বিশ্বকাপ ফাইনাল খেলা কবে - World Cup Final 2022
বিশ্বকাপ ফুটবল ২০২২ দেখতে দেখতে শেষ হতে চলেছে। ৪ বছর পরপর হওয়া এই আসরটি বিশ্বের বেশির ভাগ মানুষকে স্পর্শ করে। প্রতিটি মানুষ কোন কোন বিশ্বকাপ ম্যাচ উপভোগ করে।এবারের বিশ্বকাপের অনেক বড় বড় দল কাঙ্খিত ফল করতে পারেনি। এই তালিকায় আছে স্পেন, জার্মানি, ব্রাজিল, বেলজিয়াম, উরুগুয়ে। ইটালির মতো দেশতো এবার বাছাই পর্বই উৎরাতে পারেনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে মিথ্যা প্রমাণিত করে দিয়ে মেসির আর্জেন্টিনা ফাইনাল খেলবে করিম বেনজামার ফ্রান্স।
বিশ্বকাপ ফাইনাল খেলা কবে:
আজ ১৬ ডিসেম্বর ২০২২। আগামী ১৮ ডিসেম্বর ২০২২ রোজ রবিবার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা। বাংলাদেশ সময় রাত ৯টা থেকে খেলা শুরু হবে। বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা গাজী টিভি, T-Sports নামক টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশের একমাত্র সরকরি টিভি চ্যানেল বিটিভিতেও কাতার বিশ্বকাপের ফাইনাল খেলাটি সরাসরি সম্প্রচার করবে।
- দিন: ১৮ ডিসেম্বর, ২০২২
- বার: রবিবার
- সময়: বাংলাদেশ সময় রাত ৯টা।
বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা কারা খেলবে
বিশ্বকাপ ফুটবল ২০২২ এর ফাইনাল নিশ্চিতকারী দুটি দল ফ্রান্স বনাম আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলবে।
গ্রুপ পর্বের সি গ্রুপ থেকে আর্জেন্টিনা সৌদি আরবের সাথে প্রথম ম্যাচ হারার পর আর কোন ম্যাচ হারেনি এবারের বিশ্বকাপে। একই ভাবে ডি গ্রুপ থেকে ফ্রান্স তিউনেশিয়ার সাথে ১-০ গোলে তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ হারার পর আর কোন ম্যাচ হারেনি। বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা উপভোগ করে বুঝা যাবে কে কাপের যোগ্যতম মালিক।
বিশ্বকাপ ফাইনাল খেলা কোথায় দেখবেন
- বাংলাদেশ: BTV, Gazi TV, T-Sports
- ভারত: Sports18, Sports18 HD, Sony TV Networks
- পাকিস্তান: ARY Digital Network
- নেপাল: Media Hub Private Limited
- ভারতীয় উপমহাদেশ: Sony Network
- সৌদি আরব: beIN Sports (TV & App)
বিশ্বকাপ ফাইনাল খেলা কে জিতবে:
প্রিয় পাঠক বাংলাদেশের অধিকাংশ মানুষ ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক। ব্রাজিল যেহেতু কোয়ার্টার ফাইনাল থেকে বাড়ি চলেগেছে তাহলে বাকিরা চাইবে আর্জেন্টিনা কাপ জিতুক। অপর দিকে ফ্রান্সেরও অনেক ভক্ত বাংলাদেশে আছে, তারা চাইবে ফ্রান্স কাপ জিতুক।
এখন পর্যন্ত কোন দলকেই একক প্রেডিকশন দেওয়া যাচ্ছে না আসলে কে কাপ জিতবে।
প্রিয় পাঠক আপনারই কমেন্ট করে জানিয়ে দিন, আপনার মতে কাতার বিশ্বকাপ কে জিতবে?
Post a Comment
0 Comments