সুস্থ দেহ সুন্দর মন। এই প্রবাদটির আলোকে দৈনিক কার্যক্রমের তালিকা। ৮ম শ্রেণির শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য ১০ম সপ্তাহের উত্তর।
নমুনা উত্তরঃ
আমারা সকলেই সুস্থ জীবনের প্রত্যাশা করি। কারণ দেহ সুস্থ থাকলে মনও ভালেf থাকে। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রয়েfজন নিয়মিত ব্যায়াম করা। প্রতিদিন নিয়মিত ও পরিমিত ব্যায়াম দেহ কাঠামেfকে সুদৃঢ় করে এবং সেই সাথে মনের উন্নয়ন সাধিত করে।
প্রবাদ আছে "সুস্থ দেহে সুন্দর মন"। ব্যায়ামের
ফলে দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ফলে মস্তিকের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। নিয়মিত ব্যায়াম
করার অভ্যাস ছেfটবেলা থেকেই গড়ে তেfলা উচিত। আমি নিজের শরীর ও মানসিক সুস্থতার জন্য
সকালে ঘুম থেকে উঠে ও রাতে ঘুমানেfর আগ পর্যন্ত দৈনিক কার্যক্রমের তালিকা অনুসরণ করে
চলি। নিচে আমার দৈনিক কার্যক্রমের একটি ধারাবাহিক তালিকা তুলে ধরা হলঃ
সময়ঃ সকাল
(১)
শারীরিক সুস্থতার জন্যঃ শারীরিক সুস্থতার জন্য আমি নিয়মিত পরিমিত ব্যায়াম করে থাকি।
সকালে ব্যায়াম করলে এর সুফল পাওয়া যায় বেশি। তাই আমি সকালে ব্যায়াম করি। অনেক ধরনের
ব্যায়াম রয়েছে তবে আমি সরঞ্জামবিহীন ব্যায়াম বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে থাকি।
আমি যেসকল ব্যায়াম করে থাকি সেগুলো হলঃ
- স্পিড এক্সারসাইজ
- সিট আপ
- হাঁটু ভেঙ্গে সিট আপ
- চিন আপ
- পুশ আপ
- হেড স্প্রিং
- নেক স্প্রিং
- হ্যান্ড স্প্রিং
- বল পাসিং
উপরের
উল্লেখিত ব্যায়াম আমার শারীরিক পেশীকে মজবুত ও সুগঠিত করে। অতিরিক্ত ব্যায়াম শরীরের
জন্য ক্ষতিকর। এতে দেহ ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে। তাই পরিমিত ব্যায়াম করা উচিত।
সময়ঃ দুপুর
(২)
মানিসিক সুস্থতার জন্যঃ মানিসক সুস্থতার জন্য ব্যায়ামের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ
বিশ্রামের প্রয়োজন। তাই দুপুরের সময় আমি বিশ্রাম নিয়ে থাকি। এতে আমার ক্লান্তি
দূর হয় এবং শরীর কর্মক্ষম হয়ে উঠে।
সময়ঃ বিকাল
(৩)
শরীরিক ও মানসিক সুস্থতার জন্য আমি দৈনিক বিকালে খেলাধুলা করে থাকি। খেলাধুলাও একপ্রকারের
ব্যায়াম। এতে শরীর ও মন উভয়ই ভালো থাকে। তাছাড়া মাঝে মাঝে ভ্রমন করি।
সময়ঃ রাত
(৪)
রাতে ব্যায়াম করা উচিত নয়। তাছাড়া ভরা পেটে ব্যায়াম করলে তা শরীরের উপর নেতিবাচক
প্রভাব ফেলে। তাই আমি রাতে পড়াশুনার পর মানসিক সুস্থতার জন্য বিনোদন হিসেবে
- টিভি দেখা
- গল্পের বই পড়া
- ছবি আঁকা আবৃতি করা
- পরিবারের সদস্যদের সাথে গল্প করা
ইত্যাদি
কাজগুলো করে থাকি। সেই সাথে দৈনিক পর্যাপ্ত পরিমাণ ঘুম নিশ্চিত করি। আমার বয়স অনুপাতে
দৈনিক ৮ থেকে ৯ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করি। পর্যাপ্ত ঘুম আমাদের শরীরে কোষগুলোকে সুগঠিত
করে এবং মানিসিক উৎকর্ষ সাধিত করে। শরীর ও মন সুস্থ রাখার জন্য ব্যায়াম, বিনোদন ও
বিশ্রাম সবগুলোই প্রয়োজন। দেহ ভালো থাকলে মন ভালো থাকে। আর মন ভালো থাকলে শারীরিক
ও মানসিক শক্তি বৃদ্ধি পায়।
সতর্কতাঃ
অ্যাসাইনমেন্ট নিজে লেখা উত্তম। নকল বা কপি করে অ্যাসাইনমেন্ট লেখে জমা দিলে তা বাতিল বালে গণ্য হবে।(alert-warning)
আমাদের ফেইজবুক পেইজে লাইক দিতে নিচের বাটনে ক্লিক করার জন্য অনুরোধ করছি-
E-VISION BD facebook Page(demo)
Post a Comment
0 Comments