উরুগুয়ে বনাম ঘানা লাইভ খেলা - Uruguay Vs. Ghana Live FIFA World Cup 2022
উরুগুয়ে বনাম ঘানা লাইভ খেলা: এইচ গ্রুপের সর্বশেষ ম্যাচ এটি। উরুগুয়ে বনাম ঘানা ম্যাচটি আজ রাত ১০টায় মাঠে গড়াবে। আজ রাত ১টায় শেষ হবে গ্রুপ পর্বের সব খেলা। রাত ১টায় মাঠে নামবে জি গ্রুপের ৪টি দল। ব্রাজিল বনাম ক্যামেরুন, সুইজারল্যান্ড বনাম সার্বিয়া।
খেলা শেষে ফলাফল: উরুগুয়ে ২ - ০ ঘানা(alert-passed)
আরো পড়ুন>> বিশ্বকাপফুটবল ২০২২ পূর্ণাঙ্গ সময়সূচী (বাংলাদেশ সময়) PDF Download
উরুগুয়ে বনাম ঘানা বিশ্বকাপ ২০২২ আপডেট
উরুগুয়ে বনাম ঘানা ম্যাচটি মাঠে গড়াবে রাত ৯টা। উরুগুয়ে রাউন্ড ১৬তে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষিণ। পয়েন্ট টেবিলে পর্যালোচনা করলে দেখা যায়, ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল, ৩ পয়েন্ট নিয়ে ২য় অবস্থানে ঘানা এবং ১ পয়েন্ট করে আছে উরুগুয়ে এবং দক্ষিণ কোরিয়ার পকেটে। উরুগুয়ে যদি আজ ঘানাকে হারাতে পারে তাহলে তাদের পয়েন্ট হবে ৪।
কোরিয়া বনাম পর্তুগাল ম্যাচে যদি কোরিয়া হেরে যায়, এদিকে উরুগুয়ে যদি জিতে যায় তাহলে উরুগুয়ের রাউন্ড ষোলতে যাওয়ার সিঁড়ি পরিষ্কার। এদিকে ঘানা যদি জিতে যায় তাহলে উরুগুয়ে এবং দক্ষিণ কোরিয়াকে আর কোন সমীকরণ নিয়ে ভাবতে হবে না। ঘরে চলে আসতে পারে কাতারকে সালাম জানিয়ে।
এইচ - গ্রুপের পয়েন্ট টেবিল
নেদারল্যান্ডস বনাম কাতার লাইভ খেলা আপডেট
- দেশ বনাম দেশ: উরুগুয়ে বনাম ঘানা
- সময়: ২৯/১১/২০২২ইং, রাত ৯টা
- স্থান: Ras Abu Abud Stadium, কাতার।
ফিফা বিশ্বকাপে আজকের (০২/১২/২০২২) ৪টি ম্যাচ
- পর্তুগাল বনাম দ. কোরিয়া: রাত ৯টা
- উরুগুয়ে বনাম ঘানা: রাত ৯টা
- ব্রাজিল বনাম ক্যামেরুন: রাত ১টা
- সুইজারল্যান্ড বনাম সার্বিয়া: রাত ১টা
উরুগুয়ে বনাম ঘানা লাইভ খেলা কোথায় দেখবেন
বিশ্বকাপ
ফুটবল ২০২২ এর প্রতিটি ম্যাচ বাংলাদেশের ১টি সরকারি টিভি চ্যানেলসহ মোট ৩টি চ্যানেলে সরাসরি সম্প্রচার করছে। আপনি যদি উরুগুয়ে বনাম ঘানা লাইভ ম্যাচ টি টিভিতে দেখতে চান সেক্ষেত্রে BTV, Gazi TV অথবা T-Sports চ্যানেলে দেখতে পারবেন।
উরুগুয়ে বনাম ঘানা উরুগুয়ে লাইভ খেলা
- বাংলাদেশ: BTV, Gazi TV, T-Sports
- ভারত: Sports18, Sports18 HD, Sony TV Networks
- পাকিস্তান: ARY Digital Network
- নেপাল: Media Hub Private Limited
- ভারতীয় উপমহাদেশ: Sony Network
- সৌদি
আরব: beIN Sports (TV & App)
