Type Here to Get Search Results !

২০২১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতিঃ ২৩/১২/২০২০

প্রিয় ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী তোমাদের  সর্বোত্তম প্রস্তুতির জন্য e-vision BD-তে প্রতি বুধবার ও রবিবার বিভিন্ন বিষয়ের উপর নৈর্ব্যত্তিক প্রশ্ন ছাপা হয়। তোমরা কোন বিষয়ের উপর প্রশ্ন বেশি পেতে চাও কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের ফেইজবুক পেইজ লাইক দিয়ে সাথে থাকো। আমাদের সবধরনের আপডেট ফেইজবুকে শেয়ার করা হয়। 

এস.এস.সি-2021   ||    হিসাববিজ্ঞান
অধ্যায় - : হিসাববিজ্ঞান পরিচিতি, অধ্যায় - : লেনদেন

 . হিসাববিজ্ঞান শাস্ত্রে আলোচিত হয়-

i. আর্থিক ঘটনার সামগ্রিক প্রভাব

ii. আর্থিক ফলাফল নির্ণয় পদ্ধতি

iii. আর্থিক কৌশল বিশ্লেষণ

নিচের কোনটি সঠিক?

  ) i                   ) ii                     ) iii                    ) i, ii iii

. মালের মোট মূল্যের ওপর ক্রেতাকে যে টাকা মওকুফ করা হয় তাকে কী বলে?

 ) কারবারি বাট্টা            ) ক্রয় বাট্টা       ) প্রাপ্ত বাট্টা      ) প্রদত্ত বাট্টা

. লেনদেন চিহ্নিতকরণ হিসাবচক্রের কত তম ধাপ?

 ) ১ম ধাপ        ) ২য় ধাপ         ) ৩য় ধাপ         ) ৪র্থ ধাপ

. প্রতিষ্ঠানের লেনদেনসমূহ হিসাব বইয়ে লিপিবদ্ধ হয় কার প্রয়োজনে?

 ) প্রতিষ্ঠানের ) বিপণন বিভাগের        ) হিসাব বিভাগের          ) মালিকপক্ষের

. হিসাববিজ্ঞানে উচ্চ শিক্ষিত জনাব লাবিব স্যাম্প ট্রেডার্সের যাবতীয় হিসাব দুতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করায় বছর শেষে সঠিক মুনাফা নির্ণয় করতে পেরেছেন। তিনি হিসাববিজ্ঞানের কোন ধরনের উদ্দেশ্য অর্জন করেছেন?

 ) সর্বপ্রথম      ) অন্যতম        ) অন্যতম প্রধান           ) বিশেষ

. পাওনাদারের ১০০ টাকা দেওয়া হল। ঘটনার জন্য হিসাব সমীকরণের -

 ) A উপকরণের নগদ টাকা বৃদ্ধি পায়                 ) L উপকরণের পাওনা হ্রাস পায়

) E উপকরণের মালিকের পাওনা হ্রাস পায়         ) কোনোটিই নয়

. যাবতীয় আয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসায়ের-

 ) লাভ-ক্ষতি নির্ণয় সম্ভব           ) সঠিক আর্থিক অবস্থা নির্ণয় করা সম্ভব

) সম্পদ বৃদ্ধি করা সম্ভব             ) ব্যয় কমানো সম্ভব

. ক্রয় ফেরত বই লেখা হয়-

 ) ডেবিট নোটের সাহায্যে         ) ক্রেডিট নোটের সাহায্যে

) আগমন চালানের সাহায্যে      ) ডেবিট ভাউচারের সাহায্যে

. কিসের ওপর ভিত্তি করে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা লেখা হয়?

 ) চালানের      ) নগদান বইয়ের           ) বিল ক্যাশমেমোর ) ক্রেডিট নোটের

১০. মি. আরিফের মাসিক আয় ১২,০০০ টাকা। তার বাসা ভাড়া ,০০০ টাকা, পারিবারিক খরচ ,০০০ টাকা এবং অন্যান্য ব্যয় ,০০০ টাকা হলে সঞ্চয় কত?

 ) ১২,০০০ টাকা           ) ,০০০ টাকা               ) ,০০০ টাকা               ) ,০০০ টাকা

১১. হিসাবরক্ষণ ব্যবস্থায় নিয়োজিত ব্যক্তিবর্গকে জবাবদিহি করতে হয়-

i. মালিকপক্ষের নিকট

ii. ঋণদাতার নিকট

iii. বিনিয়োগকারীর নিকট

নিচের কোনটি সঠিক?

