প্রযুক্তি

Type Here to Get Search Results !

সুন্দর অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম

Assignment 2021

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি ভাবছো কিভাবে একটা এ্যাসাইনমেন্ট লেখলে বেশি নাম্বার পাওয়া যাবে?

তাহলে এই পোষ্ট শুধু তোমাদের জন্য। 

প্রয়োজনীয় সামগ্রী

স্বাভাকি লেখার জন্য যে উপকরণ লাগে তাতো লাগবেই। নিচের উপকরণ গুলো দিয়ে শুরু করে দাও তোমার লেখা।

  • একটি স্কেল
  • একটি পেন্সিল
  • একটি কালো বলপয়েন্ট কলম
  • A4 সাইজের কিছু কাগজ নাও

প্রয়োজনে রাবার, কাটার, জ্যামিতি বক্স সাথে রাখতে পারো।(alert-success)

লেখার নিয়মঃ

  • A4 সাইজের কাগজের এক পিঠে লিখতে হবে। (কোনো ক্রমেই উভয় পাশে লিখবে না)
  • স্পষ্ট ও কাটাছেড়া মুক্ত লেখার চেষ্টা করবে।
  • লেখার ভিতরে কাটা-কাটি না হয় সেদিকে খেয়াল রাখবে।
  • প্রশ্নের সিরিয়াল (১, ২, ৩...../ক, খ, গ.....) ঠিকরেখে লিখবে।

কাভার পেইজ কিভাবে বানাবেঃ

কাভার পেইজে তিনটা অংশ আছে

  • ১। প্রথম অংশ শিক্ষার্থী পূরণ করবে
  • ২। দ্বিতীয় অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবে
  • ৩। তৃতীয় অংশ প্রতিষ্ঠান পূরণ করবে

মনে রাখতে হবে কাভার পেইজ এর তিনটা অংশই ইংরেজীতে পূরণ করতে হবে।(alert-warning)

এ্যাসাইনমেন্টের যে অংশ শিক্ষার্থীগন পূরণ করবে তার প্রথমেই আছে এ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর



এ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বরঃ তুমি যে এ্যাসাইনমেন্টেটি তৈরি করবে, সেই বিষয়ের প্রথম ঘরেই ক্রমিক নম্বর দেওয়া আছে। উদাহরণস্বরূপ, "বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা" প্রশ্নে দেখো এর প্রথম ঘরেই এ্যাসাইনমেন্ট নম্বর ১ লেখা আছে। এভাবে প্রতিটি অ্যাসাইনমেন্টর নম্বর শিক্ষাবোর্ড কর্তৃক প্রেরণকৃত সব অস্যাইনমেন্ট লিখা আছে।

তুমি ক্রমিক নম্বরে লিখবে- ১। কারণ তুমি ১ নম্বর শুরু করছো‌। যদি ২ হয়,তাহলে লিখবে ২। (এটা ইংরেজীতেই লিখবে)

শিরোনামঃ তুমি যদি "বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা" শুরু করো, তাহলে শিরোনাম পয়েন্টে লেখা আছে, 'ইতিহাস পরিচিতি'। কাজেই তোমার শিরোনামে এই লেখাটি লিখতে হবে।

বিষয় কোড ও বিষয়ের নামঃ এটা তোমার এ্যাসাএনমেন্টে এবং তোমার রেজিস্ট্রেশন কার্ডে লেখা আছে। "বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা" হলে লিখবে বিষয় কোড "153"। (এটা ইংরেজীতেই লিখবে)

উদাহরণ-

বিষয়ের নাম: "বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা"

বিষয় কোড: 153(alert-passed)

শিক্ষাবোর্ডের নামঃ এখানে শুধু জেলার নাম লিখবে না। তুমি যে বোর্ডের অধিনে পরীক্ষার্থী সেই বোর্ডের পুরো নাম লিখবে। যেমন (ঢাকা/যশোর/রাজশাহী) ইত্যাদি লিখবে না বরং তুমি লিখবে (Cumilla Board/ Dhaka Board/Jashore Board/Rajsahi Board) ইত্যাদি। (এটা ইংরেজীতেই লিখবে)।

রেজিষ্ট্রেশন নম্বরঃ এটা তোমার এস.এস.সি এর রেজিষ্ট্রেশন কার্ড থেকে দেখে খুব সতর্কতার সহিত লিখবে যেনো কোনো প্রকার ভুল না হয়। তোমার জে.এস.সি রেজিষ্ট্রেশন দেখে লিখলেও হবে কারণ জে.এস.সি এবং এস.এস.সি একই রেজিষ্ট্রেশন নম্বর। (এটা ইংরেজীতেই লিখবে)

শিক্ষার্থীর নামঃ তোমার রেজিষ্ট্রেশন কার্ড দেখে তোমার নাম লিখবে রেজিষ্ট্রেশন কার্ডে যেভাবে তোমার নামের বানান লেখা আছে ঠিক সে ভাবে লিখবে। (এটা ইংরেজীতেই লিখবে)

পিতার নামঃ তোমার রেজিষ্ট্রেশন কার্ড দেখে তোমার পিতার নাম লিখবে রেজিষ্ট্রেশন কার্ডে যেভাবে নামের বানান লেখা আছে ঠিক সে ভাবে লিখবে । (এটা ইংরেজীতেই লিখবে)

মাতার নামঃ তোমার রেজিষ্ট্রেশন কার্ড দেখে তোমার মাতার নাম লিখবে রেজিষ্ট্রেশন কার্ডে যেভাবে নামের বানান লেখা আছে ঠিক সে ভাবে লিখবে । (এটা ইংরেজীতেই লিখবে)

কাভার পেইজে তোমার কাজ শেষ। আর কোথাও তোমার হাত দেওয়ার প্রয়োজন নাই!

A4 সাইজ কাগজ কি? কোথায় পাওয়া যাবে?

কাগজের বিভিন্ন সাইজ হতে পারে যেমন, Letter, Legal, A3, A4, A5 ইত্যাদি। বাজারে যে কোন স্টেশনারি দোকান বা লাইব্রেরীতে গিয়ে A4 সাইজ কাগজের কথা বললে দোকানদার দিবে।

কিভাবে এ্যাসাইনমেন্ট লেখা শুরু করবোঃ 

A4 সাইজ পেইজ নিয়ে পেন্সিল দিয়ে সুন্দর করে মার্জিন করে করে নাও প্রতিটি কাগজ। কাগজে ভাজ না দেওয়া ভাল। কালো বলপয়েন্ট কলম দিয়ে বিছমিল্লাহ বলে লেখা শুরু করে দাও।

"এ্যাসাইনসেন্ট -০১" লিখে নিচে প্রথমে "ক" শেষ করে তারপর "খ" তারপর "গ" ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তর লিখতে হবে। ’ক’ এর পর ‘গ’ এবং ’গ’ এর ক বা যে কোন ওলট-পালট যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

প্রতিটির পেইজের যে কোন এক পাশে বা এক পিঠে লিখতে হবে। উভয় পাশে লেখা কোন ভাবেই লেখা ভাল হবে না।  অর্থাৎ একটি কাগজের যে কোন একটি পৃষ্টায় লিখতে হবে। পাতা আর পৃ্ষ্টার মধ্যে পার্থক্য হলো একটি পাতায় ২টি পৃষ্ঠা থাকে। উপরের পৃষ্ঠা লিখবে সবসময়।

পেইজের সুন্দর্য্য বাড়ানোর জন্য মার্জিনের আগে, উপরে বা নিচে কোনো ফুল, পাপড়ি নকশা বা যে কোন দাগ দেওয়ার প্রয়োজন নাই।

অ্যাসাইনমেন্টে উত্তর লেখার ক্ষেত্রে কালো বলপয়েন্ট ছাড়া অন্য কোনো কালারিং পেন বা রং কলম ব্যবহার না করাই ভালো।

লেখা শেষ হলে পূরণ করা কাভার পেইজের সাথে এই লেখাগুলো পিনআপ করে নাও। তোমার একটা অ্যাসাইনমেন্টের হয়ে গেলো।

শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্ট করে জানি দাও। তোমাদের যে কোন প্রশ্নের উত্তর দিতে আমরা সদা প্রস্তুত। 

আমাদের ফেইজবুক পেইজে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি। 

E-VISION BD facebook page(link)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.