আর্জেনিটনা বনাম মেক্সিকো লাইভ খেলা - Argentina Vs. Mexico Live FIFA World Cup 2022
আর্জেন্টিনা বনাম মেক্সিকো লাইভ খেলা: ২০২২ বিশ্বকাপ ফুটবলের ৭ম দিনের প্রথম ম্যাচ আর্জেন্টিনা বনাম মেক্সিকো। বাংলা হিসেবে ২৬ নভেম্বর রাত ১টায় এবং ইংরেজী ক্যালেন্ডার অনুযায়ী ২৭ নভেম্বর রাত ১টায়। কনফিউশন হওয়ার কোন দরকার নাই। বাংলায় দিন গণনা শুরু হয় সূর্যোদয়ের পর থেকে আর ইংরেজীতে রাত ১২টার পর। সেই হিসেবে ২৬ নভেম্বর রাত ১২টার পর থেকে ২৭ নভেম্বর। তাই ইংরেজী হিসেবে ২৬/১১/২০২২ইং এর রাত ১২টার পর সব ঘটনা ২৭/১১/২০২২ ধরতে হবে। আবার বাংলায় ২৭ নভেম্বর হতে সকালে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ফলাফল: আর্জেন্টিনা ২ - ০ মেক্সিকো(alert-success)
আর্জেন্টিনা বনাম মেক্সিকো হিসাব নিকাশ
সি-গ্রুপের প্রতিটি দল ইতোমধ্য়ে তাদের প্রথম ম্যাচ খেলা শেষ করেছে। আর্জেন্টিনা বনাম মেক্সিকো খেলাটি উভয় দলের ২য় ম্যাচ। প্রথম ম্যাচে আর্জেন্টিনা সৌদি আরবের সাথে ২-১ গোলে পরাজিত হয়েছে। অপর দিকে মেক্সিকো তাদের প্রথম ম্যাচে পোল্যান্ডের সাথে ড্র করেছে। বর্তমানে সি-গ্রুপের শীর্ষে অবস্থান করছে সৌদি আরব এবং তলানীতে আর্জেন্টিনা। মাঝখানে ১ পয়েন্ট করে নিয়ে পোল্যান্ড এবং মেক্সিকো। আজ যদি সন্ধ্যা ৭টায় পোল্যান্ড যদি জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হবে ৪ এবং আর্জেন্টিনা যদি মেক্সিকো হারাতে পারে তাহলে তাদের পয়েন্ট হবে ৩। তাহলে সৌদি আরব, মেক্সিকো, আর্জেন্টিনা সবার পয়েন্ট হয়ে যবে ৩। এরপর সমীকরণ হয়ে যাবে জটিল। আর মেক্সিকো যদি আর্জেন্টিাকে হারাতে পারে তাদের পয়েন্ট হয়ে যাবে ৪। তাহলে পোল্যান্ড এবং মেক্সিকো হবে সি-গ্রুপ থেকে রাউন্ড ১৬ কোয়ালিফাইয়ার।
আর্জেন্টিনা বনাম মেক্সিকো হেড টু হেড
৩৫ বারের মুখোমুখি লড়াইয়ে অর্জেন্টিনা জয় পেয়েছে ১৬ বার, মেক্সিকো জয় পেয়েছে ৫ বার বাকি ১৪ ম্যাচ ড্র হয়েছে। পরিসংখ্যানে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও আর্জেন্টিনার উপর আস্থা রাখতে পারছে না দলটির সমর্থকগণ। আস্থা রাখতে না পারার যথেষ্ট কারণ তাদের প্রথম ম্যাচে সৌদি আরবের মতো দলের কাছে শোচনীয় পরাজয়।
বিশ্বকাপ
ফুটবল চলছে নিজ গতিতে প্রতি দিন ৪টি করে ম্যাচ শেষ হয়ে যাচ্ছে। আজ ৬ষ্ঠ দিন (২৬/১১/২০২২) রাত ১টায় সম্মুখ
যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছে আর্জেন্টিনা বনাম মেক্সিকো। আর্জেন্টিনা বনাম মেক্সিকো খেলাটি মাঠে গড়াবে ২৬/১১/২০২২
বিকাল ৪টায়।
আর্জেন্টিনা বনাম মেক্সিকো লাইভ খেলা আপডেট
দেশ
বনাম দেশ:
সময়:
২৬/১১/২০২২ইং, রাত ১টা
স্থান:
Ras Abu Abud Stadium, কাতার।
ফিফা বিশ্বকাপে আজকের ৪টি ম্যাচ
- তিউনেশিয়া বনাম অস্ট্রেলিয়া, বিকেল ৪টা
- পোল্যান্ড বনাম সৌদি আরব, সন্ধ্যা ৭টা
- ফ্রা্ন্স বনাম ডেনমার্ক, রাত ১০টা
- আর্জেন্টিনা বনাম মেক্সিকো, রাত ১টা(alert-passed)
আর্জেন্টিনা বনাম মেক্সিকো লাইভ খেলা কোথায় দেখবেন
বিশ্বকাপ
ফুটবল ২০২২ এর প্রতিটি ম্যাচ বাংলাদেশের ১টি সরকারি টিভি চ্যানেলসহ মোট ৩টি চ্যানেলে সরাসরি সম্প্রচার করছে। আপনি যদি তিউনেশিয়া
বনাম অস্ট্রেলিয়া লাইভ ম্যাচ টি টিভিতে দেখতে চান সেক্ষেত্রে BTV, Gazi TV অথবা T-Sports চ্যানেলে দেখতে পারবেন।
টিভিতে আর্জেন্টিনা বনাম মেক্সিকো লাইভ খেলা
- বাংলাদেশ: BTV, Gazi TV, T-Sports
- ভারত: Sports18, Sports18 HD, Sony TV Networks
- পাকিস্তান: ARY Digital Network
- নেপাল: Media Hub Private Limited
- ভারতীয় উপমহাদেশ: Sony Network
অন্যান্য দেশে আর্জেন্টিনা বনাম মেক্সিকো লাইভ দেখার মাধ্যম
দেশ/অঞ্চল | সম্প্রচার টিভি/মাধ্যম |
---|---|
Afghanistan | ABU Asia Pacific Broadcasting Union |
Argentina | TyC Sports |
Armenia | AMPTV |
Australia | SBS, Fox Sports, SEN |
Austria | ORF, ServusTV |
Bangladesh | Gazi TV, T-Sports |
Brazil | TV Globo |
Canada | CTV, TSN, RDS (Bell Media) |
Central Asia | Saran Media |
China | CCTV, Migu |
Europe | EBU (RTSH-Radiotelevisioni Shqiptar) |
France | TF1, beIN Sports |
Germany | ARD, ZDF, Deutsche Telekom |
Hong Kong | PCCW |
India & its Subcontinent | Sony Network |
Indonesia | Klikdaily, Emtek |
Ireland | RTÉ |
Italy | RAI |
Japan | Dentsu Inc |
Nepal | Media Hub Private Limited |
Pakistan | ARY Digital Network |
South Korea | SBS, KBS, MBC |
South America | DirecTV Latin America |
Spain | Mediapro, RTVE |
United States | Fox Sports, Telemundo, Fútbol de Primera |
UK | BBC, ITV, talkSPORT |
আর্জেন্টিনা বনাম মেক্সিকো লাইভ কম্পিউটার বা ল্যাপটপে
কম্পিউটার বা
লেপটপে আর্জেন্টিনা বনাম মেক্সিকো খেলা বা বিশ্বকাপের যে কোন খেলা দেখার সবচেয়ে ভালো উপায় হলো অনলাইন স্টিমিং লিংক। কিছু কিছু স্পোর্টস অনলাইন সাইট আছে যেগুলোতে খুব ভালো মানের ছবি সরাসরি ব্রডকাস্ট করে। অনলাইনে খেলা দেখার একটি অসুবিধা হলো খেলা কমপক্ষে ১ মিনিট পিছিয়ে চলে অপর অসুবিধাটি হলো স্ট্রিমিং আটকে যাওয়া। নেটওয়ার্কের আপ-ডাউন হলেও লাইভ স্ট্রিমিং আটকে যায়। তবে আমরা চেষ্টা করেছি সবচেয়ে ভালো মানের স্ট্রিমিং লিংকগুলো সংগ্রহ করতে। নিচে দুটি স্ট্রিমিং লিংক দেওয়া হলো, চেষ্টা করে দেখতে পারেন।
আর্জেন্টিনা বনাম মেক্সিকো লাইভ লিংক -০১
আর্জেন্টিনা বনাম মেক্সিকো লাইভ লিংক -০২
মোবাইলে আর্জেন্টিনা বনাম মেক্সিকো লাইভ খেলা
বাংলাদেশী মোবাইল এপস Toffee তে সবচেয়ে ভালো মানের স্ট্রিম সম্প্রচারিত হচ্ছে ফিফা বিশ্বকাপ। কোন প্রকার বাপারিং ছাড়াই ফিফা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ Toffee তে দেখা যাচ্ছে। Toffee খেলা দেখার দুটি উপায় আছে একটি ফ্রি অপরটি প্রিমিয়াম। ফ্রি এবং প্রিমিয়াম দুই এর মধ্যে কোন পার্থক্য নাই। প্রিমিয়ামে শুধু মাত্র এডভার্টাইসম্যান্ট বা এডস দেখায় না। অপর দিকে ফ্রি ভার্সনে ১০ সেকেন্ডের জন্য একটা এড দেখায় তাও খেলা শুরু হওয়ার আগে এবং পরে। কাজেই আর্জেন্টিনা বনাম মেক্সিকো লাইভ খেলা দেখার জন্য টিভির পরে প্রথম পছন্দ হবে Toffee Application.
ভারত থেকে যারা মোবাইলে আর্জেন্টিনা বনাম মেক্সিকো খেলার লাইভ দেখার কথা ভাবছেন তাদের জন্য JioCinema মোবাইল এপ সমাধান। প্লে স্টোর থেকে JioCinema এপসটি ডাউনলোড করে তারপর তিউনেশিয়া
বনাম অস্ট্রেলিয়া খেলাটি উপভোগ করুন।
ToffeeLive এপস ডাউনলোড করার পদ্ধতি
আপনার মোবাইলে আর্জেন্টিনা বনাম মেক্সিকো খেলাটি দেখতে চাইলে আপনার মোবাইলের এপস স্টোর Play Store খুলে Toffeee লিখে সার্চ দিলে নিচের ছবির মতো একটি এপ্লিকেশন সফটওয়্যার দেখতে পাবেন। এপ্লিকেশনটির নিচে Install লেখা বাটনে ক্লিক করুন।
Toffee App |
Install বাটনে ক্লিক করার সাথে সাথে ইন্সটলেশন প্রসেস শুরু হবে। প্রসেস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ইন্সটল হয়ে গেলে Open বাটনে ক্লিক করুন। এরপর নিচের ছবিতে লাল দাগ দিয়ে চিহ্নিত বাটনে ক্লিক করে আর্জেন্টিনা বনাম মেক্সিকো লাইভ ম্যাচ সহ বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচগুলো উপভোগ করুন।
Toffee App অথবা JioCinema সরাসরি ডাউনলোড নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।
Toffey এবং JioCinema ছাড়াও নিচের এ্যাপস গুলোর মাধ্যমেও বিশ্বকাপের সবগুলো ম্যাচ লাইভ স্ট্রিমিং মোবাইলে
দেখতে পারবেন। এ্যাপসগুলো গুগল সার্চ করে ডাউনলোড করতে হবে।
আর্জেন্টিনা বনাম মেক্সিকো দেখার সকল মোবাইল এ্যাপস
𝗛𝗱𝘀𝘁𝗿𝗲𝗺𝘇
𝘆𝗲𝗮𝗰𝗶𝗻𝗲 𝗮𝗿𝗮𝗯𝗶𝗰
𝗧𝗼𝗳𝗳𝗲𝗲 (𝗽𝗮𝗶𝗱)
𝗕𝗱𝗽𝗹𝗲𝘅 (𝗽𝗮𝗶𝗱)
𝗦𝗽𝗼𝗿𝘁𝘇𝗳𝘆
𝘆𝗮𝗹𝗹𝗮𝘀𝗵𝗼𝗼𝘁
𝗬𝗼𝗿𝗮 𝗳𝗼𝗼𝘁𝗯𝗮𝗹𝗹
𝗙𝗼𝗼𝘁𝗯𝗮𝗹𝗹 𝘁𝘃
𝗵𝗱
𝗗𝗼𝗿𝗮 𝗧𝘃
𝗕𝗶𝗻𝗴𝗲
𝗟𝗲𝗽𝘁𝗼 𝗦𝗽𝗼𝗿𝘁𝘀
𝗕𝗲𝗶𝗻 𝗦𝗽𝗼𝗿𝘁𝘀
𝗙𝗼𝗼𝘁𝗯𝗮𝗹𝗹 𝗥𝗼𝗰𝗸𝗲𝗿 𝗮𝗽𝗽
𝗩𝗲𝗹𝗸𝗶
𝗙𝗹𝗲𝘅𝟯𝟲𝟱.𝘁𝘃
(𝗽𝗮𝗶𝗱) (𝗰𝗼𝘂𝗽𝗼𝗻 𝗰𝗼𝗱𝗲: 𝗮𝗻𝗶𝗸𝟱𝟬)
𝗟𝗶𝘃𝗲 𝗡𝗲𝘁 𝗧𝘃
𝗕𝗶𝘀𝘄𝗮𝘀 𝘁𝘃
(𝗽𝗮𝗶𝗱)
𝗙𝗿𝗲𝗲 𝗵𝗶𝘁
𝗢𝘀𝘁𝗼𝗿𝗮 𝗧𝗩
𝗠𝘅
𝗽𝗹𝗮𝘆𝗲𝗿
আর্জেন্টিনা স্কোয়াড ২০২২
গোলরক্ষক
- এমি মার্টিনেজ (অ্যাস্টন ভিলা)
- ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)
- জেরোনিমো রুলি (ভিলারিয়াল)
ডিফেন্ডারদের
- মার্কোস অ্যাকুনা (সেভিলা)
- জুয়ান ফয়েথ (ভিলারিয়াল)
- লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড)
- নিকোলাস ট্যাগলিয়াফিকো (লিয়ন)
- ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম)
- নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা)
- নাহুয়েল মোলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ)
- গঞ্জালো মন্টিয়েল (সেভিয়া)
- জার্মান পেজেলা (রিয়েল বেটিস)
মিডফিল্ডার
- অ্যাঞ্জেল ডি মারিয়া (জুভেন্টাস)
- লিয়ান্দ্রো পেরেদেস (জুভেন্টাস)
- রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ)
- অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন)
- এনজো ফার্নান্দেজ (বেনফিকা)
- এক্সকুয়েল প্যালাসিওস (বেয়ার লেভারকুসেন)
- গুইডো রদ্রিগেজ (রিয়েল বেটিস)
ফরোয়ার্ড
- লিওনেল মেসি (পিএসজি)
- লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান)
- পাওলো দিবালা (রোমা)
- অ্যাঞ্জেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ)
- জুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি)
- থিয়াগো আলমাদা (আটলান্টা ইউনাইটেড)
- আলেজান্দ্রো গোমেজ (সেভিয়া)
মেক্সিকো বিশ্বকাপ স্কোয়াড ২০২২
গোলরক্ষক
- গুইলারমো ওচোয়া (আমেরিকা)
- আলফ্রেডো তালাভেরা (জুয়ারেজ)
- রোডলফো কোটা (লিওন)
ডিফেন্ডার
- হেক্টর মোরেনো (মন্টেরে)
- যিশু গ্যালার্দো (মন্টেরে)
- নেস্টর আরাউজো (আমেরিকা)
- সিজার মন্টেস (মন্টেরে)
- জর্জ সানচেজ (আজাক্স)
- জেরার্ডো আর্টেগা (জেঙ্ক)
- কেভিন আলভারেজ (পাচুকা)
- জোহান ভাসকুয়েজ (ক্রিমোনিজ)
মিডফিল্ডার
- আন্দ্রেস গার্দাদো (রিয়েল বেটিস)
- হেক্টর হেরেরা (হিউস্টন ডায়নামো)
- এডসন আলভারেজ (আজাক্স)
- Orbelin Pineda (AEK এথেন্স)
- উরিয়েল আন্টুনা (ক্রুজ আজুল)
