কাল্পনিক ৩ টি লেনদেন নিচে উল্লেখ করা হলোঃ
জনাব
নিশু ১ জানুয়ারী ২০২১ সালে ৮০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন।
জানুয়ারী,
১২: ব্যবসার প্রয়োজনে আসবাবপত্র ক্রয় করেন ৪০,০০০ টাকা।
জানুয়ারী,
২০: পণ্য ক্রয় করেন ৩০,০০০ টাকা।
নিচে জনাব নিশুর হিসাবখাত গুলো উল্লেখ করা হলেঃ
তারিখ |
হিসাবখাত |
জানুয়ারী ১, ২০১১ ইং |
নগদান হিসাব মূলধন হিসাব |
জানুয়ারী ১২, ২০২১ ইং |
আসবাবপত্র হিসাব নগদান হিসাব |
জানুয়ারী ২০, ২০২১ ইং |
ক্রয় হিসাব নগদান হিসাব |
হিসাব সমীকরনের প্রভাব
|
সম্পদ |
= |
দায়+মালিকানা সত্ত্ব |
|
||
তারিখ |
নগদ |
আসবাবপত্র |
|
পাওনাদার |
মূলধন |
মন্তব্য |
জানুয়ারী ১, ২০১১ ইং |
৮০,০০০ |
|
|
|
৮০,০০০ |
মূলধন আনায়ন |
জানুয়ারী ১২, ২০২১ ইং |
(৪০,০০০) |
৪০,০০০ |
|
|
|
সম্পদ |
জানুয়ারী ২০, ২০২১ ইং |
(৩০,০০০) |
|
|
|
(৩০,০০০) |
খরচ |
|
১০,০০০ |
৪০,০০০ |
|
|
৫০,০০০ |
|
৫০,০০০ ৫০,০০০০
আমার পরিবারের ৫টি লেনদেন নিচে দেওয়া হলোঃ
১.
পরিবারের সদস্যদের জন্য জামা-কাপড় ক্রয় ১০,০০০ টাকা।
২.
বিদ্যুৎ বিল বাবদ প্রদান ৪,০০০ টাকা।
৩.
মাসিক বাজার খরচ ৮,০০০ টাকা।
৪.
আমার স্কুলের বেতন প্রদান ১,০০০ টাকা।
৫. মায়ের জন্য ঔষুধ ক্রয় ১৫০০ টাকা
আমার পরিবারের লেনদেন নয় এমন ৫ টি ঘটনা নিচে দেওয়া হলঃ
১.
বাবা অফিসে গিয়েছেন আজ সকাল ১০ টায়।
২.
আমি আজকে অ্যাসাইনমেন্ট সমাধান করতে বসছি।
৩.
আমার ছোটভাই গল্পের বই পড়ছে।
৪.
আমার বড় আপু আজ গান গাইছে।
৫.
মা রান্না করছে।
সতর্কতাঃ
সকল ধরনের অ্যাসাইনমেন্ট নিজে করা উচিত। কপি বা গাইড দেখে অ্যাসাইনমেন্ট লিখে জমা দিলে বাতিল বলে গণ্য হবে।(alert-error)
Post a Comment
0 Comments