - All Players Name of Argentina 2022

আর্জেন্টিনার বিশ্বকাপ ২০২২ স্কোয়াড - All Players Name of Argentina 2022


আর্জেন্টিনার বিশ্বকাপ ২০২২ স্কোয়াড - All Players Name of Argentina 2022

আর্জেন্টিনা বিশ্বকাপ 2022 স্কোয়াড: আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। স্কলোনি আর্জেন্টিনার যে স্কোয়াড ঘোষণা করেছে তাতেই তাদের তৃতীয় বিশ্বকাপ জিততে যথেষ্ট হবে বলে মনে করেন স্কলোনি।


আর্জেন্টিনার বিশ্বকাপ ফুটবল দল নিচে

লিওনেল মেসিকে অধিনায়ক রেখে আর্জেন্টিনা বিশ্বকাপ ২০২২ এর স্কোয়াড সাজিয়েছে। ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ের জন্য আলবিসেলেস্তে হট ফেভারিটদের মধ্যে একটি হবে আর্জেন্টিনা। অন্তত আর্জেন্টিনার স্কোয়াড দেখে তেমনটা বলা যায়। কোপা আমেরিকা বিজয়ীরা তাদের দলে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লাউতারো মার্টিনেজের মতো প্লেয়ার পেয়ে গর্ব করছে। দুই বারের বিশ্বকাপ বিজয়ী আর্জেন্টিনা সি গ্রুপে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ডের মুখোমুখি হবে।

আর্জেন্টিনার বিশ্বকাপ খেলোয়াড়

২০১৮ বিশ্বকাপে বিশ্বকাপের একেবারে কাছে গিয়েও ঘরে তোলতে না পারার গ্লানি এবার ঘুছবে বলে মনে করছেন আর্জেন্টাইন ভক্তরা। আর্জেন্টিনা বরাবর ব্রাজিলকে পিছনে ফেলার চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছে বিশ্বকাপের মতো আসরে। 

যেখানে ব্রাজিল ইতোমধ্যে ৫টি বিশ্বকাপ ঘরে তুলেছে সেখানে আর্জেন্টিনা মাত্র ২টি। কাতার বিশ্বকাপ ২০২২ আর্জেন্টিনার জন্য বড় সুযোগ হবে, বলতে গেছে মেসির জন্যও শেষ সুযোগ। হয়তো এই বিশ্বকাপের পর মেসি ২০২৬ বিশ্বকাপ নাও খেলতে পারেন।

২০০৪ থেকে ২০১৬ পর্যন্ত লা আলবিসেলেস্তেরা চারটি কোপা আমেরিকার ফাইনালে এবং একটি বিশ্বকাপ ফাইনাল খেলেছে কিন্তু দুঃখের বিষয় তারা সবকটিই হেরেছে, প্রতিটি পরাজয় খুব বেশি বেশি বেদনাদায়ক।

আর্জেন্টানা বিশ্বকাপ ২০২২ কেন জিতবে

তবে গত বছরের ফিনালিসিমা বিজয় আর্জেন্টিনার জন্য একটি নতুন অনুপ্রেরণা হতে পারে। ওয়েম্বলিতে ইউরোপীয় চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে পরাজিত করে প্রমাণ করেছে যে ইউরোপিয় গতি ফুটবলকে আর্জেন্টিনা হারাতে পারে।

এটা একটা ভাল সাইন যে জুলাই ২০১৯ থেকে রেকর্ড ৩৫-ম্যাচে অপরাজিত আছে আর্জেন্টিনা। এই ধারাবাহিকতায় সেই ২৮ বছরের ট্রফি হীনতার চুলকানিতে মলম দেওয়ার এখন সময় এসেছে। ১৯৮৬ সালের ভূতকে ছুড়ে ফেলে বিশ্বকে জয় করতে চায় আর্জেন্টিনা।


আর্জেন্টিনার খেলোয়াড়ের নাম

অনেক আর্জেন্টাইন ভক্ত আছে যারা কেবল মেরাডোনা এবং মেসিকে ভালবেসে আর্জেন্টিনাকে সাপোর্ট করে। অনেক সময় এই দুইজন ছাড়া অনেক খেলায়াড়ের নামই জনে না অনেকে। যারা এই সমস্যায় পড়েন তাদের জন্য নিচে আর্জেন্টিনার স্কোয়াডটি দেওয়া হলো। নিচের তালিকা থেকে আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম শিখে নিতে পারবেন। 

আর্জেন্টিনার বিশ্বকাপ ২০২২ স্কোয়াড় 

ARGENTINA WORLD CUP 2022 SQUAD

Argentina World Cup 2022 squad: The final 26-man team

আর্জেন্টিনা বিশ্বকাপ 2022 স্কোয়াডচূড়ান্ত 26 সদস্যের দল

কোচ:  Lionel Scaloni

পজিশন খেলোয়াড়ের নাম ক্লাব
গোল কিপার এমি মার্টিনেজ  অ্যাস্টন ভিলা
গোল কিপার ফ্রাঙ্কো আরমানি রিভার প্লেট
গোল কিপার জেরোনিমো রুলি ভিলারিয়াল
ডিফেন্ডোর মার্কোস অ্যাকুনা  সেভিলা
ডিফেন্ডোর জুয়ান ফয়েথ ভিলারিয়াল
ডিফেন্ডোর লিসান্দ্রো মার্টিনেজ  ম্যানচেস্টার ইউনাইটেড
ডিফেন্ডোর নিকোলাস ট্যাগলিয়াফিকো  লিয়ন
ডিফেন্ডোর ক্রিশ্চিয়ান রোমেরো টটেনহ্যাম

ডিফেন্ডোর

নিকোলাস ওটামেন্ডি বেনফিকা
ডিফেন্ডোর নাহুয়েল মোলিনা  অ্যাটলেটিকো মাদ্রিদ
ডিফেন্ডোর গঞ্জালো মন্টিয়েল সেভিলা
ডিফেন্ডোর জার্মান পেজেলা রিয়েল বেটিস
মিড ফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া জুভেন্টাস
মিড ফিল্ডার লিয়ান্দ্রো পেরেদেস  জুভেন্টাস
মিড ফিল্ডার রদ্রিগো ডি পল  অ্যাটলেটিকো মাদ্রিদ
মিড ফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ব্রাইটন
মিড ফিল্ডার এনজো ফার্নান্দেজ  বেনফিকা
মিড ফিল্ডার এক্সকুয়েল প্যালাসিওস  বেয়ার লেভারকুসেন
মিড ফিল্ডার গুইডো রদ্রিগেজ রিয়েল বেটিস
ফরোয়ার্ড লিওনেল মেসি PSG
ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ ইন্টার মিলান
ফরোয়ার্ড পাওলো দিবালা  রোমা
ফরোয়ার্ড জোয়াকিন কোরেয়া ইন্টার মিলান
ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ  ম্যানচেস্টার সিটি)
ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেজ ফিওরেন্টিনা)
ফরোয়ার্ড আলেজান্দ্রো গোমেজ সেভিলা

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.