Type Here to Get Search Results !

এইচএসসি তিন বোর্ডের নতুন রুটিন - New Routine of HSC 2023

এইচএসসি তিন বোর্ডের নতুন রুটিন - New Routine of HSC 2023


এইচএসসি পরীক্ষা ২০২৩ নতুন রুটিন - New Routine of HSC 2023

বন্যার কারনে স্থগিত তিন বোর্ডের নতুন রুটিন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন রুটিন প্রকাশ করে বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ওয়েভ সাইট রুটিনের সংযুক্তি আপলোড করা হয়েছে। বিজ্ঞপ্তিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বয়াবহ বন্যার কারনে স্থগিতকৃত তিন বোর্ডের নতুন রুটিন প্রকাশ করেছে। 
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম- এর অধিনে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার স্থগিতকৃত বিষয়সমূহের পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে। 

মাধ্যমিক ২০২৩ পরিবর্তিত সময়সূচি, চট্টগ্রাম বোর্ড

স্থগিত সময়সূচি অনুযায়ী তারিখ ও দিন
সকাল ১০ টা থেকে বেলা ১টা পর্যন্ত
বিষয়

বিষয় কোড
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী তারিখ ও দিন
সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত
১৭/০৮/২০২৩
বৃহস্পতিবার
১। বাংলা (আবশ্যিক) ১ম পত্র (১০১) ২৭/০৯/২০২৩ 
বুধবার
২০/০৮/২০২৩
রবিবার
১। বাংলা (আবশ্যিক) ২য় পত্র (১০২) ০১/১০/২০২৩
রবিবার
২২/০৮/২০২৩
মঙ্গলবার
১। ইংরেজী (আবশ্যিক) ১ম পত্র (১০৭) ০৩/১০/২০২৩
মঙ্গলবার
২৪/০৮/২০২৩
বৃহস্পতিবার
১। ইংরেজী (আবশ্যিক) ২য় পত্র (১০৮) ০৫/১০/২০২৩
বৃহস্পতিবার

ব্যবহারিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচিঃ-

বিষয় তারিখ মন্তব্য
১। প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্র্যাকটিস ১ম পত্র ব্যতীত অন্যান্য সকল বিষয়ের ব্যাবহারিক পরীক্ষা ০৮/১০/২০২৩ তারিখ হতে ১৬/১০/২০২৩ তারিখ পর্যন্ত। ‍(উল্লিখিত তারিখের মধ্যে ব্যবহারিক নম্বর অনলেইনে এন্ট্রি সম্পন্ন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তাঁর প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক পরীক্ষার উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্রাদি রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে অত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে।) পরীক্ষার্থী নিজ দায়িত্বে পরীক্ষার তারিখ, সময় ও স্থান নিজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা/অধ্যক্ষের নিকট হতে জেনে নেবে। 

উল্লেখ্য যে,
১। স্বরাক নং চশিবো/পরী-উমা/কেন্দ্র/১১৮/২০১৫/৩০৫০(৩০০) তারিখ: ১১/০৬/২০২৩ এ প্রকাশিত এইচএসসি পরীক্ষার সময়সূচিতে উল্লেখিত অন্যান্য বিষয়সমূহের (তথ্য ও  যোগাযোগ প্রযুক্তি (২৭৫) বিষয় ব্যতীত) পরীক্ষার তারিখ ও সময় এবং অন্যান্য শর্তাবলী অপরিবর্তীত থাকবে। 
২। তথ্য ও যোগাযোগ প্রযুুক্তি (২৭৫) বিষয়ের পরীক্ষা স্বরক নং চশিবো/পরী-উমা/পরি-২৮/২০০(অংশ-৮)/৪৯৫১(২) ১৩/০৮/২০২৩ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরিবর্তিত মানবন্টন অনুযায়ী অনুষ্ঠিত হবে। 


চট্টগ্রাম শিক্ষাবোর্ডে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেওয়া হলো-

এইচএসসি তিন বোর্ডের নতুন রুটিন - New Routine of HSC 2023

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad