প্রযুক্তি

Type Here to Get Search Results !

ক্যালকুলেটর ছাড়া শতকরা (পার্সেন্টেজ) নিৰ্ণয়


ক্যালকুলেটর ছাড়া পার্সেন্টেজ নিৰ্ণয় (%)

আমরা জানি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট গুলোতে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়া হয় না। কিন্তু এমন অনেক Percentage related Math আসে যেগুলো ক্যালকুলেটর ছাড়া বের করাটা একটু সময় সাপেক্ষ। যে জায়গায় প্রতি একটি প্রশ্নে সময় পাওয়া যায় মাত্র ৫০+ সেকেন্ড।

হিসাববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগের বিভিন্ন সমস্যার সমাধান করতে % বের করতে হয়।

তো দেখা যাক কিভাবে সংক্ষেপে আমরা এই কাজটা করতে পারি যা আপনাদের admission test সহ চাকুরির পরীক্ষায় খুবই সহায়ক হবে।

. ধরুন, আমাদের বলা হলো ৮০০ টাকার ৩৫% বের করো। তাহলে প্রথমে আমরা ১০% বের করবো।

৮০০ এর ১০% হলো ৮০

তাহলে ৩০% হবে ×৮০=২৪০

যেহেতু ৩০% ,১০% এর গুন।

আমরা ৩০% বের করলাম। বাকি থাকে %

১০% যদি ৮০ হয়, % হবে ৪০

তাহলে মোট হলো ২৪০+৪০=২৮০!

কি ক্যালকুলেটর লেগেছে?

. আবার বলা হলো ৯০০০ এর ১২% , তাহলে কি করবো? আগের মতোই আগে ১০% বের করুন

৯০০০ এর ১০% হলো ৯০০

এবার ৯০০০ এর % বের করুন।

৯০০০ এর % হলো ৯০

তাহলে % হবে ১৮০

তাহলে মোট দাড়ালো ৯০০+১৮০=১০৮০

কি ক্যালকুলেটর লেগেছে?

বিঃদ্র: যে কোন সংখ্যার ডান থেকে এক ঘর আগে দশমিক বিন্দু বসিয়ে যে মান পাওয়া যায় সেটি সংখ্যাটির ১০

আশা করি সবাই বুঝতে পেরেছো! কিভাবে শর্টকাটে ক্যালকুলেটর ছাড়া % বের করা যায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.