Type Here to Get Search Results !

২০২১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রিয় ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী তোমাদের  সর্বোত্তম প্রস্তুতির জন্য e-vision BD-তে প্রতি বুধবার ও রবিবার বিভিন্ন বিষয়ের উপর নৈর্ব্যত্তিক প্রশ্ন ছাপা হয়। তোমরা কোন বিষয়ের উপর প্রশ্ন বেশি পেতে চাও কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের ফেইজবুক পেইজ লাইক দিয়ে সাথে থাকো। আমাদের সবধরনের আপডেট ফেইজবুকে শেয়ার করা হয়। 



 এসএসসি পরীক্ষা-২০২১

বিষয়ঃ বাংলা ২য় পত্র, অধ্যায়ঃ ১ম, সকল পরিচ্ছদ

১.

বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে?

ক) 

প্রাচীন যুগে

 খ) 

মধ্যযুগে

 গ) 

ইংরেজ আগমনের পরে

 ঘ) 

স্বাধীনতা যুদ্ধের পরে

২.

শব্দমূল কোনটি?

ক) 

নাম প্রকৃতি

 খ) 

প্রত্যয়

গ) 

বিভক্তি

 ঘ) 

ক্রিয়া বিভক্তি

৩.

কোনটি পাঞ্জাবি শব্দ?

ক) 

চাহিদা/শিখ

 খ) 

তোপ

গ) 

চাকর

ঘ) 

কোনোটিই নয়

৪.

সমাস ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়?

ক) 

শব্দতত্ত্ব

খ) 

ধ্বনিতত্ত্ব

গ) 

বাক্যতত্ত্ব

ঘ) 

অর্থতত্ত্ব

৫.

ণত্ব বিধান ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়ে থাকে?

ক) 

শব্দতত্ত্বে

 খ) 

ধ্বনিতত্ত্বে

 গ) 

বাক্যতত্ত্বে

 ঘ) 

পদক্রমে

৬.

নিচের কোনগুলো পর্তুগিজ শব্দ?

ক) 

আলমারি, গুদাম

 খ) 

চাহিদা, শিখ

 গ) 

চা, চিনি

 ঘ) 

কুপন, ডিপো

৭.

ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল?

ক) 

সাধু রীতি

 খ) 

আঞ্চলিক কথ্য রীতি

 গ) 

সাধু এবং চলিত উভয় রীতি

 ঘ) 

চলিত রীতি

৮.

বর্তমানে বাংলা কত কোটি লোকের মুখের ভাষা?

ক) 

পঁচিশ কোটি

 খ) 

সতের কোটি

 গ) 

চব্বিশ কোটি

 ঘ) 

বাইশ কোটি

৯.

‘চন্দ্র’ কোন শব্দের উদাহরণ?

ক) 

তৎসম

 খ) 

তদ্ভব

 গ) 

দেশি

 ঘ) 

বিদেশি

১০.

‘বচন, লিঙ্গ, সমাস’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

ক) 

রূপতত্ত্ব

 খ) 

ধ্বনিতত্ত্ব

 গ) 

বাক্যতত্ত্ব

 ঘ) 

অর্থতত্ত্ব

১১.

ব্যাকরণের ‘ধ্বনিতত্ত্ব’ অংশে আলোচিত হয় -

ক) 

বর্ণ, সন্ধি, ণত্ব বিধান, ষত্ব বিধান

 খ) 

শব্দ, পদ, লিঙ্গ, বচন, কারক, সমাস, প্রত্যয়

 গ) 

বাক্য প্রকরণ, বাক্য, বাগধারা ইত্যাদি

 ঘ) 

ওপরের সব কয়টি

১২.

নিম্নের কোনটি পর্তুগিজ শব্দ?

 ক) 

হরতাল

খ) 

পাউরুটি

গ) 

তুরুপ

ঘ) 

রেস্তোরাঁ

১৩.

‘চাবি’ কোন ভাষা থেকে আগত শব্দ?

ক) 

ওলন্দাজ

খ) 

ফারসি

গ) 

গুজরাটি

ঘ) 

পর্তুগিজ

১৪.

ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল?

ক) 

সাধুরীতি

খ) 

আঞ্চলিক কথ্য রীতি

গ) 

সাধু এবং চলিত উভয় রীতি

ঘ) 

চলিত রীতি

১৫.

ভাষার কয়টি রূপ দেখা যায়?

ক) 

১টি

খ) 

২টি

গ) 

৩টি

ঘ) 

৪টি

১৬.

কোনটি ইউরোপীয় ভাষার শব্দ নয়?

ক) 

দোকান

খ) 

কার্তুজ

গ) 

ইস্কাপন

ঘ) 

আলপিন

১৭.

‘ভবন’ কোন শ্রেণির শব্দ?

ক) 

পারিভাষিক শব্দ

খ) 

যৌগিক শব্দ

গ) 

তৎসম শব্দ

ঘ) 

তদ্ভব শব্দ

১৮.

কোন গুচ্ছের সব কয়টি শব্দ তৎসম?

ক) 

পত্র, কেস্ট, ডাব, সমুদ্র

খ) 

টোপর, বসুন্ধরা, নক্ষত্র, অনল

গ) 

বৃক্ষ, ধর্ম, মস্তক, পাত্র

ঘ) 

সূর্য, চন্দ্র, সাপ, গিন্নি

১৯.

‘ওলন্দাজ’ শব্দটি কোনটি?

ক) 

হরতন

খ) 

রুইতন

গ) 

আলমারি

ঘ) 

ক ও খ

২০.

বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃত লিঙ্গের নিয়ম মানে না?

ক) 

অব্যয়

খ) 

সর্বনাম

গ) 

ক্রিয়া

ঘ) 

বিশেষণ

২১.

উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়?

ক) 

তিনটি

খ) 

চারটি

গ) 

পাঁচটি

ঘ) 

ছয়টি

২২.

কোনটি আরবি শব্দ?

ক) 

গোসল

খ) 

রোযা

গ) 

বেহেশত

ঘ) 

নামায

২৩.

বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?

ক) 

মধুমালতী

খ) 

সিকান্দারনামা

 গ) 

শ্রীকৃষ্ণকীর্তন

 ঘ) 

বৈষ্ণব পদাবলি

২৪.

যে শব্দগুলো বাংলা ভাষায় অবিকৃত রয়েছে সেগুলো -

ক) 

তৎসম শব্দ

খ) 

তদ্ভব শব্দ

 গ) 

দেশি শব্দ

 ঘ) 

বিদেশি শব্দ

২৫.

কোনটি অর্ধ-তৎসম শব্দের উদাহরণ?

ক) 

কুচ্ছিত

 খ) 

ভবন

গ) 

মনুষ্য

ঘ) 

বৈষ্ণব

২৬.

এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম-শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে কী বলে?

ক) 

ধ্বনি

খ) 

শব্দ

গ) 

বর্ণ

ঘ) 

ভাষা

২৭.

এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম-শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে বলা হয় এক একটি -

ক) 

শব্দ

খ) 

বর্ণ

 গ) 

অর্থ

 ঘ) 

ভাষা

২৮.

ব্যাকরণের কাজ কী?

ক) 

ভালো বক্তা তৈরি করা

খ) 

ভালো অভিনেতা তৈরি করা

গ) 

দ্রুত লেখা শেখনো

ঘ) 

ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা

২৯.

‘পদ-প্রকরণ’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

ক) 

রূপতত্ত্বের

খ) 

ধ্বনিতত্ত্বের

গ) 

বাক্যতত্ত্বের

ঘ) 

অর্থতত্ত্বের

৩০.

এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে কী তৈরি হয়?

ক) 

রূপ

খ) 

বাক্য

গ) 

অর্থ

ঘ) 

শব্দ

৩১.

বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলা ভাষায় রক্ষিত হয়েছে। এসব শব্দকে কী বলে?

ক) 

দেশি শব্দ

খ) 

সংকর শব্দ

 গ) 

মুন্ডারি শব্দ

ঘ) 

পারিভাষিক শব্দ

৩২.

‘বালতি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ক) 

ফরাসি

খ) 

পর্তুগিজ

গ) 

গুজরাটি

ঘ) 

ওলন্দাজ

৩৩.

‘বচন’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

ক) 

রূপতত্ত্ব

খ) 

ধ্বনিতত্ত্ব

গ) 

পদক্রম

ঘ) 

বাক্য প্রকরণ

৩৪.

অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কী শব্দ বলে?

ক) 

দেশি শব্দ

খ) 

বিদেশি শব্দ

গ) 

তৎসম শব্দ

 ঘ) 

বাংলা শব্দ

৩৫.

কোনটি মিশ্র শব্দ নয়?

ক) 

পকেটমার

 খ) 

চৌ-হদ্দী

গ) 

খ্রিষ্টাব্দ

ঘ) 

হেডমাস্টার

৩৬.

‘হারিকিরি’ শব্দের অর্থ -

ক) 

হারানো

খ) 

রিক্সা

গ) 

আত্মহত্যা

ঘ) 

আত্মরক্ষা

৩৭.

ণত্ব ও ষত্ব বিধান কোন তত্ত্বের আলোচ্য বিষয়?

ক) 

ধ্বনিতত্ত্ব

খ) 

রূপতত্ত্ব

গ) 

বাক্যতত্ত্ব

ঘ) 

অর্থতত্ত্ব

৩৮.

ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়?

ক) 

ধ্বনিতত্ত্ব

খ) 

রূপতত্ত্ব

গ) 

বাক্যতত্ত্ব

ঘ) 

ছন্দতত্ত্ব

৩৯.

ব্যাকরণের ‘রূপতত্ত্ব’ অংশে আলোচিত হয় -

ক) 

বাক্য, বাক্য, প্রকরণ, বাগধারা ইত্যাদি

খ) 

বর্ণ, সন্ধি, ণত্ব বিধান, ষত্ব বিধান ইত্যাদি

গ) 

শব্দ প্রকরণ, পদ প্রকরণ, লিঙ্গ, বচন, শব্দরূপ, ক্রিয়ার কাল, পুরুষ, ধাতুরূপ, পদক পরিবর্তন

ঘ) 

উপরের কোনোটিই নয়

৪০.

সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে?

ক) 

লেখ্য

খ) 

কথ্য

গ) 

আঞ্চলিক

ঘ) 

উপভাষা

৪১.

মানুষের কন্ঠ নিঃসৃত বাক্ সংকেতের সংগঠনকে কী বলে?

ক) 

ধ্বনি

 খ) 

শব্দ

 গ) 

বাক্য

ঘ) 

ভাষা

৪২.

পরিবর্তিত উচ্চারণে ইংরেজি শব্দ কোনটি?

ক) 

হাসপাতাল

খ) 

নভেল

গ) 

ফুটবল

ঘ) 

স্কুল

৪৩.

চলিত রীতির উদাহরণ কোনটি?

ক) 

বন্য

খ) 

শুকনো

গ) 

তুলা

 ঘ) 

শুষ্ক

৪৪.

ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয়?

ক) 

বাগধারার

খ) 

অঙ্গ-প্রত্যঙ্গের

গ) 

বাগযন্ত্রের

ঘ) 

চক্ষু ও কর্ণের

৪৫.

সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কী?

ক) 

তৎসম শব্দ

খ) 

তদ্ভব শব্দ

গ) 

অর্ধতৎসম শব্দ

 ঘ) 

দেশি শব্দ

৪৬.

ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে?

ক) 

চলিত

খ) 

সাধু

গ) 

আঞ্চলিক

ঘ) 

প্রাকৃত

৪৭.

কোনটি তদ্ভব শব্দ?

ক) 

কুলা

খ) 

চাবি

গ) 

চাকর

ঘ) 

চামার

৪৮.

বিদেশি এবং তদ্ভব শব্দের বানানে কোন বর্ণের ব্যবহার পাওয়া যায় না?

ক) 

 খ) 

গ) 

ঘ) 

৪৯.

কোন রীতি গুরুগম্ভীর নয়?

ক) 

সাধুরীতি

খ) 

চলিত রীতি

গ) 

লেখ্য রীতি

ঘ) 

কথ্য রীতি

৫০.

‘বেহেস্ত’ কোন ভাষার শব্দ?

ক) 

বিদেশি

খ) 

আরবি

গ) 

ফারসি

ঘ) 

পর্তুগিজ


সঠিক উত্তর:১. (গ)   ২. (ক)   ৩. (ক)   ৪. (ক)   ৫. (খ)   ৬. (ক)   ৭. (ঘ)   ৮. (গ)   ৯. (ক)   ১০. (ক)   ১১. (ক)   ১২. (খ)   ১৩. (ঘ)   ১৪. (ঘ)   ১৫. (খ)   ১৬. (ক)   ১৭. (গ)   ১৮. (গ)   ১৯. (ঘ)   ২০. (ঘ)   ২১. (গ)   ২২. (ক)   ২৩. (গ)   ২৪. (ক)   ২৫. (ক)   ২৬. (ঘ)   ২৭. (ঘ)   ২৮. (ঘ)   ২৯. (ক)   ৩০. (ঘ)   ৩১. (ক)   ৩২. (খ)   ৩৩. (ক)   ৩৪. (ক)   ৩৫. (ঘ)   ৩৬. (গ)   ৩৭. (ক)   ৩৮. (খ)   ৩৯. (গ)   ৪০. (ক)   ৪১. (ঘ)   ৪২. (ক)   ৪৩. (খ)   ৪৪. (গ)   ৪৫. (ক)   ৪৬. (খ)   ৪৭. (ঘ)   ৪৮. (খ)   ৪৯. (খ)   ৫০. (গ)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad