প্রযুক্তি

Type Here to Get Search Results !

এসএসসি পরীক্ষা ২০২২ রুটিন

SSC 2022 Routin

২০২২ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। রুটিন অনুযায়ী ২০২২ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী ১৯ জুন ২০২২ ইং থেকে। প্রতিটি পরীক্ষা শুরু হবে সকাল ১০ টা থেকে এবং শেষ হবে দুপুর ১২টা বাজে। পরীক্ষা ১৯ জুন ‍শুরু হয়ে জুলাই মাসের ৭ তারিখ পর্যন্ত চলবে। এরপর ১৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা। 

আবশ্যিক ও তত্ত্বীয় বিষয়ের মতো ব্যবহারিক পরীক্ষা শুরু হবে সকাল ১০ টা থেকে। ব্যবহারিক পরীক্ষার স্থান হবে পূর্বের পরীক্ষা কেন্দ্রে অর্থাৎ আগের পরীক্ষা গুলো যে কেন্দ্রে অনুষ্ঠিত হবে সেই কেন্দ্রেই অনুষ্ঠিত হবে ব্যবহরিক পরীক্ষ। 

নিচে এসএসসি ২০২২ এর রুটিন দেওয়া হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা চাইলে নিচে ডাউনলোড বাটনে ক্লিক করে তোমাদের এসএসসি পরীক্ষার রুটিনের PDF কপি ডাউনলোড করে নিতে পারো। 

SSC 2022 Routine(download)


এসএসসি পরীক্ষা ২০২২ এর রুটিন

তারিখবিষয় (কোড)সময় (সকাল)
১৯/০৬/২০২২
রবিবার
বাংলা ১ম পত্র (১০১)১০ টা - ১২ টা
২০/০৬/২০২২
সোমবার
বাংলা ২য় পত্র (১০২)
২২/০৬/২০২২
বুধবার
ইংরেজী ১ম (১০৭)
২৫/০৬/২০২২
শনিবার
ইংরেজী ২য় (১০৮)
২৭/৬/২০২২
সোমবার
গণিত (১০৯)
২৮/৬/২০২২
মঙ্গলবার
গার্হস্থ্য বিজ্ঞান (১৫১) তত্ত্বীয়
কৃষি শিক্ষা (১৩৪) তত্ত্বীয়
আরবি (১২১)
সংস্কৃতি (১২৩)
পালি (১২৪)
৩০/৬/২০২২
বৃহস্পতিবার
পদার্থ বিজ্ঞান (১৩৬) তত্ত্বীয়
ইতিহাস (১৫৩)
ফিন্যান্স ও ব্যাংকিং (১৫২)
০২/৭/২০২২
শনিবার
রসায়ন (১৩৭) তত্ত্বীয়
পৌরনীতি (১৪০)
ব্যবসায় উদ্যোগ (১৪৩)
০৩/৭/২০২২
রবিবার
ভূগোল ও পরিবেশ (১৩০)
০৪/৭/২০২২
সোমবার
উচ্চতর গণিত (১৪০) তত্ত্বীয়
০৫/৭/২০২২
মঙ্গলবার
হিসাব বিজ্ঞান
০৬/৭/২০২২
বুধবার
জীব বিজ্ঞান (১৩৮) তত্ত্বীয়
অর্থনীতি (১৪১)

ব্যবহারিক পরীক্ষার রুটিন

বিষয় কোড: সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা। 

তারিখ: ১৩/০৭/২০২২খ্রি: বুধবার হতে ১৯/০৭/২০২২ খ্রি: মঙ্গলবার পর্যন্ত (উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং ২৫/০৭/২০২২ খ্রি: সোমবার এর মধ্যে হাতে হাতে ওএমআর ফরম এবং ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্রাদি রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে মাধ্যমিক পরীক্ষা শাখার কক্ষ নং-৪০৫-এ জমা দিতে হবে।)

সময়: প্রতিদিন সকাল ১০টা হতে পরীক্ষা শুরু হবে।

কেন্দ্র: স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। (যে কেন্দ্রে তত্ত্বীয় পরীক্ষা দিয়েছে)

মন্তব্য: ব্যবহারিক পরীক্ষার জন্য শুধুমাত্র ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে। কোনক্রমেই তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.