 ) i                     ) ii                     ) iii                    ) i, ii iii

১২. ক্যাশমেমোর কোন দিকে বিক্রয় প্রতিষ্ঠানের নাম ঠিকানা মুদ্রিত থাকে?

 ) নিচে ডান দিকে        ) নিচে বাম দিকে           ) উপরিভাগে   ) মাঝখানে

১৩. সমাজ বিস্তার লাভের কারণে কোন প্রথা চালু হয়?

 ) হিসাবরক্ষণ প্রথা       ) বিনিময় প্রথা                             ) মুদ্রা প্রথা       ) উৎপাদন প্রথা

১৪. কোনটি ব্যবসায়িক লেনদেনের উৎস?

 ) মাল বিক্রয় ) ভাউচার         ) ডেবিট নোট ) উপরের সবকটি

১৫. কোনটি কারবারি লেনদেন নয়?

 ) পার্থের নিকট থেকে ,০০০ টাকার পণ্য খরিদ            

)  সৌরভের নিকট একটি মূল্য তালিকা পাঠানো হল

) কবিরের নিকট ৭০০০ টাকার পণ্য বিক্রয় করা

) বিপ্লবের ,০০০ টাকার পণ্য ফেরত দিল

১৬. কোনো প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলি সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং আর্থিক ফলাফল জানা যায় কিসের মাধ্যমে?

 ) হিসাববিজ্ঞান            ) হিসাবরক্ষণ   ) লেনদেন        ) উদ্বর্তপত্র

১৭. দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে-

 ) হিসাব           ) লেনদেন        ) মোট ক্ষতি     ) নিট লাভ

১৮.লেনদেনের উৎস কী?

 ) ক্রয়              ) বিক্রয়            ) অর্থ ) দৈনন্দিন ঘটনা

১৯. ক্রেডিট ভাউচারকে ক্যাশবুকের- দিকে লেখা হয়।

 ) ক্রেডিট দিকে           ) ডেবিট দিকে               ) সম্পত্তির দিকে           ) দায়ের দিকে

২০. জবাবদিহিতা সৃষ্টিতে কোনটির ভূমিকা বেশি?

 ) হিসাবরক্ষণের           ) হিসাববিজ্ঞানের          ) বুককিপিং এর             ) হিসাবশাস্ত্রের

২১. লুকা প্যাসিওলি কে ছিলেন?

 ) চিকিৎসক   ) বৈজ্ঞানিক     ) দার্শনিক/ধর্মযাজক   ) জ্যোতির্বিদ

২২. “দুটি পক্ষ ব্যতীত লেনদেন হয় না।”-লেনদেনের এই বৈশিষ্ট্যকে কী বলে?

 ) দাতা-গ্রহীতা              ) স্বয়ংসম্পূর্ণতা              ) পরিপূর্ণতা     ) দ্বৈতসত্তা

২৩. হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য-

i. আর্থিক অবস্থা নিরূপণ

ii. ফলাফল নিরূপণ করা

iii. অর্থনৈতিক তথ্য পরিবেশন করা

নিচের কোনটি সঠিক?

 ) i                     ) ii                     ) iii                    ) i ii

২৪. কমিশন প্রাপ্তি কোন ভাউচারে লিপিবদ্ধ হবে?

 ) ডেবিট নোট              ) ডেবিট ভাউচার           ) ডেবিট নোট ) ক্রেডিট নোট

২৫. লেনদেনের ক্ষেত্রে বহির্ভূত থাকে-

i. পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান

ii. পণ্য ক্রয়ের জন্যে চুক্তিবদ্ধ হওয়া

iii. চাকরির নিয়োগপত্র প্রদান

নিচের কোনটি সঠিক?

 ) i                     ) ii                     ) iii                    ) i, ii iii

২৬. সব ধরনের ঘটনা লেনদেন নয়। কারণ-

 ) সব ধরনের ঘটনার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয় না

) সকল ঘটনা আর্থিক মূল্যে নিরূপণ করা যায়

) ঘটনার ফলে কোনো সম্পত্তির হস্তান্তর হতে পারে

) ঘটনার ফলে কোনো দায়ের হস্তান্তর হতে পারে

২৭. ডেবিট ভাউচারে কোন শ্রেণির হিসাব লিপিবদ্ধ করা হয়?

 ) সম্পদ                        ) দায়                 ) আয়                              ) ব্যয়

২৮. কোনটি লেনদেনের বৈশিষ্ট্য বহির্ভুত?

 ) অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ) স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র

) অদৃশ্যমান লেনদেন                ) ব্যয় নিয়ন্ত্রণ

২৯. লেনদেন শব্দের অর্থ কী?

 ) হিসাবনিকাশ             ) দেনাদার-পাওনাদার   ) মূল্যের আদান-প্রদান               ) লাভ-ক্ষতি নির্ণয়

৩০. বাকিতে কলকব্জা ক্রয়ের ফলাফল -

 ) সম্পদ বৃদ্ধি ব্যয় বৃদ্ধি         ) সম্পত্তি বৃদ্ধি দায় বৃদ্ধি        

) ব্যয় বৃদ্ধি দায় বৃদ্ধি                ) দায় বৃদ্ধি স্বত্বাধিকার বৃদ্ধি

৩১. হিসাব সংক্রান্ত বই এবং সংশ্লিষ্ট কাগজপত্র তৈরি কার ক্ষেত্রে প্রযোজ্য?

 ) ব্যবস্থাপকের             ) প্রকৌশলীর   ) হিসাবরক্ষকের           ) পরিচালকের

৩২. মুদ্রা প্রচলন হয় কীসের কারণে?

 ) বিনিময় প্রথার অসুবিধা         ) হিসাবপ্রথার উন্নতি

) প্রযুক্তিগত উন্নয়ন                     ) সমাজব্যবস্থার উন্নয়ন

৩৩. হিসাব সচেতনতা মানুষকে উদ্বুদ্ধ করে-

i. সততা অবলম্বনে

ii. রক্ষণশীলতা অর্জনে

iii. নিয়মানুবর্তিতা অর্জনে

নিচের কোনটি সঠিক?

 ) i                     ) ii                     ) i, ii iii                        ) iii

৩৪. সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠানের উদাহরণ -

i. শিক্ষাপ্রতিষ্ঠান

ii. বিজ্ঞাপনী সংস্থা

iii. কম্পিউটার মেরামতকারী প্রতিষ্ঠান

নিচের কোনটি সঠিক?

 ) i                     ) ii                     ) iii                    ) ii iii

৩৫. হিসাববিজ্ঞান-

i. দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ কারণ এটি মানুষের মধ্যে মূল্যবোধ সৃষ্টি করে

ii. ব্যবসায় প্রতিষ্ঠান ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার

iii. বাংলাদেশ সরকার সকল ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক করেছে

নিচের কোনটি সঠিক?

 ) i                     ) ii                     ) i ii                              ) iii

৩৬. নিজের কাজের প্রতি তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতাকে কী বলে?

 ) মূল্যবোধ      ) দায়িত্ববোধ    ) জবাবদিহিতা               ) কর্তব্যপরায়ণ

৩৭. পণ্য ক্রয় বিভিন্ন খরচের জন্য ব্যবহৃত ভাউচারকে বলে-

 ) ডেবিট ভাউচার         ) ক্রেডিট ভাউচার        ) ডেবিট নোট ) ক্যাশমেমো

৩৮. হিসাব সচেতনতা মানুষকে উদ্বুদ্ধ করে-

i. সঞ্চয়ী মিতব্যয়ী হতে

ii. নৈতিক চরিত্র গঠনে

iii. আত্মবিশ্বাস আত্মনির্ভরশীলতা অর্জনে

নিচের কোনটি সঠিক?

 ) i                     ) ii iii                            ) ii                     ) iii

৩৯. প্রতিটি লেনদেন কী দ্বারা পরিমাপযোগ্য?

 ) চেকে           ) টাকায়            ) বিনিময় বিল ) ব্যাংক ড্রাফটে

৪০. ডেবিট নোটের সাহায্যে লেখা হয়-

 ) ক্রয় বই        ) বিক্রয় বই      ) ক্রয় ফেরত বই           ) বিক্রয় ফেরত বই

৪১. দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি ব্যাখ্যা করা হয়-

i. ১৪৯৪ খ্রিষ্টাব্দ

ii. ১৪৪৯ খ্রিষ্টাব্দ

iii. পঞ্চদশ শতাব্দীতে

নিচের কোনটি সঠিক?

 ) i iii                           ) i                      ) ii                     ) iii

৪২. কখন চালান বহি উভয়ের নিকট গ্রহণযোগ্য হয়?

 ) বিক্রেতার স্বাক্ষর থাকলে       ) ক্রেতার স্বাক্ষর থাকলে

) ক্রেতা-বিক্রেতার স্বাক্ষর না থাকলে     ) ক্রেতা-বিক্রেতার স্বাক্ষর থাকলে

৪৩. ব্যবসায়ের গতিপ্রকৃতি বোঝা যায় কোনটি নির্ণয়ের ফলে?

 ) ক্রয়বিক্রয় কাজ সমাধা করার মাধ্যমে            ) লাভ-লোকসান নির্ণয়ের মাধ্যমে ) কর্মচারীদের বেতন বৃদ্ধি করার মাধ্যমে             ) আর্থিক অবস্থা নিরূপণ করার মাধ্যমে

৪৪. কোনটি লেনদেনের প্রমাণপত্র?

 ) ক্যাশবই       ) পাকা বই        ) ভাউচার         ) খতিয়ান বই

৪৫. মানুষ ভালো-মন্দ বিচার করে কীসের সাহায্যে?

 ) ধারণার         ) ব্যবহারের      ) মূল্যবোধের   ) পর্যবেক্ষণের

৪৬. পণ্য বিক্রয় আয়ের জন্য ব্যবহৃত ভাউচারকে বলে-

 ) ডেবিট ভাউচার         ) ক্রেডিট ভাউচার        ) নগদ ভাউচার             ) চালান

৪৭. কী নিয়ন্ত্রণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জন সম্ভব?

 ) মূলধন          ) সঞ্চয়             ) ব্যয় ) আয়

৪৮. ডেবিট ক্রেডিট নোটে উল্লেখ থাকতে হবে-

i. মালের বিবরণ

ii. ক্রেতা-বিক্রেতার স্বাক্ষর

iii. ভুলভ্রান্তি

নিচের কোনটি সঠিক?

 ) i                     ) ii                     ) iii                    ) i, ii iii

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:

* ২০০৯ সালের মার্চ মি. রহমান ৫০,০০০ টাকা নগদ, ২০,০০০ টাকার যন্ত্রপাতি, ,০০০ টাকার পণ্যদ্রব্য এবং ২৫,০০০ টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন।

৪৯. হিসাববিজ্ঞান শাস্ত্রে আলোচিত হয়-

i. আর্থিক ঘটনার সামগ্রিক প্রভাব

ii. আর্থিক ফলাফল নির্ণয় পদ্ধতি

iii. আর্থিক কৌশল বিশ্লেষণ

নিচের কোনটি সঠিক?

 ) ,০০,০০০ টাকা       ) ৮০,০০০ টাকা            ) ৭৫,০০০ টাকা            ) ৭০,০০০ টাকা

৫০. মালের মোট মূল্যের ওপর ক্রেতাকে যে টাকা মওকুফ করা হয় তাকে কী বলে?

 ) ৭৫,০০০ টাকা          ) ৮৫,০০০ টাকা            ) ৯৫,০০০ টাকা            ) ,০০,০০০ টাকা

সঠিক উত্তর:
. ()   . ()   . ()   . ()   . ()   . ()   . ()   . ()   . ()   ১০. ()   ১১. ()   ১২. ()   ১৩. ()   ১৪. ()   ১৫. ()   ১৬. ()   ১৭. ()   ১৮. ()   ১৯. ()   ২০. ()   ২১. ()   ২২. ()   ২৩. ()   ২৪. ()   ২৫. ()   ২৬. ()   ২৭. ()   ২৮. ()   ২৯. ()   ৩০. ()   ৩১. ()   ৩২. ()   ৩৩. ()   ৩৪. ()   ৩৫. ()   ৩৬. ()   ৩৭. ()   ৩৮. ()   ৩৯. ()   ৪০. ()   ৪১. ()   ৪২. ()   ৪৩. ()   ৪৪. ()   ৪৫. ()   ৪৬. ()   ৪৭. ()   ৪৮. ()   ৪৯. ()   ৫০. ()  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad