Type Here to Get Search Results !

২০২১ সালের এসএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট উত্তর | জীব বিজ্ঞান

এসএসসি ৬ষ্ট সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর


প্রিয় এসএসসি ২০২১ পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের এসএসসি ৬ষ্ট সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর নিয়ে আবার তোমাদের মাঝে চলে এলাম। SSC 2021 ৬ষ্ট সপ্তাহের জীব বিজ্ঞান বিষয়ের নমুনা উত্তর নিচে দেওয়া হলো তোমাদের মাঝে।

প্রিয় শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট সবসময় ইউনিক ও নিজের মতো করে লিখতে চেষ্টা করবে। আমরা সবসময় তোমাদের জন্য সর্বোত্তম উত্তরটি বাছাই করে দেওয়ার চেষ্টা করি। তোমরা তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নাও।

গতবারের মতো জীব বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট এবারও খেলার মাধ্যমে করতে হবে। আমরা এখানে খেলার পদ্ধতি ও বেশ কয়েটি নমুনা সমাধান দিবো। তোমরা যে কোন একটি সমাধান লিখলে হবে।

নোট: ৬ষ্ঠ সপ্তাহের জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট লেখার সময় A4 সাইজের খাতাকে লম্বা-লম্বি না নিয়ে ল্যান্ডস্কিপ করে লিখবে। 

নিচের মতো করে ১৫টি কার্ড তৈরী করতে হবে-

৬ষ্ঠ সপ্তাহ জীব বিজ্ঞান সমাধান

কার্ড গুলো তৈরী করার পর একটি বক্সে রেখে উলটপালট করে নাও। এবার যে কোন ৩টি কার্ড তোল মনে করো তোমার ভাগ্যে ১৩, ১০ ও ৩ নং কার্ডগুলো ওঠেছে। এখানে ১৩নং কার্ডটি FADH2, ১০নং কার্ডটি C0-A এবং ৩নং কার্ডটি GTP নির্দেশ করে। মনেকরি, কার্ডগুলো যথাক্রমে A, B, C (কার্ড তোলার ক্রম অনুসারে)। এবার কার্ডে নির্দেশিত নম্বরের ছোট থেকে বড় ক্রম অনুসারে X, Y, Z দ্বারা চিহ্নিত করি। অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যা ৩ যাকে X এবং সবচেয়ে বড় সংখ্যা ১৩ যা Z দ্বারা চিহ্নিত করা হয়ছে। এখানে তোমার একটি তালিকা লাগবে, যেটি তোমাকে কিছু মান জানতে সাহায্য করেবে। 

তালিকাটি নিম্নরূপ-

উৎপাদিত বস্তুউৎপন্ন ATP
GTP1 ATP
Glucose38 ATP
পাইরুভিক এসিড3 ATP
Co-A12 ATP
FHDH22 ATP
NADH23 ATP

এই তালিকার মানের সাহায্যে প্রকাশিত অ্যাসাইনমেন্ট নির্দেশনা মতে অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করতে হবে। 
তোমাদের সুবিধার্থে অ্যাসাইনমেন্ট লেখার পর কেমন হবে তা দেওয়া হলো-

নমুনা উত্তর-১

৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর

 

নমুনা উত্তর-২

৬ষ্ঠ সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান

নমুনা উত্তর-৩



প্রিয় শিক্ষার্থী এখান থেকে যে কোন একটি উত্তর লিখে দিলে অ্যাসাইনমেন্ট হয়ে যাবে। অথবা এই পদ্ধতি অনুসরণ করে তোমরা নিজেরাই উত্তর তৈরী করতে পারবে। 
তোমাদের একটি অনুরোধ করছি আমাদের ফেইজবুক পেইজলে লাইক দিয়ে তোমাদের জন্য আরো ভাল ভাল পোষ্ট করার জন্য উৎসাহিত করবে। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad