ওজন, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, ও তরল পদার্থের আয়তন পরিমাপের একক ও পদ্ধতি।
ওজন পরিমাপ
- ৪° সেলসিয়াস তাপমাত্রায় ১ ঘন সে.মি. বিশুদ্ধ পানির ওজন ১ গ্রাম
- ১০ মিলিগ্রাম (মি.গ্রা) =
১ সেন্টিগ্রাম (সে.গ্রা.)
- ১০ সেন্টিগ্রাম = ১ ডেসিগ্রাম (ডেসিগ্রা.)
- ১০ ডেসিগ্রাম = ১ গ্রাম (গ্রা.)
- ১০ গ্রাম = ১ ডেকাগ্রাম (ডেকাগ্রা.)
- ১০ ডেকাগ্রাম = ১ হেক্টোগ্রাম (হে.গ্রা.)
- ১০ হেক্টোগ্রাম = ১ কিলোগ্রাম (কে.জি.)
- ১ কিলোগ্রাম বা ১ কে.জি. = ১০০০ গ্রাম
- ১০০ কিলোগ্রাম (কে. জি.) = ১ কুইন্টাল
- ১০০০ কিলোগ্রাম বা ১০ কুইন্টাল = ১ মেট্রিক টন
দৈর্ঘ্য পরিমাপ
- দৈর্ঘ্য পরিমাপের জন্য প্রচলিত পদ্ধতি ২টি।
- ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্যের একক গজ, ফুট, ইঞ্চি ইত্যাদি।
- মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, সেন্টিমিটার, কিলোমিটার ইত্যাদি।
- ১ মিটার = উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত মোট দূরত্বের ১ কোটি ভাগের ১ ভাগ।
- মিটার পরিমাপের জন্য আদর্শরূপে গ্রহীত দণ্ডটি প্লাটিনাম ও ইরিডিয়াম ধাতুর সংমিশ্রনে তৈরি।
- বাংলাদেশে ১৯৮২ সাল থেকে পরিমাপের জন্য 'আন্তর্জাতিক আদর্শমান' (SI) গ্রহণ করা হয়েছে।
- ১ ইঞ্চি
= ২.৫৪ সে.মি. (প্রায়)
- ১ মাইল =
১.৬১ কি. মি. (প্রায়)
- ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়)
- ১ কি.মি. = ০.৬২ মাইল (প্রায়)
- ১ মাইল = ১৭৬০ গজ
- ১.৬১ কিলোমিটার = ১৭৬০ গজ = ১ মাইল
ক্ষেত্রফল পরিমাপ
- বর্গের ক্ষেত্রফল = (বাহু × বহু)
- আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
- সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
- ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল = `\frac১\২`× ভূমি × উচ্চতা
- ১ বর্গমিটার = ১০০০০ বর্গ সে.মি.
- ১ বর্গ ইঞ্চি = ৬.৪৫ বর্গ সে.মি. (প্রায়)
- ১ বর্গফুট = ৯২৯ বর্গ সে.মি. (প্রায়)
- ১ হেক্টর = ২.৪৭ একর (প্রায়)
- ১ হেক্টর = ১০০০০ বর্গমিটার
- ১ একর = ৪০৪৬.৮৪ বর্গমিটার (প্রায়)
তরল পদার্থের আয়তন পরিমাপ
- তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই তবে নির্দিষ্ট আয়তন আছে।
- ১ ঘন সেন্টিমিটারকে সংক্ষেপে ইংরেজিতে সি.সি. (Cubic centimeter) লেখা হয়।
- ১ ঘন সে.মি. (সি.সি.) = ১ মিলিলিটার ।
- ১ ঘন ইঞি = ১৬.৩৯ মিলিলিটার (প্রায়)
- ১০০০ ঘন সে.মি. = ১ ঘন ডেসিমিটার
- ১০০০ ঘন ডেসিমিটার = ১ ঘন মিটার
- ১০০০ ঘন সেন্টিমিটার = ১ লিটার
- ১০ মিলিলিটার = ১ সে. লিটার
- ১০০ সে. লিটার = ১ লিটার
- ১ লিটার বিশুদ্ধ পানির ওজন ১ কিলোগ্রাম।
Post a Comment
0 Comments