আর্জেন্টিনা বনাম সৌদি আরব লাইভ খেলা - Argentina Vs. Saudi Arabia Live FIFA world cup 2022
আজ বিশ্বকাপ ফুটবল ২০২২ এর ৩য় দিন। আজ ফিক্সাররে মোট ৪টি ম্যাচ আছে, প্রথম ম্যাচ গত রাত ১টার সময় যুক্তরাষ্ট্র বনাম ওয়েলস ১ম ম্যাচ, আজ বিকাল ৪টায় আর্জেন্টিনা বনাম সৌদি আরব ২য় ম্যাচ, সন্ধ্যা ৭টায় ডেনমার্ক বনাম তিউনেশিয়া ৩য় ম্যাচ এবং সর্বশেষ রাত ১০টায় মেক্সিকো বনাম পোল্যান্ড।
লক্ষ্য করুনঃসাধারণত রাত ১২টার পর তারিখ বা দিন বদলে যায় কাজেই রাত ১টায় যে কয়টি ম্যাচ আছে সেগুলো মনে করতে হবে আগের রাতের ১টার ম্যাচ। অর্থাৎ বিশ্বকাপ সময়সূচিতে যদি লেখা থাকে যে ২২/১১/২০২২ রাত ১টায় তাহলে বুঝতে হবে ২১/১১/২০২২ এর ১২টার পরপরই ২২/১১/২০২২ হয়ে গেলো, তাই ২১/১১/২০২২ রাত ১টায় যে ম্যাচটি হবে সেটি মূলত ২২/১১/২০২২ তারিখের ম্যাচ।(alert-error)
আর্জেনিটনা বনাম সৌদি আরব লাইভ আপডেট
- দল: আর্জেন্টিনা বনাম সৌদি আরব
- কখন: ২২/১১/২০২২ইং, রোজ মঙ্গলবার, বিকাল ৪টা
- কোথায়: লুসিল স্টেডিয়াম, কাতার
আর্জেন্টিনা বনাম সৌদি আরব লাইভ কিভাবে দেখবেন
ফিফা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখার উত্তম উপায় হলো টিভি সেট। বাংলাদেশে BTV, GAZI TV & T-SPORTS আর্জেন্টিনা বনাম সৌদি আরব খেলার লাইভ স্ট্রিম সম্প্রচার করবে। ভারতে Sports18 এবং Sports18 HD আর্জেন্টিনা বনাম সৌদি আরব খেলা দেখাবে। তাছাড়া সনি নেটওয়ার্ক সমগ্র ভারত উপমহাদেশে সৌদি আরব আর্জেন্টিার খেলাটি সম্প্রচার করবে। ভারতে একমাত্র সনি টিভি নেটওয়ার্ক বিশ্বকাপ ফুটবলের লাইভ সম্প্রচার করার অধিকার ক্রয় করেছে।
আর্জেন্টিনা বনাম সৌদি আরব অনলাইনে
অনলাইন কিছু ওয়েভ সাইট খেলাটির লাইভ টেলিকাস্ট করবে। তবে কিছু কিছু সাইটে স্ট্রিমিং আটকে যায় অক্ষেণ বাপারিং করতে থাকে যা বিরক্তিকর। আমরা সবচেয়ে স্পিড দুটি সাইটের স্ট্রিমিং লিংক নিচে দিলাম। লিংক দুটির যে কোন একটিতে ক্লিক করে সৌদি আরব বনাম আর্জেন্টিনা খেলাটি দেখতে পারবেন।
আর্জেন্টিনা বনাম সৌদি আরব লাইভ লিংক -০১
সৌদি আরব বনাম আর্জেন্টিনা লাইভ লিংক -০২
আর্জেন্টিনা বনাম সৌদি আরব খেলা মোবাইলে
বাংলাদেশের মোবাইল এপস Toffee live এবং ভারতীয় মোবাইল এপস JeoCinema আর্জেন্টিনা বনাম সৌদি আরব মধ্যকার খেলাটি সরাসরি সম্প্রচার করবে। এবারের বিশ্বকাপের প্রতিটি ম্যাচ এপস দুটি তে দেখতে কোনরূপ সাবস্ক্রিপশ ফি পরিশোধ করতে হবে না। তবে JeoCinema এপসটি বাংলাদেশ থেকে ডাউনলোড বা ইন্সটল করা যাবে না।
আর্জেন্টিনা বনাম সৌদি আরব Toffee তে কিভাবে দেখবেন
আপনার মোবাইলের Play store এ গিয়ে Toffee লিখে সার্চ করুন। নিচের ছবির মতো দেখতে আইকনে ক্লিক করে Install বাটনে ক্লিক করুন। অথাব নিচে ডাউনলোড বাটনে ক্লিক করুন।
Toffee |
