প্রযুক্তি

Type Here to Get Search Results !

ইংরেজিতে স্মার্ট বাক্য তৈরির ৭০ টি পরামর্শঃ ৪র্থ পর্ব




প্রিয় শিক্ষার্থী পাঠকগণ স্মার্ট ইংরেজী বাক্য তৈরীর ৭০টি নিয়মের ১ম, ২য় ও ৩য় পর্ব নিশ্চয় আপনাদের ভাল লেগেছে। 

১ম, ২য় ও ৩য় পর্বের পর এবার আমরা স্মার্ট ইংরেজী বাক্য তৈরীর ৭০টি নিয়মের ৪র্থ পর্ব নিয়ে আসছি আপনাদের মাঝে। আসা করি  এই পর্বটিও আপনাদের ভাল লাগবে। 

Spoken Rule- 31

Do/Would you mind

Structure: Do / Would you mind + verb (ing) + Ext.

Example:


১. Do you mind waiting for sometime? 

  • অপেক্ষা করলে তোমার কি অসুবিধা আছে?

২. Do you mind keeping the cell phone here? 

  • এখানে মোবাইল ফোনটি রাখলে তোমার অসুবিধা হবে কি?

৩. Do you mind holding my bag for a while? 

  • কিছুক্ষণের জন্য আমার ব্যাগটি ধরলে তোমার অসুবিধা হবে?

৪. Would you mind keeping a seat for me? 

  • তুমি কি আমার জন্য একটা সিট রাখবে?

 

Spoken Rule- 32

Had better (বরং .....)

Structure: Sub + had better + verb (base form) + Ext.

Example:

১. তুমি বরং আগামীকাল যেও। 

  • You had better go tomorrow.

২. তুমি বরং বিশ্রাম নাও। 

  • You had better take rest.

৩. তুমি বরং তোমার বন্ধুদেরকে নিমন্ত্রন কর। 

  • You'd better invite your friends.

৪. তোমার বরং উকিলের সাথে পরামর্শ করা উচিত। 

  • You had better consult a lawyer.


Spoken Rule- 33

I think of (আমি ভাবছি ...)

Structure: I think of + verb (ing) + Extension.

Example:

১. I think of learning English 

  • আমি ইংরেজি শিখবো বলে ভাবছি

২. I think of talking over the phone. 

  • আমি ফোন করবো বলে

৩. I think of having a cup of tea. 

  • আমি এক কাপ চা খাব বলে ভাবছি

৪. I think of reciting Holy Quran 

  • আমি কুরআন তিলাওয়াত করবো বলে ভাবছি

৫. I think of playing the game 

  • আমি গেমটি খেলবো বলে ভাবছি

৬. I think of watching the movie 

  • আমি মুভিটা দেখবো বলে ভাবছি

৭. I think of going there 

  • আমি সেখানে যাবো বলে ভাবছি

৮. I think of buying a bike 

  • আমি একটি বাইক কিনবো বলে ভাবছি

৯. I think of making our dinner now 

  • আমি এখন রাতের খাবার তৈরী করবো বলে ভাবছি

 

Spoken Rule- 34

As long as (যত ..... তত)

বাংলা বাক্যে “যতক্ষণ .... ততক্ষণ” বা “যতদিন ... ততদিন” থাকলে As long as দিয়ে বাক্য গঠিত হয়।

Structure: Sub + verb + as long as + sub + Verb + Ext.

Example:

১. যতক্ষণ তুমি আমার সাথে আছ ততক্ষণ আমি খুশি। 

  • I am happy as long as you are with me.

২. যতদিন মাশরাফি ফিটনেস ধরে রাখতে পারবে ততদিন সে খেলে যাবে। 

  • Mashrafi will be playing as long as he keeps fitness.

৩. যতক্ষণ পর্যন্ত তুমি আমায় ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত আমি তোমারই থাকবো। 

  • I will be yours as long as you love me.

৪. যতক্ষণ পর্যন্ত আমরা ফাস্ট ফুড পছন্দ করবো ততক্ষণ পর্যন্ত আমাদের শরীরের চর্বি বাড়তেই থাকবে।

  • Our body fat will be increased as long as we take fast food.

 

Spoken Rule- 35

I will / won't let ... (কাউকে কিছু করতে দেয়া / না দেয়া)

Structure: Sub + will / won't let + person + verb + ext.

Example:

১. আমি তোমাকে যেতে দিব। 

  • I will let you go.

২. আমি তোমাকে ল্যাপটপটি ব্যবহার করতে দিব। 

  • I will let you use the laptop.

৩. আমি তোমাকে বইটি পড়তে দিব। 

  • I will let you read the book.

৪. আমি তোমাকে করতে দেব না। 

  • I won't let you do.

৫. আমি তোমাকে রাতে বাইরে যেতে দেব না। 

  • I won't let you go out at night.

৬. আমি তোমাকে মোবাইলটি ব্যবহার করতে দেব না। 

  • I won't let you use the mobile.

 

Spoken Rule- 36

Being = কিছু হয়ে

প্রয়োগ ক্ষেত্র: বাক্যে “কিছু .... হয়ে” বুঝালে Being দিয়ে শুরু হবে।

Structure: Being + যা হয়ে + Sub + verb1 + ext.

Example:

১. একজন ছাত্র হয়ে তোমার সময় নষ্ট করা উচিত নয়। 

  • Being a student, you should not waste your time.

২. একজন মুক্ত পেশাজিবী হয়ে কিভাবে আমি ডেস্ক জবে সম্মত হব? 

  • Being a freelancer, how do I agree for the desk job?

৩. একজন রাজনৈতিক নেতা হয়ে কিভাবে সে অপরিপক্ক কথা বলে? 

  • Being a political leader, how does he tell immature word?

 

Spoken Rule- 37

Because of being- হওয়ার কারনে

বাক্যে হওয়ার কারনে থাকলে Because of being ব্যবহার হয়।

Example:

১. ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে সে চাকুরি 

  • He got the job because of being skilled in English.

২. অসুস্থ হওয়ার কারণে সে অফিসে যেতে পারেনিI 

  • He couldn't go to office because of being sick.

৩. বাচাল হওয়ার কারণে তাকে কেউ পছন্দ করে না। 

  • Nobody likes him because of being talkative.

৪. ধনী হওয়ার কারণে সে কাউকে পরোয়া করেনা। 

  • He doesn't care anybody because of being rich.

 

Spoken Rule- 38

Before being

প্রয়োগ ক্ষেত্র: "কর্তার কিছু হওয়ার পূর্বে কিছু করা"

Structure: Before being + adj / noun + sub+ verb + ext.

Example:

১. দেশপ্রেমিক না হয়ে কারও রাজনীতি করা উচিত নয়। 

  • Before being patriot one should not go to politics.

২. বিশেষজ্ঞ হওয়ার পূর্বে কারও সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। 

  • Before being expert one should not take decision.

৩. অভিজ্ঞ না হলে তুমি সমস্যাটি সমাধান করতে পারতে না। 

  • Before being experienced you could not solve the problem.

 

Spoken Rule- 39

After being

প্রয়োগ ক্ষেত্র: "কর্তার কিছু হওয়ার পর কিছু করা"

Structure: After being + Adj / Noun + Sub + verb + extension.

Example:

১. ধার্মিক হওয়ার পর তার সত্য বলা উচিত। 

  • After being pious he should speak the truth.

২. ম্যানেজার হওয়ার পর তাকে আরও দায়িত্ব নিতে হবে। 

  • After being manager he will handle more responsibility.

৩. বিয়ে করার পর মেয়েটি চাকুরিটি ছেড়ে দিয়েছিল। 

  • After being married the girl left the job.

 

Spoken Rule- 40

Got fancy- কিছু মনে ধরলে / পছন্দ হলে 

Structure: Subject + have / has + got fancy + extension

Example:

১. মেয়েটি আমার মন কেড়েছে। 

  • I have got fancy for the girl.

২. জামাটি আমার মনে ধরেছে। 

  • I have got fancy for the shirt.

৩. মোবাইল সেটটি আমার মনে ধরেছে। 

  • I have got fancy for the Mobile.

৪. নদীটি আমার মন কেড়েছে মার মন কেড়েছে 

  • I have got fancy for the river.

৫. বাড়িটি আমার মনে ধরেছে। 

  • I have got fancy for the house.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.