- এরিক গুতেরেস (পিএসভি)
- কার্লোস রদ্রিগেজ (ক্রুজ আজুল)
- রবার্তো আলভারাডো (গুয়াদালাজারা)
- লুইস রোমো (মন্টেরে)
- অ্যালেক্সিস ভেগা (গুয়াদালাজারা)
- লুইস শ্যাভেজ (পাচুকা)
ফরোয়ার্ড
- রাউল জিমেনেজ (নেকড়ে)
- হিরভিং লোজানো (নাপোলি)
- হেনরি মার্টিন (আমেরিকা)
- রোজেলিও ফুনেস মরি (মন্টেরে)
আর্জেন্টিনা বনাম মেক্সিকো লাইভ খেলা ইউরোপ
ইউরোপ (ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন): আলবেনিয়া, আর্মেনিয়া, অস্ট্রিয়া, আজারবাইজান, বেলারুশ, বেলজিয়াম, বসনিয়া-হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া; জর্জিয়া, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইসরায়েল, কাজাখস্তান, কসোভো, লাটভিয়া, লিচেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মেসিডোনিয়া, মাল্টা, মলদোভা, মন্টিনিগ্রো, নেদারল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র; রোমানিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, তুরস্ক, ইউক্রেন।
আর্জেন্টিনা বনাম মেক্সিকো সরাসরি সম্প্রচার মধ্যপ্রচ্য ও উত্তর আফ্রিকা
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশ (beIN স্পোর্টস): আলজেরিয়া, বাহরাইন, চাদ, ডিজিবুতি, মিশর, ইরান, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মরক্কো ফিলিস্তিন অঞ্চল, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, সিরিয়া, তিউনিসিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন; অ-এক্সক্লুসিভ: চাদ, ডিজিবুতি, মৌরিতানিয়া, সোমালি, সুদান।
আর্জেন্টিনা বনাম মেক্সিকো লাইভ খেলা সাব-সাহারান
আর্জেন্টিনা বনাম মেক্সিকো লাইভ খেলা দক্ষিণ আমেরিকা
দক্ষিণ আমেরিকা (DirecTV ল্যাটিন আমেরিকা): আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা, প্যারাগুয়ে, পেরু, ডোমিনিকান প্রজাতন্ত্র, উরুগুয়ে।
আর্জেন্টিনা বনাম মেক্সিকো লাইভ খেলা ওশেনিয়া
ওশেনিয়া (ডিজিসেল, এফবিসি): আমেরিকান সামোয়া, কুক দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়ার ফেডারেটেড স্টেটস, ফিজি, ফ্রেঞ্চ পলিনেশিয়া, ফুটুনা দ্বীপ, কিরিবাতু (গিলবার্ট দ্বীপপুঞ্জ), নাউরু, নিউ ক্যালেডোনিয়া, নিউ, পাপুয়া নিউ গিনি, সামোয়ান দ্বীপপুঞ্জ, সলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা , টুভালু (পূর্বে এলিস দ্বীপ), ভানুয়াতু, ওয়ালিস দ্বীপ।
Post a Comment
0 Comments