Type Here to Get Search Results !

ভারত বনাম নিউজিল্যান্ড লাইভ খেলা: সেমি ফাইনাল-১ | India Vs New Zealand Live WC 2023

ভারত বনাম নিউজিল্যান্ড লাইভ খেলা: কেয়ার্টার ফাইনাল-১ | India Vs New Zealand Live WC 2023

ভারত বনাম নিউজিল্যান্ড লাইভ খেলা

ভারত বনাম নিউজিল্যান্ড: ওয়ান ডে ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। দেখতে দেখতে শেষ হয়ে গেছে প্রথম পর্ব। আজ থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। প্রথম ম্যাচে মাঠে নামছে ভারত বনাম নিউজিল্যান্ড। নিয়ম অনুযায়ী মোট ১০টি দল থেকে সেমি ফাইনালে যাওয়ার কথা ৪টি দল। এবারের বিশ্বকাপে সেমি ফাইনাল নিশ্চিত করেছে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। উল্লেখযোগ্য বিষয় হলো এবারের বিশ্বকাপে শুরু থেকে এখন পর্যন্ত কোন ম্যাচ হারেনি ভারত।
 

ভারত বনাম নিউজিল্যান্ড বিশ্বকাপ কখন-কোথায়-ফলাফল

  • যেখানে খেলা হবে: M Chinnaswamy Stadium, Bangalore
  • যে সময়ে খেলা শুরু হবে: Australia v Pakistan, October 20, Local time, 02:30 PM.
  • খেলার ফলাফল: আপডেট করা হবে

 

>>>>বিশ্বকাপক্রিকেট ২০২৩ এর সম্পূর্ণ খেলার সময়সুচী

 

ভারত বনাম নিউজিল্যান্ড লাইভ খেলা কোথায় দেখবেন

আধুনিক সময়ে যে কোন অনুষ্ঠান লাইভ দেখার একাধিক মাধ্যম আছে। একাধিক মাধ্যম থাকা সত্ত্বেও  টেলিভিশন এখনও জনপ্রিয়তার শীর্ষে। এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন টেলিভিশন চ্যানেল নিয়মিত বিশ্বকাপ খেলার লাইভ সম্প্রচার করছে।

টেলিভিশন চ্যানেল, অনলাইন, ইউটিউভ, মোবাইল এপস এবং ফেইজবুক সব গুলো মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে ভারত বনাম নিউজিল্যান্ড লাইভ খেলা। লাইভ খেলা দেখার জন্য মাধ্যম গুলোর ধারাবাহিক সন্ধান দেওয়ার চেষ্টা করা হয়েছে।


ভারত বনাম নিউজিল্যান্ড লাইভ খেলা টিভিতে

বাংলাদেশে যে সব টিভি চ্যানেল ভারত বনাম নিউজিল্যান্ড লাইভ খেলা দেখাবে তাদের মধ্যে বাংলাদেশের সরকারি টিভি চ্যানেল BTV, গাজী টিভি(GTV), টি-স্পোর্টস (T-Sports) ইত্যাদি অন্যতম।

ভারতে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ লাইভ খেলা দেখতে টিউন করুন Star Sports এর সবগুলো চ্যানেল। স্টার স্পোর্টস নেটওয়ার্কের আওতায় যে চ্যানেলগুলো AvsB লাইভ খেলা দেখাবে সেগুলো হলো-

Star Sports: Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 2, Star Sports 2 HD, Star Sports 1 Hindi, Star Sports 1 HD Hindi, Star Sports SELECT 1, Star Sports SELECT 1 HD, Star Sports 1 Tamil, Star Sports 1 Bangla, Star Sports 1 Marathi on Asianet Plus SD (For 9 India + Semis+ Final), Star Sports Select 1, Star Sports Select 1 HD ইত্যাদি।

তালিকায় দেখুন কোন কোন দেশে কোন চ্যানেল খেলা সম্প্রচার করছে

Table of TV Channels 

এলাকা (দেশ) টিভি চ্যানেল
বাংলাদেশ গাজী টিভি (GTV), টি-স্পোর্টস (T-Sports), BTV
ভারত স্টার স্পোর্টস নেটওয়ার্ক (Star Sports)
পাকিস্তান পিটিভি (PTV), এস্পোর্টস (Asports)
শ্রীলঙ্কা SLRC (Channel Eye) 
আফগানিস্তান RTA Sports, Ariana TV
মালেয়শিয়া Astro Cricket
নেপাল Star Sports
অস্ট্রেলিয়া Fox Sports, Channel 9, Kayo, Foxtal
যুক্তরাজ্য Sky Sports Cricket
যুক্তরাষ্ট্র Willow TV, Willow Xtra
দক্ষিণ আফ্রিকা SuperSports
নিউজিল্যান্ড Sky Sports, Sky Sports 3
কানাডা Willow TV Canada
ক্যারিবিয়ান ESPN, ESPN 2
হংকং Astro Cricket (PCCW), Yupp Tv
সিঙ্গাপুর Astro Cricket (Singtel)
উত্তর-পূর্ব  এশিয়া Yupp TV
মেনা Etisalat (Cricket Life Max), Starzpay
কেন্দ্রিয় ইউরোপ Yupp TV
পেসিফিক আইল্যান্ডস Yupp TV


মোবাইলে ভারত বনাম নিউজিল্যান্ড লাইভ খেলা

মোবাইলে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর লাইভ খেলা দেখতে আপনি দুটি মোবাইল এপ্লিকেশন ডাউনলোড করতে পারেন। ১টি বাংলাদেশী মোবাইল এপ্লিকেশন টপি (Toffey) এবং অন্যটি ভারতীয় মোবাইল এপ্লিকেশন জিওসিনেমা (JioCinema)তবে উল্লেখিত এপস দুটিতে ভারত বনাম নিউজিল্যান্ড লাইভ খেলা দেখতে অবশ্য ‘ভিআইপি সাবস্ক্রিপশন কিনতে থাকতে হবে। তাই আমরা এখন সন্ধ্যান দেবো কিভাবে ফ্রিতে আজীবন মোবাইলে সকল খেলা দেখবেন।

 

ফ্রিতে মোবাইল ফোনে ভারত বনাম নিউজিল্যান্ড লাইভ লাইভ খেলা

ফ্রিতে মোবাইল ফোনে ভারত বনাম নিউজিল্যান্ড খেলা লাইভ দেখতে Sportzfy Tv Application টি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তবে বলে রাখা ভালো যে Sportzfy Tv মোবাইল এপসটি গুগল প্লে স্টোরে পাবেন না। আপনাকে এপসটি ডাউনলোড করতে হলে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করার মাধ্যমে ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

 

SportzfyTV ডাউনলোড(download)

 





উপরের মোবাইল এপসটি ছাড়াও আপনি সরাসরি লিংকে ক্লিক করেও মোবাইলে এবং কম্পিউটারে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ লাইভ খেলা দেখতে পারবেন। এক্ষেত্রে আমরা নিচে দুটি লিংক দিচ্ছে যেখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে লাইভ খেলায় নিয়ে যাবে।


ভারত বনাম নিউজিল্যান্ডলাইভ খেলা লিংক -০১

ভারত বনাম নিউজিল্যান্ড  লাইভ খেলা লিংক -০২


ফেইজবুকে ভারত বনাম নিউজিল্যান্ড লাইভ খেলা কিভাবে দেখবেন

ফেইজবুকেও বিভিন্ন খেলা বিষয়কে পেইজে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর খেলা সম্প্রচার করছে। ফেইজবুক ওপেন করে সার্চ অপশনে লিখুন “India Vs New Zealand Live” তাহলে আপনাকে অনেক গুলো পেইজ সাজেষ্ট করবে। আপনি যে কোন একটি পেইজে ঢুকে লাইভ খেলা উপভোগ করতে পারেন। তবে ফেইজবুকে অধিকাংশ পেইজ চুরি করে খেলা সম্প্রচার করে ফলে ঘন ঘন স্ট্রিম বন্ধ হয়ে যায়। তবে আপনি সঠিক পেইজের সন্ধান করতে পারলে পুরো খেলা উপভোগ করতে পারবেন।

Facebook এ খেলা উপভোগ করতে নিচের ধাপগুলো লক্ষ্য করুন-

  • ধাপ-০১: আপনার মোবাইলে থাকা ফেইজবুক এপ্লিকেশনে যান, তারপর উপরে ডানে সার্চ অপশনে ক্লিক করুণ।
  • ধাপ-০২: এবার লিখুন India Vs New Zealand Live
  • ধাপ-০৩: এরপর অনেকগুলো পেইজ সাজেস্ট করবে, আপনার ইচ্ছে মতো যে কোন একটিতে ক্লিক করে ভারত বনাম নিউজিল্যান্ড লাইভ খেলা উপভোগ করুন।


Team Watch: India vs New Zealand

Probable XI of India: Rohit Sharma (c), Shubman Gill, Virat Kohli, Shreyas Iyer, KL Rahul (wk), Suryakumar Yadav, Ravindra Jadeja, Mohammed Shami, Kuldeep Yadav, Jasprit Bumrah, Mohammed Siraj

Probable XI of New Zealand: Devon Conway, Rachin Ravindra, Kane Williamson (c), Daryl Mitchell, Glenn Phillips, Tom Latham (wk), Mark Chapman, Mitchell Santner, Tim Southee, Trent Boult, Lockie Ferguson


Did you know?

  • New Zealand have a 25% win rate in ODI World Cup semifinals (2 wins, 6 losses), a poorer record to India's 42.86% (3 wins, 4 losses)
  • Kohli averages 12.16 from six knockout games in ODI World Cups. Williamson hasn't been great in his seven games at this stage either. He averages 34.67 with a solitary fifty that came at Old Trafford four years ago.
  • With 16 wickets so far, Ravindra Jadeja has gone past Anil Kumble and Yuvraj Singh for most wickets in a World Cup edition for an Indian spinner.


Squads: India vs New Zealand

New Zealand Squad: Devon Conway, Rachin Ravindra, Kane Williamson(c), Daryl Mitchell, Mark Chapman, Glenn Phillips, Tom Latham(w), Mitchell Santner, Tim Southee, Lockie Ferguson, Trent Boult, Will Young, Ish Sodhi, James Neesham, Kyle Jamieson.

India Squad: Rohit Sharma(c), Shubman Gill, Virat Kohli, Shreyas Iyer, KL Rahul(w), Suryakumar Yadav, Ravindra Jadeja, Mohammed Shami, Jasprit Bumrah, Kuldeep Yadav, Mohammed Siraj, Prasidh Krishna, Ishan Kishan, Shardul Thakur, Ravichandran Ashwin.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad