প্রযুক্তি

Type Here to Get Search Results !

Realme GT 5G Details

Realme GT 5G
সম্প্রতি রিয়েলমি লঞ্চ করেছে তাদের নতুন স্মার্টফোন Realme GT 5G যা সরাসারি Poco F3 এর শক্তিশালী বিকল্প হিসেবে বিবেচনা করেছে বিশেষজ্ঞরা।

Realme GT 5G পরীক্ষায় শক্তিশালী পারফরম্যান্স করতে সক্ষম হয়েছে যা সরাসরি শাওমির Poco সিরিজকে আক্রমণ করে, কারণ স্মার্টফোনটি ইতিমধ্যে ইউরোপের বাজারে ৪০০ ইউরোর (~ ৪৭২ ডলার) কম দামে পাওয়া যাচ্ছে।

Poco F3 GT বিস্তারিত এখানে(link)


দেখা যাক Realme আর কী অফার করছে তাদের নতুন ফোনে।

Realme GT 5G একটি আকর্ষনীয় বাজেট ফ্ল্যাগশিপ স্মার্টফোন। Realme সংস্থাটি BBK Electronics এর অংশ, যার মধ্যে অপ্পো এবং ওয়ানপ্লাসের মতো নির্মাতারাও অন্তর্ভুক্ত রয়েছে।

এটিতে থাকছে 6.43 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে যা 120 হার্জ পর্যন্ত কাজ করতে পারে। স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেটের সাথে কনফিগারেশন করে ৮ বা ১২ জিবি র‌্যম ও ১২৮ বা ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ দিয়ে সাজানো হয়েছে এর অভ্যান্তর। এখানে থাকছে 4,500 এমএএইচ এর একটি বিশাল ব্যাটারি. ডুয়াল স্পিকার, একটি 64 এমপি ট্রিপল ক্যামেরা, 65 ওয়াটের দ্রুত চার্জিং সাপোর্টেট।

কি থাকছে Windows 11-এ?(link)



বিস্তারিতঃ

Processor: Qualcomm Snapdragon 888 5G 8x1.8-2.8 GHz, Cortex-X1/A78/ A55 (Kryo 680)

Graphics adapter: Qualcomm Adreno 660

Memory: 8192 MB, LPDDR5

Display: 6.43 inch 20:9, 2400x1080 pixel 409 PPI, Capacitive, 10 Multi-Touch-Points, Super AMOLED, 360 Hz Touch Sampling Rate, glossy: yes, 120 Hz

Storage: 128 GB UFS 3.1 Flash, 128 GB, 109.5 GB free

Realme GT 5G


কেইস ডাইমেনশন

Realme GT 5G খুব বেশি ভারী নয় এবং হাতে ভাল ফিট হয়। রাউন্ড শেপ ব্যাক সাইডটিও ধরতে খুব পাতলা অনুভব দেয়। পিছনের ক্যামেরা বাম্পারটি 1.35 মিলিমিটার (~0.05 ইঞ্চি) উঁচু হয়ে বেরিয়ে আছে।

এটিতে সামনে এবং পিছনে গ্লাস বডি বিল্ডিং তবে বডি ফ্রেমটি একটি দেখতে মেটালিক হলেও মূলত এটি প্লাস্টিক দিয়ে তৈরী।

রিয়েলমি স্মার্টফোনটিতে ড্যাশিং ব্লু, ড্যাশিং সিলভার এবং রেসিং ইয়েলো তিনটি রং পাওয়া যাবে, প্রটেক্টর হিসেবে একটি লেদারেট ব্যাক প্রটেক্টর দেওয়া আছে বক্সে।

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.