উরুগুয়ে বনাম ঘানা লাইভ কম্পিউটার বা ল্যাপটপে
কম্পিউটার বা
লেপটপে উরুগুয়ে বনাম ঘানা খেলা বা বিশ্বকাপের যে কোন খেলা দেখার সবচেয়ে ভালো উপায় হলো অনলাইন স্টিমিং লিংক। কিছু কিছু স্পোর্টস অনলাইন সাইট আছে যেগুলোতে খুব ভালো মানের ছবি সরাসরি ব্রডকাস্ট করে। অনলাইনে খেলা দেখার একটি অসুবিধা হলো খেলা কমপক্ষে ১ মিনিট পিছিয়ে চলে অপর অসুবিধাটি হলো স্ট্রিমিং আটকে যাওয়া। নেটওয়ার্কের আপ-ডাউন হলেও লাইভ স্ট্রিমিং আটকে যায়। তবে আমরা চেষ্টা করেছি সবচেয়ে ভালো মানের স্ট্রিমিং লিংকগুলো সংগ্রহ করতে। নিচে দুটি স্ট্রিমিং লিংক দেওয়া হলো, চেষ্টা করে দেখতে পারেন।
মোবাইলে উরুগুয়ে বনাম ঘানা লাইভ খেলা
বাংলাদেশী মোবাইল এপস Toffee তে সবচেয়ে ভালো মানের স্ট্রিম সম্প্রচারিত হচ্ছে ফিফা বিশ্বকাপ। কোন প্রকার বাপারিং ছাড়াই ফিফা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ Toffee তে দেখা যাচ্ছে। Toffee খেলা দেখার দুটি উপায় আছে একটি ফ্রি অপরটি প্রিমিয়াম। ফ্রি এবং প্রিমিয়াম দুই এর মধ্যে কোন পার্থক্য নাই। প্রিমিয়ামে শুধু মাত্র এডভার্টাইসম্যান্ট বা এডস দেখায় না। অপর দিকে ফ্রি ভার্সনে ১০ সেকেন্ডের জন্য একটা এড দেখায় তাও খেলা শুরু হওয়ার আগে এবং পরে। কাজেই উরুগুয়ে বনাম ঘানা লাইভ খেলা দেখার জন্য টিভির পরে প্রথম পছন্দ
হবে Toffee Application.
ভারত থেকে যারা মোবাইলে উরুগুয়ে বনাম ঘানা খেলার লাইভ দেখার কথা ভাবছেন তাদের জন্য JioCinema মোবাইল এপ সমাধান। প্লে স্টোর থেকে JioCinema এপসটি ডাউনলোড করে তারপর উরুগুয়ে বনাম ঘানা খেলাটি উপভোগ করুন।
Toffee তে উরুগুয়ে বনাম ঘানা লাইভ খেলা
আপনার মোবাইলে উরুগুয়ে বনাম ঘানা খেলাটি দেখতে চাইলে আপনার মোবাইলের এপস স্টোর Play Store খুলে Toffee লিখে সার্চ দিলে নিচের ছবির মতো একটি এপ্লিকেশন সফটওয়্যার দেখতে পাবেন। এপ্লিকেশনটির নিচে Install লেখা বাটনে ক্লিক করুন।
Toffee App |
Install বাটনে ক্লিক করার সাথে সাথে ইন্সটলেশন প্রসেস শুরু হবে। প্রসেস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ইন্সটল হয়ে গেলে Open বাটনে ক্লিক করুন। এরপর নিচের ছবিতে লাল দাগ দিয়ে চিহ্নিত বাটনে ক্লিক করে উরুগুয়ে বনাম ঘানালাইভ ম্যাচ সহ বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচগুলো উপভোগ করুন।
Toffee App অথবা
JioCinema সরাসরি ডাউনলোড নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।
Toffee Download(download)
JioCinema Download(download)
Toffee এবং JioCinema ছাড়াও নিচের এ্যাপস গুলোর মাধ্যমেও বিশ্বকাপের সবগুলো ম্যাচ লাইভ স্ট্রিমিং মোবাইলে দেখতে পারবেন। এ্যাপসগুলো গুগল সার্চ করে ডাউনলোড করতে হবে।
উরুগুয়ে বনাম ঘানা লাইভ খেলা দেখার সকল মোবাইল এ্যাপস
- 𝗛𝗱𝘀𝘁𝗿𝗲𝗺𝘇
- 𝘆𝗲𝗮𝗰𝗶𝗻𝗲 𝗮𝗿𝗮𝗯𝗶𝗰
- 𝗧𝗼𝗳𝗳𝗲𝗲 (𝗽𝗮𝗶𝗱)
- 𝗕𝗱𝗽𝗹𝗲𝘅 (𝗽𝗮𝗶𝗱)
- 𝗦𝗽𝗼𝗿𝘁𝘇𝗳𝘆
- 𝘆𝗮𝗹𝗹𝗮𝘀𝗵𝗼𝗼𝘁
- 𝗬𝗼𝗿𝗮 𝗳𝗼𝗼𝘁𝗯𝗮𝗹𝗹
- 𝗙𝗼𝗼𝘁𝗯𝗮𝗹𝗹 𝘁𝘃 𝗵𝗱
- 𝗗𝗼𝗿𝗮 𝗧𝘃
- 𝗕𝗶𝗻𝗴𝗲
- 𝗟𝗲𝗽𝘁𝗼 𝗦𝗽𝗼𝗿𝘁𝘀
- 𝗕𝗲𝗶𝗻 𝗦𝗽𝗼𝗿𝘁𝘀
- 𝗙𝗼𝗼𝘁𝗯𝗮𝗹𝗹 𝗥𝗼𝗰𝗸𝗲𝗿 𝗮𝗽𝗽
- 𝗩𝗲𝗹𝗸𝗶
- 𝗙𝗹𝗲𝘅𝟯𝟲𝟱.𝘁𝘃
(𝗽𝗮𝗶𝗱) (𝗰𝗼𝘂𝗽𝗼𝗻 𝗰𝗼𝗱𝗲: 𝗮𝗻𝗶𝗸𝟱𝟬)
- 𝗟𝗶𝘃𝗲 𝗡𝗲𝘁 𝗧𝘃
- 𝗕𝗶𝘀𝘄𝗮𝘀 𝘁𝘃
(𝗽𝗮𝗶𝗱)
- 𝗙𝗿𝗲𝗲 𝗵𝗶𝘁
- 𝗢𝘀𝘁𝗼𝗿𝗮 𝗧𝗩
- 𝗠𝘅 𝗽𝗹𝗮𝘆𝗲𝗿
ফুটবল র্যাংকিং এ উরুগুয়ে বনাম ঘানা
ঘানা: ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে ঘানা তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (১৪তম) অর্জন করে এবং ২০০৪ সালের জুন মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ৮৯তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে ঘানার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৩তম (যা তারা ১৯৬৬ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৯৭।
ফুটবলে পর্তুগাল উরুগুয়ে বনাম ঘানা
উরুগুয়ে জাতীয় ফুটবল দল
বিশ্বকাপ
- অংশগ্রহণ: ১৩ (১৯৩০-এ প্রথম)
- সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৩০, ১৯৫০)
কোপা আমেরিকা
- অংশগ্রহণ: ৪৬ (১৯১৬-এ প্রথম)
- সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯১৬, ১৯১৭, ১৯২০, ১৯২৩, ১৯২৪, ১৯২৬, ১৯৩৫, ১৯৪২, ১৯৫৬, ১৯৫৯, ১৯৬৭, ১৯৮৩, ১৯৮৭, ১৯৯৫, ২০১১)
কনফেডারেশন্স কাপ
- অংশগ্রহণ: ২ (১৯৯৭-এ প্রথম)
- সেরা সাফল্য: চতুর্থ স্থান (১৯৯৭, ২০১৩)
ঘানা জাতীয় ফুটবল দল
বিশ্বকাপ
- অংশগ্রহণ: ৩ (২০০৬-এ প্রথম)
- সেরা সাফল্য: কোয়ার্টার-ফাইনাল (২০১০)
আফ্রিকা কাপ অফ নেশন্স
- অংশগ্রহণ: ২২ (১৯৬৩-এ প্রথম)
- সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৬৩, ১৯৬৫, ১৯৭৮, ১৯৮২)
আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপ
- অংশগ্রহণ: ৩ (২০০৯-এ প্রথম)
- সেরা সাফল্য: রানার-আপ ২০০৯, ২০১৪
উরুগুয়ে বনাম ঘানা হেড টু হেড পরিসংখ্যান
ঘানা বিশ্বকাপ স্কোয়াড ২০২২
- GK: Lawrence Ati-Zigi (St. Gallen)
- GK: Abdul Manaf Nurudeen (Eupen)
- GK: Ibrahim Danlad (Asante Kotoko)
- DF: Daniel Amartey (Leicester)
- DF: Abdul-Rahman Baba (Reading)
- DF: Alexander Djiku (Strasbourg)
- DF: Joseph Aidoo (Celta Vigo)
- DF: Gideon Mensah (Bordeaux)
- DF: Denis Odoi (Club Brugge)
- DF: Tariq Lamptey (Brighton)
- DF: Alidu Seidu (Clermont)
- DF: Mohammed Salisu (Southampton)
- MF: Mohammed Kudus (Ajax)
- MF: Thomas Partey (Arsenal)
- MF: Andre Ayew (Al Saad)
- MF: Elisha Owusu (Gent)
- MF: Daniel-Kofi Kyereh (St Pauli)
- MF: Daniel Afriyie Barnieh (Hearts of Oak)
- MF: Salis Abdul Samed (Lens)
- FW: Antoine Semenyo (Bristol City)
- FW: Abdul Fatawu Issahaku (Sporting CP)
- FW: Jordan Ayew (Crystal Palace)
- FW: Kamaldeen Sulemana (Rennes)
- FW: Osman Bukari (Red Star Belgrade)
- FW: Felix Afena-Gyan (Roma)
- FW: Inaki Williams (Athletic Bilbao)
- FW: Kamal Sowah (Club Brugge)
উরুগুয়ে বিশ্বকাপ স্কোয়াড ২০২২
- GK: Fernando Muslera (Galatasaray)
- GK: Sergio Rochet (Nacional)
- GK: Sebastian Sosa (Independiente)
- DF: Diego Godin (Velez Sarsfield)
- DF: Guillermo Varela (Flamengo)
- DF: Jose Gimenez (Atletico Madrid)
- DF: Ronald Araujo (Barcelona)
- DF: Jose Luis Rodriguez (Nacional)
- DF: Matias Vina (Roma)
- DF: Sebastian Coates (Sporting CP)
- DF: Martin Caceres (LA Galaxy)
- DF: Mathias Olivera (Napoli)
- MF: Manuel Ugarte (Sporting CP)
- MF: Rodrigo Bentancur (Tottenham)
- MF: Nicolas de la Cruz (River Plate)
- MF: Giorgian de Arrascaeta (Flamengo)
- MF: Lucas Torreira (Galatasaray)
- MF: Federico Valverde (Real Madrid)
- MF: Matias Vecino (Lazio)
- FW: Luis Suarez (Nacional)
- FW: Darwin Nunez (Liverpool)
- FW: Maxi Gomez (Trabzonspor)
- Augustin Canobbio (Paranaense)
- FW: Facundo Torres (Orlando City)
- FW: Edinson Cavani (Valencia)
- FW: Facundo Pellistri (Manchester United)
উরুগুয়ে বনাম ঘানা লাইভ খেলা ইউরোপ
ইউরোপ (ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন): আলবেনিয়া, আর্মেনিয়া, অস্ট্রিয়া, আজারবাইজান, বেলারুশ, বেলজিয়াম, বসনিয়া-হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া; জর্জিয়া, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইসরায়েল, কাজাখস্তান, কসোভো, লাটভিয়া, লিচেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মেসিডোনিয়া, মাল্টা, মলদোভা, মন্টিনিগ্রো, নেদারল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র; রোমানিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, তুরস্ক, ইউক্রেন।
উরুগুয়ে বনাম ঘানা সরাসরি সম্প্রচার মধ্যপ্রচ্য ও উত্তর আফ্রিকা
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশ (beIN স্পোর্টস): আলজেরিয়া, বাহরাইন, চাদ, ডিজিবুতি, মিশর, ইরান, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মরক্কো ফিলিস্তিন অঞ্চল, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, সিরিয়া, তিউনিসিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন; অ-এক্সক্লুসিভ: চাদ, ডিজিবুতি, মৌরিতানিয়া, সোমালি, সুদান।
উরুগুয়ে বনাম ঘানা লাইভ খেলা সাব-সাহারান
সাব-সাহারান আফ্রিকা (সুপারস্পোর্ট, নিউ ওয়ার্ল্ড টিভি, আরএফআই - রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল): অ্যাঙ্গোলা, বেনিন, বতসোয়ানা, বুরকিনা ফাসো, বুরুন্ডি, ক্যামেরুন, কেপ ভার্দে, আফ্রিকান প্রজাতন্ত্র, কমোরোস, কঙ্গো, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, নিরক্ষীয় গিনি, ইরিত্রিয়া , ইথিওপিয়া, গ্যাবন, গাম্বিয়া, ঘানা, গিনি, গিনি-বিসাউ, আইভরি কেনিয়া, লেসোথো, লাইবেরিয়া, মাদাগাস্কার, মালাউই, মালি, মরিশাস, মায়োট, মোজাম্বিক, নামিবিয়া, নাইজার, নাইজেরিয়া, রিইউনিয়ন, রুয়ান্ডা, সাও টোমে সেন এবং প্রিন্স সেশেলস, সিয়েরা লিওন, সোকোট্রা, দক্ষিণ আফ্রিকা, সেন্ট হেলেনা এবং অ্যাসেনশন, সোয়াজিল্যান্ড, তানজানিয়া, টোগো, উগান্ডা, জাম্বিয়া, জানজিবার, জিম্বাবুয়ে, অ-এক্সক্লুসিভ: চাদ, জিবুতি, মৌরিতানিয়া, সোমালিয়া (সোমালিল্যান্ড), দক্ষিণ সুদান এবং সুদান।
উরুগুয়ে বনাম ঘানা লাইভ খেলা দক্ষিণ আমেরিকা
দক্ষিণ আমেরিকা (DirecTV ল্যাটিন আমেরিকা): আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা, প্যারাগুয়ে, পেরু, ডোমিনিকান প্রজাতন্ত্র, উরুগুয়ে।
উরুগুয়ে বনাম ঘানা লাইভ খেলা ওশেনিয়া
ওশেনিয়া (ডিজিসেল, এফবিসি): আমেরিকান সামোয়া, কুক দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়ার ফেডারেটেড স্টেটস, ফিজি, ফ্রেঞ্চ পলিনেশিয়া, ফুটুনা দ্বীপ, কিরিবাতু (গিলবার্ট দ্বীপপুঞ্জ), নাউরু, নিউ ক্যালেডোনিয়া, নিউ, পাপুয়া নিউ গিনি, সামোয়ান দ্বীপপুঞ্জ, সলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা , টুভালু (পূর্বে এলিস দ্বীপ), ভানুয়াতু, ওয়ালিস দ্বীপ।
Post a Comment
0 Comments