প্রিয়
এসএসসি ২০২১ পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের এসএসসি ৬ষ্ট সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর
নিয়ে আবার তোমাদের মাঝে চলে এলাম। SSC 2021 ৬ষ্ট সপ্তাহের জীব বিজ্ঞান বিষয়ের নমুনা
উত্তর নিচে দেওয়া হলো তোমাদের মাঝে।
প্রিয়
শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট সবসময় ইউনিক ও নিজের মতো করে লিখতে চেষ্টা করবে। আমরা সবসময়
তোমাদের জন্য সর্বোত্তম উত্তরটি বাছাই করে দেওয়ার চেষ্টা করি। তোমরা তোমাদের উত্তরের
সাথে মিলিয়ে নাও।
গতবারের মতো জীব বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট এবারও খেলার মাধ্যমে করতে হবে। আমরা এখানে খেলার পদ্ধতি ও বেশ কয়েটি নমুনা সমাধান দিবো। তোমরা যে কোন একটি সমাধান লিখলে হবে।
নোট: ৬ষ্ঠ সপ্তাহের জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট লেখার সময় A4 সাইজের খাতাকে লম্বা-লম্বি না নিয়ে ল্যান্ডস্কিপ করে লিখবে।
নিচের মতো করে ১৫টি কার্ড তৈরী করতে হবে-
কার্ড গুলো তৈরী করার পর একটি বক্সে রেখে উলটপালট করে নাও। এবার যে কোন ৩টি কার্ড তোল মনে করো তোমার ভাগ্যে ১৩, ১০ ও ৩ নং কার্ডগুলো ওঠেছে। এখানে ১৩নং কার্ডটি FADH2, ১০নং কার্ডটি C0-A এবং ৩নং কার্ডটি GTP নির্দেশ করে। মনেকরি, কার্ডগুলো যথাক্রমে A, B, C (কার্ড তোলার ক্রম অনুসারে)। এবার কার্ডে নির্দেশিত নম্বরের ছোট থেকে বড় ক্রম অনুসারে X, Y, Z দ্বারা চিহ্নিত করি। অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যা ৩ যাকে X এবং সবচেয়ে বড় সংখ্যা ১৩ যা Z দ্বারা চিহ্নিত করা হয়ছে। এখানে তোমার একটি তালিকা লাগবে, যেটি তোমাকে কিছু মান জানতে সাহায্য করেবে।
তালিকাটি নিম্নরূপ-
Post a Comment
0 Comments