প্রযুক্তি

Type Here to Get Search Results !

SSC assignment 2021 || ৬ষ্ঠ সপ্তাহ রসায়ন বিজ্ঞান

ssc assignment 2021

প্রিয় এসএসসি ২০২১ শিক্ষার্থী বন্ধুরা অ্যাসাইনমেন্ট ‍যুদ্ধে সামিল হতে  লিখতে বসলাম তোমাদের ৬ষ্ঠ সপ্তাহের রসায়ন বিজ্ঞান সমাধান। নতুন নতুন অ্যাসাইনমেন্ট দেখে তোমাদের অনেকে হয়তো আশাহত হতে বসেছো। ই-ভিশন বিডি থাকতে তোমাদের চিন্তা কি? বরাবরের মতো ইউনিক সমাধান নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। বন্ধুরা এবারের রসায়ন বিজ্ঞান একটু জটিল আছে, তাই তোমাদের বন্ধুদের সাথে পোষ্ট শেয়ার করে দিবে যাতে তারা জটিলতা থেকে মুক্ত হতে পারে।

আমাদের ফেইজবুকে লাইক দিয়ে সাথে থাকার জন্য নিচের বাটনে ক্লিক করো-

ই-ভিশনবিডি’র ফেইজবুক(link)

 

প্রতিবেদনের তারিখঃ ২৪-০৮-২০২১

বরাবর,

প্রধান শিক্ষক

কে, এম উচ্চ বিদ্যালয়

উখিয়া, কক্সবাজার।

বিষয়: বিভিন্ন যৌগে বিদ্যমান পরমাণুসমূহের যোজনী এবং মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার।

জনাব

বিনীত নিবেদন এই যে, আপনার আদেশ নং কে. এম. . বি. ২৫৬-৮, তারিখ: ২৩-০৮-২০২১ অনুসারে বিভিন্ন যৌগে বিদ্যমান পরমাণুসমূহের যোজনী এবং মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার" শীর্ষক প্রতিবেদন নিম্নে পেশ করা হলো।

বিভিন্ন যৌগে বিদ্যমান পরমাণুসমূহের যোজনী এবং মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার

 

. যৌগে বিদ্যমান পরমাণুসমূহের যোজনী নির্ণয়ঃ

পরমাণুর যোজনী অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের কোনো পরমাণু যুক্ত হবার সামর্থ্যকেই যোজনী বলে। আবার অন্যভাবে বলা যায়, কোন মৌলের একটি পরমানু যতগুলো হাইড্রোজেন (H) অথবা তার সমতুল্য (যেমন: ক্লোরিন (Cl), সেfডিয়াম (Na) ইত্যাদি) অন্য মৌলের যত সংখ্যক পরমাণুর সাখে| সংযুক্ত হতে পারে তাকে যেfজনী বলে।

উদ্দীপকের যৌগে মৌলের যোজনী নির্ণয় করা হলঃ

দেওয়া আছে, H এর যোজনী 1.

ssc assignment 2021

) যৌগে পরিবর্তনশীল যোজলী এবং সুপ্ত যোজনী নির্ণয়ঃ

পরিবর্তনশীল যোজনী পরিবর্তনশীল যোজনী যেসব মৌল ভিন্ন ভিন্ন যৌগে ভিন্ন ভিন্ন যোজনী ব্যবহার করে সে সব মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে।

সুপ্ত যোজলী: কোন মৌলের সর্বোচ্চ যোজনী সক্রিয় যোজনীর মধ্যে পার্থক্যকে মৌলের সুপ্ত যোজনী বলে। সক্রিয় যোজনী বলতে মৌলটি কোন যৌগ গঠন অবস্থায় যে যোজনী ব্যবহার করে তা মৌলের সক্রিয় যোজনী।

উদ্দীপকের যৌগে মৌলের পরিবর্তনশীল যোজনী এবং সুস্থ যোজনী নির্ণয়ঃ

' হতে উদ্দীপকের যৌগের মৌলগুলোর যোজনী হলোঃ

  • H এর যোজনী 1,
  • O এর যোজনী 2,
  • C এর যোজনী 4,
  • Cl এর যোজনী 1,
  • P এর যোজনী 3, 5
  • I এর যোজনী 1,
  • S এর যোজনী 4, 6

উক্ত যৌগ গুলোতে শুধু P এবং S পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। কারণ তাদের একাধিক যোজনী রয়েছে।

সুপ্ত যোজণীর হিসাব

যেসকল মৌলের পরিবর্তনশীল যোজনী আছে, তাদের যৌগ গুলোই শুধু সুপ্ত যোজনী প্রদর্শন করে। তাহলে উদ্দীপকের P এবং S এর যৌগ গুলো সুপ্ত যোজনী প্রদর্শন করবে।

ssc assignment 2021

. উদ্দীপকের যৌগে বিদ্যমান মৌলগুলোর তেজস্ক্রিয় আইসোটোপ চিহ্নিত করে তার ব্যাখ্যাঃ

তেজস্ক্রিয় আইসোটোপঃ

যেসব আইসোটোপ তেজস্ক্রিয়তা প্রদর্শন করে তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বা তেজস্ক্রিয় নিউক্লাইড বলা হয়।

উদ্দীপকে উল্লেখিত যৌগের মধ্যে C, P, I এর আইসোটোপ তেজস্ক্রিয় ধর্ম প্রদর্শন করে।

নিম্নে এদের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার আলোচনা করা হলোঃ 

  1. C=13 আইসোটোপ জৈব রসায়ন গবেষণায়, আণবিক কাঠামো অধ্যয়ন, বিপাক, খাদ্য লেবেলিং, বায়ু দূষণ এবং জলবায়ু পরিবর্তনে ব্যবহৃত হয়।
  2. I= 131 থাইরয়েড গ্রস্থির কোষ-কলা বৃদ্ধি প্রতিহত করতে ব্যবহৃত হয়।
  3. রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় 32P এর ফসফেট ব্যবহৃত হয়।
  4. ফলনের মানের উন্নতি পরিমাণ বাড়াতে  32P যুক্ত ফসফেট ব্যবহার করা হচ্ছে।
  5. I=131 আইসোটোপ ব্যবহার করে মস্তিস্কে টিউমারের অবস্থান নির্ণয় করা যায়। এটি গলগন্ড রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।
  6. C = 14 আইসোটোপ ব্যবহার করে পৃথিবীর বয়স নির্ণয় করা হয়।
  7. C= 14 উন্নত বীজ তৈরির গবেষণায় আইসোটোপ ব্যবহার করা হয়।
  8. O= 18 ব্যবহার করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার তথ্য জানা যায়।
  9. Cl= 37 তেজস্ক্রীয় আইসোটোপ সমৃদ্ধ কীটনাশক ব্যবহার করে ক্ষতিকর পোকা মাকড় ধ্বংশ করা যায়।

প্রতিবেদকের নাম ঠিকানাঃ নামঃ শিমুল বড়ুয়া

১০ শ্রেণি, রোলঃ ৭, বিভাগঃ বিজ্ঞান

কে, এম, উচ্চ বিদ্যালয়, উখিয়, কক্সবাজার

প্রতিবেদনের সময়ঃ সকাল ১০ টায়

প্রতিবেদনের তারিখঃ ২৪-০৮-২০২১


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.