এস্তোনিয়াকে মেসির ৫ গোল
একটি–দুটি বা তিনটি নয়, ওসাসুনার আল সদর স্টেডিয়ামে রোববার রাতে পাঁচ পাঁচটি গোল করেছেন লিওনেল মেসি। প্রতিপক্ষের নাম এস্তোনিয়া। ফুটবল বিশ্বে তাদের র্যাংক ১১০। কোপা আমেরিকা ও ফিনালিসিমাজয়ী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নেমে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রটি দর্শক হলো মেসি নামের জাদুকরের। এস্তোনিয়ানদের মন্ত্রমুগ্ধ করেই যে জাতীয় দলের জার্সিতে এই প্রথম এক ম্যাচে তিন গোলের বেশি পেয়ে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনা মেসির ৫ গোলেই এস্তোনিয়াকে হারিয়েছে ৫–০ গোলে।
মেসি এর আগে পেশাদার ক্যারিয়ারে আর একবারই এক ম্যাচে ৫ গোল করেছিলেন। ২০১২ সালের সেই ম্যাচে বার্সেলোনার জার্সিতে লেভারকুসেনের বিপক্ষে ৫ গোল করেছিলেন মেসি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ ছিল সেটি।
আজ সেই মেসি প্রথমার্ধেই পেয়ে যান ২ গোলে। ম্যাচের বয়স ৭৬ মিনিট হতে না হতেই সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের নামের পাশে আরও ৩ গোল।
জাপান বনাম ব্রাজিলের খেলা দেখতেে এখানে ক্লিক করুন-
আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার তৃতীয় খেলোয়াড় হিসেবে এক ম্যাচে ৫ গোল পেলেন মেসি। ১৯২৫ সালে সর্বপ্রথম এ কীর্তি গড়েছিলেন ম্যানুয়েল সিওয়ানে, ১৯৪১ সালে সেই কীর্তির পুনরাবৃত্তি করেন হুয়ান মারভেজ্জি। ৮১ বছর পর সেই ক্লাবে যোগ দিলেন লিওনেল মেসি।
মেসি এস্তোনিয়ার জাল খুঁজে নিতে সময় নিলেন মাত্র ৮ মিনিট। পেনাল্টি থেকে আসে সেই গোল। আর্জেন্টিনার হয়ে ৩০তম দলের বিপক্ষে গোল পাওয়া মেসি প্রথমার্ধের অন্তিম মুহূর্তে দ্বিতীয় গোল পেয়ে যান। মেসি আর্জেন্টিনার হয়ে অষ্টম হ্যাটট্রিকটি পেয়ে যান ৪৭ মিনিটে।
আর্জেন্টিনার জার্সিতে ৮৪তম সেই গোলে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসের পাশে বসে যান মেসি। পুসকাসকে ছাড়িয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি চারে উঠে যান ৭১ মিনিটে। গোলসংখ্যাটা ৮৬ হয়ে যায় ৭৬ মিনিটে।
এই জয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৩ ম্যাচ অপরাজিত রইল আর্জেন্টাইনরা। বিশ্বকাপের আগে তাতে প্রতিপক্ষদের জন্য বার্তাই দিল মেসি–স্কালোনির আর্জেন্টিনা।
Post a Comment
0 Comments