ডাউনলোড ও ইনস্টল হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। অথবা, নিচের লিংকে ক্লিক করলে আপনাকে সরাসরি Play Store এ নিয়ে যাবে। শুধু আর্জেন্টিনা বনাম সৌদি আরব নয় বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বাংলাদেশ থেকে Toffee তে দেখতে পাবেন। ডাউনলোড হয়ে গেলে Open বাটনে ক্লিক করুন।
ডাউনলোড করা শেষ ও এসটি খোলারপর নিচের ছবিটি লক্ষ্য করুন। ছবিতে লাল বৃত্ত দিয়ে চিহ্নিত চিহ্নে ক্লিক করলে আপনাকে সরাসরি আর্জেন্টিনা বনাম সৌদি আরব ম্যাচে নিয়ে যাবে। একই ভাবে ভারতের পাঠকগণ JioCinema ইন্সটল করে সৌদি আরব বনাম আর্জেন্টিনা খেলাটি উপভোগ করতে পারবেন।
উপরের ছবিটি অনুসরণ করে Toffee তে সহজে খেলা দেখতে পারবেন।
আর্জেন্টিনা বিশ্বকাপ ২০২২ স্কোয়াড
Goalkeepers
- Franco Armani River Plate (ARG)
- Emiliano Martinez Aston Villa (ENG)
- Geronimo Rulli Villarreal (ESP)
Defenders
- Juan Foyth Villarreal (ESP)
- Lisandro Martinez Man United (ENG)
- Nahuel Molina Atletico Madrid (ESP)
- Gonzalo Montiel Sevilla (ESP)
- Nicolas Otamendi Benfica (POR)
- German Pezzella Real Betis (ESP)
- Cristian Romero Tottenham (ENG)
- Nicolas Tagliafico Lyon (FRA)
Midfielders
- Marcos Acuna Sevilla (ESP)
- Rodrigo De Paul Atletico Madrid (ESP)
- Enzo Fernandez Benfica (POR)
- Alejandro 'Papu' Gomez Sevilla (ESP)
- Alexis Mac Allister Brighton (ENG)
- Exequiel Palacios Bayer Leverkusen (GER)
- Leandro Paredes Juventus (ITA)
- Guido Rodriguez Real Betis (ESP)
Forwards
- Julian Alvarez Man City (ENG)
- Thiago Almada Atlanta United (USA)
- Angel Di Maria Juventus (ITA)
- Paulo Dybala AS Roma (ITA)
- Angel Correa Atletico Madrid
- Lautaro Martinez Inter Milan (ITA)
- Lionel Messi PSG (FRA)
সৌদি আরব বিশ্বকাপ ফুটবল স্কোয়াড
Goalkeepers (Argentina Vs. Saudi Arabia)
- Mohammed Al Rubaie (Al-Ahli)
- Mohammed Al-Owais (Al-Hilal)
- Nawaf Al-Aqidi (Al-Nassr)
Defenders (Argentina Vs. Saudi Arabia)
- Sultan Al-Ghanam (Al-Nassr)
- Abdullah Madu (Al-Nassr)
- Abdulelah Al-Amri (Al-Nassr)
- Ali Al-Bulaihi (Al-Hilal)
- Saud Abdulhamid (Al-Ittihad)
- Yasser Al-Shahrani (Al-Hilal)
- Hassan Tambakti (Al-Shabab)
- Mohammed Al-Breik (Al-Hilal)
Midfielders (Argentina Vs. Saudi Arabia)
- Salman Al-Faraj (Al-Hilal)
- Salem Al-Dawsari (Al-Hilal)
- Ali Al-Hassan (Al-Nassr)
- Sami Al-Najei (Al-Nassr)
- Nawaf Al-Abed (Al-Shabab)
- Nasser Al-Dawsari (Al-Hilal)
- Riyadh Sharahili (Abha)
- Hattan Bahebri (Al-Shabab)
- Mohamed Kanno (Al-Hilal)
- Abdullah Otayf (Al-Hilal)
- Abdulrahman Al-Aboud (Al-Ittihad)
Forwards (Argentina Vs. Saudi Arabia)
- Firas Al-Buraikan (Al-Fateh)
- Haitham Asiri (Al-Ahli)
- Saleh Al-Shehri (Al-Hilal)
Post a Comment
0 Comments