আজ
(২২ জুলাই) অলিম্পিক ফুটবল (পুরুষ) আসরে গ্রুপ পর্বের মোট ৮টি খেলা ছিল। প্রথম ম্যাচে
মিশর-স্পেন, ২য় ম্যাচে মেক্সিকো-ফ্রান্স, ৩য় ম্যাচ নিউজিল্যান্ড-দক্ষিন কোরিয়া, ৪র্থ
ম্যাচ আইভরিকোস্ট-সৌদি আরব, ৫ম ম্যাচ আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া, ৬ষ্ট ম্যাচ জাপান-দক্ষিন
আফ্রিকা, ৭ম ম্যাচ হন্ডোরাস-রোমানিয়া সর্বশেষ ৮ম ম্যাচ ব্রাজিল-জার্মানি মুখোমুখি হয়।
ফলাফল
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল জার্মানিকে ৪-২ গোলে হারাতে পারলেও আর্জেন্টিনা পারেনি অষ্ট্রেলিয়াকে হারাতে। বরং আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ২-০ গোলে।
দুই দলের মধ্যে প্রথম দল হিসেবে বিকাল ৪:৩০ মিনিটে মাঠে নামে আর্জেন্টিনা। তারা গোলের লক্ষ্য ৪টি শট করেও গোলের দেখা পায়নি। অপরদিকে অস্ট্রেলিয়া শট করেছে ৬টি। এর মধ্যেই অস্ট্রেলিয়া ঠিকানা খোঁজে নেয় আর্জেন্টিনার জাল।
ছন্দময় ফুটবলের দেশ হিসেবে খ্যাত আর্জেন্টিনা ১৫টি ফাউল খেলেছে, ৪৫ মিনিটে ২য় বার হলুদ কার্ড দেখে লাল কার্ডে পরিনত হয় তা, লাল কার্ড দেখেই মাঠ ছাড়ে ওর্থেগা। কার্ড গণনায় আর্জেন্টিনা হলুদ কার্ড ৫টি, লাল কার্ড ১টি।
অপর দিকে অস্ট্রেলিয়া ফাউল করেছে ১৮টি। হলুদ কার্ড দেখেছে ৭টি, কোন লাল কার্ড নাই তাদের ঝুলিতে।
বল দখলে আর্জেন্টিনা ৫৬% অন্য দিকে অস্ট্রেলিয়া ৪৪%। শেষ বাঁশির বাজার আগ অবধি আর্জেন্টিনা আপ্রাণ চেষ্টা করলেও খেলার ফলাফল অস্ট্রেলিয়া ২, আর্জেন্টিনা ০।
অপর দিকে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী দিনের সর্বশেষ ম্যাচে ৫:৩০ মিনিটে মাঠে নামে আরেক প্রতিদ্বন্দ্বী জার্মানির বিপক্ষে। এবার 7up নয় বরং ব্রাজিলই ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে তাদের।
খেলার শুরুর ৭ মিনিটেই রিচার্লিসনের গোলে লিড নেয় ব্রাজিল। ২২ মিনিটের মাথায় আবারও একই ঘটনা ঘটায় রিচার্লিচন।
৮ মিনিট পর ম্যাচের বয়স যখন ৩০ মিনিট রিচার্লিসন আবার ঠিকানা খোঁজে জার্মানির গোল পোষ্টে। ৩০ মিনিটেই ম্যাচের ফলফল ৩-০।
৪৫ মিনিটে পেনাল্টি মিস করে ব্রাজিলের কোণহা। অন্যতায় তখনই খেলার ফলাফল হতো পারতো ৪-০।
৬৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করে জার্মানের আর্নল্ড। সর্বশেষ ৯০ মিনিটে পাউলিনহুর গোলে ৪-০ ব্যবধানের জয় নিয়ে শুভ সূচনা করে ব্রাজিল। ৪টি গোল সহ তারা গোল মুখে শট করেছে মোট ১৩টি। রিচার্লিচন প্রথম ফুটবলার হিসেবে এবারের অলেম্পিক আসরে হ্যাট্রিকের খাতায় নাম লেখায়।
৯০ মিনিটে জার্মানি ফাউল করে ২০টি হলুদ কার্ড জমা করেছে ৬টি, লাল কার্ড ১টি। জার্মান গোল মুখে শট করেছে ৪টি এর মধ্যেই ২টিকে গোলে পরিনত করেছে তারা।
অপর দিকে ব্রাজিল ফাউল করেছে ১৬টি হলুদ কার্ড ১টি তারা কোন লাল কার্ড দেখেনি। বল দখলে ব্রাজিল ৫২% জার্মান ৪৮%।
Post a Comment
0 Comments