Type Here to Get Search Results !

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা এশিয়া কাপ লাইভ খেলা - Bangladesh Vs Sri Lanka Asia Cup Live match

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা এশিয়া কাপ লাইভ খেলা - Bangladesh Vs Sri Lanka Asia Cup Live match


শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ এশিয়া কাপ লাইভ খেলা

বাংলাদেশ বনাম শ্রীলংকা: চলছে জমজমাট এশিয়া কাপ ২০২৩। ১ম পর্বের খেলা শেষ এখন চলছে সুপার ফোর বা শেষ চারের লড়াই। শেষ চারে আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা। সুপার ফোরে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের সাথে হেরেছে ৭ উইকেটে। আজ সুপার ফোর পর্বে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা খেলা বাংলাদেশের জন্য ২য় ম্যাচ। ওয়ান ডে ম্যাচ হিসেবে বাংলাদেশের জন্য যতটা গুরুত্বপূর্ণ এশিয়া কাপ সুপার ফোরে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজ ৯ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম শ্রীলংকা এবং ১৩ সেপ্টম্বর ভারত বনাম বাংলাদেশ দুটি ম্যাচে জিততে পারলে বাংলাদেশ খেলবে ফাইনালে।

দুপুর ৩ টা ৩০ মিনিটে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা লাইভ খেলা সম্প্রচার শুরু হবে। শ্রীলংকার R.Premadasa Stadium, Colombo স্টেডিয়াম থেকেবাংলাদেশ বনাম শ্রীলংকা এশিয়া কাপ লাইভ খেলা সম্প্রচার করবে। বাংলাদেশ বনাম শ্রীলংকা খেলাটি দেখার জন্য টিভির পর্দায় চোখ রাখুন অথবা আমাদের নির্দেশিত পথ অনুসরণ করুন। 

  • কখন বাংলাদেশ বনাম শ্রীলংকা: ৯ সেপ্টম্বর ২০২৩, বাংলাদেশ সময় দুপুর ৩.৩০ মিনিট।
  • কোথায় হবে বাংলাদেশ বনাম শ্রীলংকা: R.Premadasa Stadium, Colombo

কিভাবে দেখবেন আজকের বাংলাদেশ বনাম শ্রীলংকা লাইভ খেলা

বরাবরের মতো বিভিন্ন টিভি চ্যানেলে বাংলাদেশ বনাম শ্রীলংকা লাইভ খেলা সরাসরি সম্প্রচার করবে। আমাদের হাতে তথ্য আছে যে ভারতীয় টিভি চ্যানেলের মধ্যে এবারের এশিয়া কাপ সম্প্রচারের স্বত্ব পেয়েছে ডিজনি হটস্টার (Disney Hostar) ও স্টার স্পোর্টস নেটওয়ার্ক (Star Sports Network) । টিভিতে সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস এইচডি ১ চ্যানেলে। ইংরেজি ছাড়াও দেখা যাবে হিন্দি, তামিল, তেলুগু এবং কন্নড় ভাষায়। ডিজিটাল মাধ্যমে সম্প্রচার করছে ডিজনি হটস্টার।  


বাংলাদেশ বনাম শ্রীলংকা লাইভ খেলা কোন চ্যানেলে দেখাবে

ভারতীয় টিভি চ্যানেলের মধ্যে এবারের এশিয়া কাপ সম্প্রচারের স্বত্ব পেয়েছে ডিজনি হটস্টার (Disney Hostar) ও স্টার স্পোর্টস নেটওয়ার্ক (Star Sports Network) । টিভিতে সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস এইচডি ১ চ্যানেলে। ইংরেজি ছাড়াও দেখা যাবে হিন্দি, তামিল, তেলুগু এবং কন্নড় ভাষায়।

বাংলাদেশে গাজি টিভিতে সম্প্রচারিত হবে বাংলাদেশ বনাম শ্রীলংকা লাইভ খেলা সব এশিয়া কাপের সব কটি ম্যাচ। এছাড়া পাকিস্তানি টিভি চ্যানেল পিটিভি স্পোর্টস ও টেন স্পোর্টসেরও দেখা যাবে এশিয়া কাপের ম্যাচগুলো।

 

মোবাইলে কিভাবে দেখবেন বাংলাদেশ বনাম শ্রীলংকা লাইভ খেলা

ডিজিটাল মাধ্যমে সম্প্রচার করছে ডিজনি হটস্টার। হটস্টারে দেখতে হলে অবশ্য ‘ভিআইপি সাবস্ক্রিপশন থাকতে হবে।

 

ফ্রিতে কিভাবে মোবাইলে বাংলাদেশ বনাম শ্রীলংকা এশিয়া কাপ লাইভ খেলা দেখবেন

আমরা যারা কর্মব্যস্ততার কারনে ঘরে বসে খেলা দেখতে পারছি না। অথবা সবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইলে বাংলাদেশ বনাম শ্রীলংকা লাইভ খেলা দেখতে পারছি না তাদের জন্য চেষ্টা করতেছি নির্ভযোগ্য বিশ্বের যে কোন খেলা ফ্রিতে দেখার ব্যবস্থা করতে। হোক সে ফুটবল, টেনিস, বলিবল বা ক্রিকেট। চলমান সব খেলার লাইভ সম্প্রচার করে এই মোবাইল Application টি। এশিয়া কাপের সব ম্যাচ দেখাবে এসপটি। বাংলাদেশ বনাম শ্রীলংকা লাইভ খেলা সম্প্রচার করবে এই এপসে। মোবাইল এ্যাপসটির নাম ‍Sportzfy TV. । কিন্তু দুঃখের বিষয় Sportzfy TV মোবাইল Application টি গুগল প্লে স্টোরে পাবেন না। আপনাকে এপসটি ডাউনলোড করতে হলে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করার মাধ্যমে ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

SportzfyTV ডাউনলোড(download)

 




উপরের মোবাইল এপসটি ছাড়াও আপনি সরাসরি লিংকে ক্লিক করেও মোবাইলে বাংলাদেশ বনাম শ্রীলংকা এশিয়া কাপ লাইভ খেলা দেখতে পারবেন। এক্ষেত্রে আমরা নিচে দুটি লিংক দিচ্ছে যেখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে লাইভ খেলায় নিয়ে যাবে।

 

বাংলাদেশ বনাম শ্রীলংকা এশিয়া কাপ লাইভ লিংক -০১

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ এশিয়া কাপ লাইভ লিংক -০২

 

ফেইজবুকে বাংলাদেশ বনাম শ্রীলংকা লাইভ খেলা কিভাবে দেখবেন

ফেইজবুকেও বিভিন্ন খেলা বিষয়কে পেইজে এশিয়া কাপের বাংলাদেশ বনাম শ্রীলংকা লাইভ খেলা সম্প্রচার করছে। ফেইজবুকে ডুকে সার্চ অপশনে লিখুন বাংলাদেশ বনাম শ্রীলংকা লাইভ খেলা তাহলে আপনাকে অনেক গুলো পেইজ সাজেষ্ট করবে। আপনি যে কোন একটি পেইজে ঢুকে লাইভ খেলা উপভোগ করতে পারেন। তবে ফেইজবুকে অধিকাংশ পেইজ চুরি করে খেলা সম্প্রচার করে ফলে ঘন ঘন স্ট্রিম বন্ধ হয়ে যায়। তবে আপনি সঠিক পেইজের সন্ধান করতে পারলে পুরো খেলা উপভোগ করতে পারবেন।

Facebook এ বাংলাদেশ বনাম শ্রীলংকা লাইভ খেলা উপভোগ করতে নিচের স্ক্রিনশট গুলো লক্ষ্য করুন।

ধাপ-১: আপনার মোবাইলে থাকা ফেইজবুক এপ্লিকেশনে যান, তারপর উপরে ডানে সার্চ অপশনে ক্লিক করুণ।

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা এশিয়া কাপ লাইভ খেলা - Bangladesh Vs Sri Lanka Asia Cup Live match

ধাপ-০২: এবার লিখুন Bangladesh Vs Sri Lanka Live Asia Cup 2023

 

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা এশিয়া কাপ লাইভ খেলা - Bangladesh Vs Sri Lanka Asia Cup Live match
ধাপ-০৩: নিচের স্ক্রিনশটের মতো অনেকগুলো পেইজ সাজেস্ট করবে, আপনার ইচ্ছে মতো যে কোন একটিতে ক্লিক করে শ্রীলংকা বনাম বাংলাদেশে লাইভ খেলা উপভোগ করুন।

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা এশিয়া কাপ লাইভ খেলা - Bangladesh Vs Sri Lanka Asia Cup Live match

Bangladesh Vs Sri Lanka Live Asia Cup 2023

When: Sri Lanka vs Bangladesh, Super 4, Match 2, 3:00PM local time/IST

Where: R Premadasa Stadium, Colombo

What to expect: If we ignore the 80% chance of showers in Colombo, the track is typically sluggish to start with, before it flattens out and assists batsmen, but offers ample assistance to spinners too. However, with the rain coming into play, and a new venue that will host the next six matches, we might well see a slightly more unusual Colombo track, made to hold up for the last six games of the tournament.

 

Team watch of Bangladesh Vs Sri Lanka

Sri Lanka team

Despite the two close encounters in the tournament, Sri Lanka haven't lost a match, and are likely to continue with the same XI in Colombo, unless forced by injury.

Probable XI: Pathum Nissanka, Dimuth Karunaratne, Kusal Mendis(w), Sadeera Samarawickrama, Charith Asalanka, Dhananjaya de Silva, Dasun Shanaka(c), Dunith Wellalage, Maheesh Theekshana, Kasun Rajitha, Matheesha Pathirana.

 

Bangladesh team

Despite the debacle against Pakistan in the Super 4s, Bangladesh is likely to back their XI. Mustafizur potentially returning after sitting out due to a knee niggle may be the only change in the Playing XI.

Probable XI: Mohammad Naim, Mehidy Hasan, Litton Das, Towhid Hridoy, Mushfiqur Rahim(w), Shakib Al Hasan(c), Shamim Hossain, Afif Hossain, Taskin Ahmed, Shoriful Islam, Hasan Mahmud.

 

Squads of Bangladesh Vs Sri lanka

Sri Lanka Squad: Pathum Nissanka, Dimuth Karunaratne, Kusal Mendis(w), Sadeera Samarawickrama, Charith Asalanka, Dhananjaya de Silva, Dasun Shanaka(c), Dunith Wellalage, Maheesh Theekshana, Kasun Rajitha, Matheesha Pathirana, Dushan Hemantha, Pramod Madushan, Binura Fernando, Kusal Perera.

Bangladesh Squad: Mohammad Naim, Mehidy Hasan Miraz, Litton Das, Shakib Al Hasan(c), Towhid Hridoy, Mushfiqur Rahim(w), Shamim Hossain, Afif Hossain, Taskin Ahmed, Shoriful Islam, Hasan Mahmud, Mustafizur Rahman, Nasum Ahmed, Mahedi Hasan, Tanzid Hasan, Tanzim Hasan Sakib, Anamul Haque.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad