Type Here to Get Search Results !

জেএসসি’র সার্টিফিকেট বিতরণ শুরু

 জেএসসি’র সার্টিফিকেট বিতরণ শুরু

জেএসসি ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের মূল সনদপত্র বিতরণের তারিখ ঘোষণা করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। সকলের জ্ঞাতার্থে বিজ্ঞপ্তিটি হুবাহু প্রকাশ করা হল।  



মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের , চট্টগ্রাম - এর আওতাধীন বিদ্যালয়সমূহের সকল প্রতিষ্ঠান প্রধানকে জানানো যাচ্ছে যে , ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মূল সনদপত্র নিম্নোক্ত তারিখ অনুসারে বিতরণ করা হবে । বর্ণিত তারিখে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক বা তাঁর প্রাধিকার প্রাপ্ত প্রতিনিধিকে মূল সনদ গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো ।

জেলার নাম

বিতরণের তারিখ

চট্টগ্রাম জেলা (মহানগর) ও সন্দ্বিপ উপজেলা

১৪/০২/২০২১

চট্টগ্রাম জেলা (উত্তর)

১৫/০২/২০২১

চট্টগ্রাম জেলা (দক্ষিণ)

১৬/০২/২০২১

তিন পার্বত্য জেলা

১৭/০২/২০২১

কক্সবাজার জেলা

১৮/০২/২০২১


উল্লেখ্য
যে , ২০১৭ সালের জেএসসি পরীক্ষার মূল সনদপত্র ২০২ নং কক্ষ, ২০১৮ সালের মূল সনদ ৪০৪ ৪০৫ নং কক্ষ এবং ২০১৯ সালের জেএসসি পরীক্ষার মূল সনদপত্র ৪০২ নং কক্ষ থেকে বিতরণ করা হবে প্রতিটি সালের মূল সনদের জন্য পৃথকভাবে আবেদন দিতে হবে।  আরো উল্লেখ্য যে, ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত মূল সনদপত্র একাডেমিক ট্রান্সক্রিপ্ট না নিয়ে থাকলে আলাদা করে আবেদন করতে হবে এবং অবশ্যই তা গ্রহণ করতে হবে নির্ধারিত তারিখে কোন প্রতিষ্ঠান মূলসনদ গ্রহণ করতে অপারগ হলে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর কারণ উল্লেখ পূর্বক আবেদন করতে হবে।

চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে

(নারায়ন চন্দ্র নাথ)

পরীক্ষা নিয়ন্ত্রক

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের, চট্টগ্রাম।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad