আমেরিকা বনাম ওয়েলস লাইভ খেলা - USA vs Wales live streaming
USA vs Wales live streaming: আজ (২১/১২/২০২২) রোজ সোমবার কাতার বিশ্বকাপের দুটি ম্যাচ থাকার কথা। কিন্তু আমেরিকা বনাম ওয়েলস খেলাটি রাত ১টায় হওয়ার কারনে তা হিসেব মতে ২২/১১/২০২২ হয়ে যায়। অর্থাৎ আজ রাত ১টায় শুরু হবে যুক্তরাষ্ট্র বনাম ওয়েলস খেলাটি। এর আগে সন্ধ্যায় ৭টায় ইংল্যান্ড বনাম ওয়েলস এবং রাত ১০টায় সেনেগাল বনাম নেদারল্যান্ড দুটি ম্যাচ আছে। ব্লগটি লেখা পর্যন্ত ইংল্যান্ড বনাম ইরান খেলাটি ০-০ ব্যবধানে চলছিল।
আমেরিকা বনাম ওয়েলস লাইভ কিভাবে দেখবেন
বিশ্বকাপ ফুটবল ২০২২ দেখার প্রথম অপশন হওয়া উচিত টেলিভিশন। বাংলাদেশ থেকে বিটিভি, গাজী টিভি এবং টি-স্পোর্টস চ্যানেল তিনটিতে সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশী ফুটবল প্রেমীদের জন্য এটি অবশ্য সুখবর যে বিটিভিতে খেলাটি সম্প্রচার করছে। কারণ বাংলাদেশে এখনো কিছু কিছু জায়গা আছে যেখানে ক্যাবল টিভি পৌছাতে পারেনি। তাই সে সকল ক্রিড়াপ্রেমিরা বিটিভিতে USA vs. Wales খেলাটি সহজে দেখতে পারবে।
ভারতের দর্শকগণ Sports18 এবং Sports18 HD দুটি চ্যানেলে USA vs. Wales খেলার লাইভ দেখতে পারবেন। তাছাড়া সনি টিভি নেটওয়ার্কের আওতায় ভারতীয় উপমহাদেশের সকল দেশ ফিফা বিশ্বকাপের সব ম্যাচ দেখতে পাবেন।
মোবাইলে কিভাবে USA vs. Wales ম্যাচটি দেখেবেন
বাংলাদেশী মোবাইল এপস Toffee Live এবং ভারতীয় মোবাইল এপস JioCinema এর মাধ্যমে USA vs. Wales খেলাটি সম্প্রচার করবে। বাংলাদেশে থেকে যারা ফিফা বিশ্বকাপ দেখতে মোবাইলই ভরসা তারা এখনই Toffee Live এপসটি ইন্সটল করুন। আর ভাতীয় পাঠকগণ JioCinema মোবাইল এপসটি ইন্সটল করুন।
উল্লেখ্য, উভয় এপসই ফিফা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ ফ্রিতে সম্প্রচার করবে। অর্থাৎ আমেরিকা বনাম ওয়েলস খেলাটি দেখতে কোন প্রকার সাবস্ক্রিপশন ফি দিতে হবে না।
কোন দেশে কোন টিভিতে দেখবেন USA vs. Wales Live Streaming
দেশ/অঞ্চল | সম্প্রচার টিভি/মাধ্যম |
---|---|
Afghanistan | ABU Asia Pacific Broadcasting Union |
Argentina | TyC Sports |
Armenia | AMPTV |
Australia | SBS, Fox Sports, SEN |
Austria | ORF, ServusTV |
Bangladesh | Gazi TV, T-Sports |
Brazil | TV Globo |
Canada | CTV, TSN, RDS (Bell Media) |
Central Asia | Saran Media |
China | CCTV, Migu |
Europe | EBU (RTSH-Radiotelevisioni Shqiptar) |
France | TF1, beIN Sports |
Germany | ARD, ZDF, Deutsche Telekom |
Hong Kong | PCCW |
India & its Subcontinent | Sony Network |
Indonesia | Klikdaily, Emtek |
Ireland | RTÉ |
Italy | RAI |
Japan | Dentsu Inc |
Nepal | Media Hub Private Limited |
Pakistan | ARY Digital Network |
South Korea | SBS, KBS, MBC |
South America | DirecTV Latin America |
Spain | Mediapro, RTVE |
United States | Fox Sports, Telemundo, Fútbol de Primera |
UK | BBC, ITV, talkSPORT |
আমেরিকা এর বিশ্বকাপ ফুটবল স্কোয়াড
Goalkeepers
- Ethan Horvath (Luton)
- Sean Johnson (New York City)
- Matt Turner (Arsenal)
Defenders
- Cameron Carter-Vickers (Celtic)
- Sergino Dest (AC Milan)
- Aaron Long (New York Red Bulls)
- Shaq Moore (Nashville)
- Tim Ream (Fulham)
- Antonee Robinson (Fulham)
- Joe Scally (Borussia Monchengladbach)
- DeAndre Yedlin (Miami)
- Walker Zimmerman (Nashville)
Midfielders
- Brenden Aaronson (Leeds)
- Kellyn Acosta (Los Angeles)
- Tyler Adams (Leeds)
- Luca de la Torre (Celta Vigo)
- Weston McKennie (Juventus)
- Yunus Musah (Valencia)
- Cristian Roldan (Seattle)
Forwards
- Jesus Ferreira (Dallas)
- Jordan Morris (Seattle)
- Christian Pulisic (Chelsea)
- Gio Reyna (Borussia Dortmund)
- Josh Sargent (Norwich)
- Tim Weah (Lille)
- Haji Wright (Antalyspor)
ওয়েলস এর স্কোয়াড ২০২২
Goalkeepers
- Wayne Hennessey (Nottingham Forest)
- Danny Ward (Leicester City)
- Adam Davies (Sheffield United)
Defenders
- Chris Gunter (Wimbledon)
- Neco Williams (Nottingham Forest)
- Ben Cabango (Swansea City)
- Joe Rodon (Rennes)
- Connor Roberts (Burnley)
Ethan Ampadu (Spezia)
- Ben Davies (Tottenham)
- Tom Lockyer (Luton Town)
- Chris Mepham (Bournemouth)
Midfielders
- Dylan Levitt (Dundee United)
- Matt Smith (Milton Keynes Dons)
- Joe Morrell (Portsmouth)
- Jonny Williams (Swindon Town)
- Sorba Thomas (Huddersfield Town)
- Rubin Colwill (Cardiff City)
- Joe Allen (Swansea City)
- Aaron Ramsey (Nice)
- Harry Wilson (Fulham)
Brennan Johnson (Nottingham Forest)
- Gareth Bale (Los Angeles FC)
- Kieffer Moore (Bournemouth)
- Mark Harris (Cardiff City)
- Dan James (Fulham)
Post a Comment
0 Comments