SSC 2021 সালের পরীক্ষার্থীদের ২য় সপ্তাহের ব্যবসায় উদ্যোগ বিষয়ের ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর নমুনা উত্তর নিচে দেওয়া হলে। ই-ভিশনের নমুনা উত্তর শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ ধারনা দেবে। ই-ভিশনের ভিজিটরদের সবসময় একটা বিষয়ে অনুরোধ করা হয়- অ্যাসাইনমেন্ট যেন নিজের মতো করে লেখ।
শিক্ষার্থী বন্ধুরা যে সব ওয়েভ সাইট বলে তাদের উত্তর ১০০% সঠিক তা লিখে দিলে শতভাগ নাম্বার পাওয়া যাবে কথাটি একে বারেই সত্য নয়। অ্যাসাইনমেন্ট নীতি মালায় লেখা আছে কোন শিক্ষার্থী কপি বা গাইড দেখে অ্যাসাইনমেন্ট লিখলে তা বাতিল বলে গণ্য হবে। তাই অ্যাসাইনমেন্ট কোন ওয়েভ সাইট, গাইড বা অন্য কারো খাতা দেখে হুবাহু কপি করা উচিত নয়।
নমুনা উত্তর অনুসরণ করে নিজের মতো করে অ্যাসাইনমেন্ট সাজিয়ে লিখলে অবশ্যই বেশি নাম্বার পাওয়া যাবে।
নিচে আমাদের নমুনা উত্তর দেওয়া হলো তোমরা তা ফলো করে নিজের মতো করে সাজিয়ে নাও নিজের অ্যাসাইনমেন্ট।
ক্লাস: এসএসসি ২০২১
বিষয়: ব্যবসায় উদ্যোগ
সপ্তাহ: ২য়, অস্যাইনমেন্ট-২
শিরোনাম: দ্বিতীয় অধ্যায়: ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা
অ্যাসাইনমেন্ট: বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগে ভূমিকা নিরূপণ
শিখনফল বিষয়বস্তু:
- উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের ধারণ ব্যাখ্যা তে পারবাে
- ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার অনুকূল পন্নিবেশ বর্ণনা রতে পারবাে
- ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য ও কার্যাবলি বর্ণনা কতে পারবাে
- বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবাে
নির্দেশনা:
- উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগ এর ধারণা দিতে হবে
- ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার অনুকূল পরিবেশের বর্ণনা দিতে হবে
- ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে
- আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব ব্যাখ্যা কতে হবে
Post a Comment
0 Comments