প্রযুক্তি

Type Here to Get Search Results !

সরল অংকের নিয়ম

সরলীকরণেরসহজ সূত্র

BODMAS

সরলীকরণের ক্ষেত্রে আমি আমার ছাত্র-ছাত্রীদের বরাবর একটা প্রশ্নের উত্তর পাওয়ার মাধ্যমে শিখিয়ে থাকি। তাদের প্রশ্ন করি, জীবনে প্রথম কোন গাণিতিক সমস্যা গুলো তোমরা শিখেছো, ওরা বলে,

-যোগ

যখন জিগেস করি যোগের পরে কি শিখেছো?

-বিয়োগ

বিয়োগের পর কি শিখেছো?

-গুণ

গুণেরপর কি শিখেছো?

-ভাগ

ভাগের পর কি শিখেছো?

-একটুচিন্তা করে বলে “এর”।

সরলীকরণের ক্ষেত্রে এর বিপরীত করলেই হয়ে যায়। অর্থাৎ উপরের প্রশ্নগুলোর উত্তর নিচ থেকে পর্যক্রমে সাজালে যেটা হবে সেই কাজ গুলোই সরলীকরণের ক্ষেত্রে পরপর করতে হয়।

অর্থাৎ যেটা আমরা সবার শেষে শিখেছি সেই কাজটি সরলীকরণে প্রথমে অর্থাৎ “এর” এর কাজ আগে করতে হয় এরপর ভাগ, এরপর গুণ সবার শেষে যোগ-বিয়োগের কাজ করতে হয়।

সরলীকরণের ক্ষেত্রে (বন এর ভাল্লুক গুলির জোর বিশাল) বাক্যটি মনে রাখলে খুব সুবিধা হবে। এখানে, ব-তে বন্ধনী, এ-তে এর, ভা-তে ভাগ, গু- তে গুণ, জো- তে যোগ, বি- তে বিয়োগ। বাক্যটিতে শব্দগুলি যেভাবে আছে সরল যথাক্রমে সেভাবে করতে হবে।,

সরলীকরনের ক্ষেত্রে বন্ধনী থাকলে, প্রথমে রেখা বন্ধনীর কাজ, অতঃপর যথাক্রমে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনীর কাজ করতে হয়।

বন্ধনীর মধ্যে প্রথমে ‘এর এর কাজ অতঃপর উপরোক্ত নিয়মানুযায়ী কাজ শেষ করতে হবে।

সরল অংকের নিয়ম

গুললের পিক্সেল নতুন স্মার্ট ওয়াস নিয়ে আসছে।

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. আপনি কি ৮ম শ্রেণীর গণিত গাইড শেয়ার করতে পারেন আমাদের জন্য..?

    ReplyDelete

Thank you for your important comment