Type Here to Get Search Results !

বিজয় দিবস অনুচ্ছেদ

বিজয় দিবস অনুচ্ছেদ


অনুচ্ছেদ বিজয় দিবস || বাংলা অনুচ্ছেদ রচনা বিজয় দিবস

অনুচ্ছেদ: বিজয় দিবস

বাঙালির জাতীয় জীবনের সবচেয়ে বেশি গৌরবদীপ্ত ও ঐতিহ্যবাহী দিন বিজয় দিবস। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। এ দিনটি বাঙালির মুক্তির দিন, স্বৈরাচার দমনের গৌরবের দিন। ১৯৪৭ সালে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান তথা বাংলার মানুষের উপর শোষণক্রিয়া চালায়। বাঙালির প্রাপ্য অধিকারকে ছিনিয়ে নেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্রে পশ্চিম পাকিস্তানি শাসকচক্র লিপ্ত হয়। প্রতিটি পদে পদেই তারা এ দেশের মানুষের উপর অত্যাচারের স্টিম রোলার চালায়। 

বাংলার মানুষও থেমে থাকেনি। বারবার হুংকার দিয়ে শত্রুপক্ষকে সতর্ক করে দিয়েছে।কিন্তু তারপরেও শত্রুপক্ষ আবার হানা দিতে চাইলে তখন তাদের সাথে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়ে। দীর্ঘ নয় মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর জেনারেল নিয়াজী বাংলার মানুষের কাছে আত্মসমর্পণ করে। এ দীর্ঘ সময়ে বাঙালির আত্মত্যাগ অতুলনীয়। তাই বাঙালি জাতির জীবনে এই দিনটির গুরুত্ব অনেক। এই বিজয় দিবসে বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা নিয়ে উদিত হয় বাংলাদেশ নামের একটি সূর্য। প্রতি বছর এ দিনটিকে গভীর তাৎপর্যের সাথে উদযাপন করা হয়। সারাদেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের মধ্য দিয়ে দিনটি মাতিয়ে রাখা হয়। এ দিনটি বাঙালিকে অধিকার আদায়ে সত্যনিষ্ঠ সংগ্রামে নিজের জীবন বিলিয়ে দেওয়ার আমন্ত্রণ জানায়।

বিজয় দিবস অনুচ্ছেদ সমাপ্ত

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad