জাতির জনক
- সুরঞ্জনা বড়ুয়া নিশি
- দশম শ্রেণি, ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়
আমি প্রশান্ত মহাসাগরের গভীরতা আর
তোমার মহত্ব আলাদা করতে পারি না,
আমি তোমার কন্ঠের অগ্নি বাণী আর
বজ্রপাতের মধ্যে কোন তফাৎ খুজে পাই না।
তোমার বজ্রকণ্ঠের কর্কশ বাণীতে
কি জাদু আছে তাও জানি না,
তোমার একটি আঙ্গুলের ইশারা আর
মহা প্রলয়ের মাঝে কোন পার্থক্য করতে পারি না।
হেমিলনের বাঁশিওয়ালার মতো
পাগল করেছিলে তুমি সাত কোটি বাঙ্গালিকে
স্বাধীনতা পেতে ঘুরেছে তোমার পিছে পিছে
রক্ত দিতেও ভয় করেনি ভালোবেসে তোমাকে।
তুমি বাংলার সূর্য, বাঙ্গালির পিতা
চিনতে পারেনি যত মীর জাফর আর বেঈমান
তুমি চির অমর, সর্বকালের শ্রেষ্ট বাঙ্গালি
তুমি জাতীর জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
Post a Comment
0 Comments