জেএসসি’র সার্টিফিকেট বিতরণ শুরু
জেএসসি ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের মূল সনদপত্র বিতরণের তারিখ ঘোষণা করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। সকলের জ্ঞাতার্থে বিজ্ঞপ্তিটি হুবাহু প্রকাশ করা হল।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের , চট্টগ্রাম - এর আওতাধীন বিদ্যালয়সমূহের সকল প্রতিষ্ঠান প্রধানকে জানানো যাচ্ছে যে , ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মূল সনদপত্র নিম্নোক্ত তারিখ অনুসারে বিতরণ করা হবে । বর্ণিত তারিখে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক বা তাঁর প্রাধিকার প্রাপ্ত প্রতিনিধিকে মূল সনদ গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো ।
জেলার
নাম |
বিতরণের
তারিখ |
চট্টগ্রাম জেলা (মহানগর) ও সন্দ্বিপ উপজেলা |
১৪/০২/২০২১ |
চট্টগ্রাম
জেলা (উত্তর) |
১৫/০২/২০২১ |
চট্টগ্রাম
জেলা (দক্ষিণ) |
১৬/০২/২০২১ |
তিন পার্বত্য
জেলা |
১৭/০২/২০২১ |
কক্সবাজার
জেলা |
১৮/০২/২০২১ |
উল্লেখ্য যে , ২০১৭ সালের জেএসসি পরীক্ষার মূল সনদপত্র ২০২ নং কক্ষ, ২০১৮ সালের মূল সনদ ৪০৪ ও ৪০৫ নং কক্ষ এবং ২০১৯ সালের জেএসসি পরীক্ষার মূল সনদপত্র ৪০২ নং কক্ষ থেকে বিতরণ করা হবে । প্রতিটি সালের মূল সনদের জন্য পৃথকভাবে আবেদন দিতে হবে। আরো উল্লেখ্য যে, ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত মূল সনদপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট না নিয়ে থাকলে আলাদা করে আবেদন করতে হবে এবং অবশ্যই তা গ্রহণ করতে হবে । নির্ধারিত তারিখে কোন প্রতিষ্ঠান মূলসনদ গ্রহণ করতে অপারগ হলে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর কারণ উল্লেখ পূর্বক আবেদন করতে হবে।
চেয়ারম্যান
মহোদয়ের নির্দেশক্রমে
(নারায়ন চন্দ্র নাথ)
পরীক্ষা নিয়ন্ত্রক
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
শিক্ষাবোর্ডের, চট্টগ্রাম।
Post a Comment
0 Comments