প্রযুক্তি

Type Here to Get Search Results !

এসএসসি ২০২১ সালের ৪র্থ সপ্তাহের জীব বিজ্ঞান সমাধান

প্রিয় SSC 2021 বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকে থাকছে এসএসসি ২০২১ সালের জীব বিজ্ঞান ৪র্থ সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমধান।

  

4th week Biology

বিষয়ঃ জীব বিজ্ঞান  

বিষয় কোডঃ  ১৩৮

জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট
উত্তরঃ 

অ্যাসাইনমেন্ট শিরোনাম  

সালোকসংশ্লেষণে অক্সিজেন নির্গমনের উপর বিভিন্ন প্রভাবকের প্রভাব।    

ছক-১: পরীক্ষণ পর্যবেক্ষণ 

প্রভাবকপ্রতিমিনিটে বুদবুদের সংখ্যা বুদবুদ সংখ্যার পার্থক্য হওয়া বা না হওয়ার কারণ
প্রভাবক- ক এর প্রভাব
ক-১ সরাসরি সূর্যের আলোতে রাখা পরিষ্কার পানিতে ডুবানো উদ্ভিদ।প্রায় ৭৫-৮৫
ক-১ সূর্যের আলো ক্লোরোফিল সৃষ্টিতে সাহায্য করে। এই কারনে সংশ্লেষণের হার বৃদ্ধি পায় ও বুদবুদ বেশি হয়। ক-২ ছায়াযুক্ত পরিবেশে থাকার কারনে ক্লোরোফিল কম সৃষ্টি হয় ও বুদবুদ কম হয়।
ক-২ ছায়াঘেরা স্থানে রাখা পরিষ্কার পানিতে ডুবানো উদ্ভিদ প্রায় ৩৫-৪০
প্রভাবক খ এর প্রভাব
খ-১ কক্ষ তাপমাত্রায় পানিতে ডুবানো প্রায় ৬৫-৮০
২২°-৩৫ C তাপমাত্রায় সালোকসংশ্লেষণের হার সবচেয়ে ভালো। তাই কক্ষ তাপমাত্রায় সালোকসংশ্লেষণ ভালো হয় ও বুদবুদ বেশি হয়। অর্থাৎ তাপমাত্রা অতিরিক্ত বাড়লে সালোকসংশ্লেষণ কম হয় ও বুদবুদ কম হয়।
খ-২ কুসুম গরম পানিতে ডুবানো উদ্ভিদ প্রায় ৩০-৩৫
প্রভাবক- গ এর প্রভাব
গ-১ বড় চা চামচের আধা চামচ ভিনেগার মিশ্রিত পানিতে ডুবানো উদ্ভিদ প্রায় ১২-১৮
ভিবিন্ন ধরনের রাসায়নিক পদার্থ সালোকসংশ্লেষণে প্রতিবন্ধক হিসেবে কাজ করে। যেহেতু ভিনেগারে ইথানয়িক এসিড এবং সাবানে সোডিয়াম জাতীয় রাসায়নিক পদার্থ থাকে, সেই কারনে সালোকসংশ্লেষণ কম হয়।
গ-২ বড় চা চামচের আধা চামচ ডিটারজেন্ট মিশ্রিত পানিতে ডুবানো প্রায় ১০-১৫

ছক-২ঃ সালোকসংশ্লেষণের হার

প্রভাবকপ্রকৃত নামসালোকসংশ্লেষণ হার কখন বাড়েসালোকসংশ্লেষণ হার কখন কমে
সালোকসংশ্লেষণে আলোর ভূমিকা আলোকে বর্ণালীর লাল, নীল কমলা এবং আলোতে সালোকসংশ্লেষণ হার বাড়েআলোর পরিমাণ অত্যাধিক বাড়লে এবং সবুজ ও হলুদ আলোতে সালোকসংশ্লেষণ হার কম।
সালোকসংশ্লেষের প্রভাবকে তাপমাত্রা ২২°-৩৫° তাপমাত্রায় সালোকসংশ্লেষণের হার বকড়েতাপমাত্রা ৪৫° এর উপরে এবং ০° এর নিচে থাকলে সালোকসংশ্লেষণ হার কমে।
রসায়ননিক পদার্থ নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম সালোকসংশ্লেষণের হার বৃদ্ধি করে।ক্লোরোফরম, মিথেন, হাইড্রোজেন সালফাইট জাতীয় রাসায়নিক পদার্থ থাকলে সালোকসংশ্লেষণের হার কমে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.