আজ ৩ জুলাই অলেম্পিক ২০২০ এর ফুটবল আসরের সেমিফাইনাল। প্রথম খেলায় মেক্সিকো বনাম ব্রাজিল আর দ্বিতীয় খেলায় জাপান বনাম স্পেন।
গতবারের সোনা জয়ী ব্রাজিল টাই-ব্রেকারে মেক্সিকোকে হারিয়ে এবারও ফাইনাল নিশ্চিত করেছে। টাই-ব্রেকারে ব্রাজিল ৪-১ গোলে জয় পেয়েছে।
১২০ মিনিট জুড়ে আক্রমনের পর আক্রমন করলেও গোল করতে পারেনি কোন দল। অবশেষে টাই-ব্রেকারেই নিষ্পত্তি হয় ফলাফল।
অপর দিকে জাপানকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালের টিকিট পেয়েছে স্পেন। জাপান ভাল খেলেও ফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। নির্ধারিত ৯০ মিনিটে কোন দল গোল করতে ব্যর্থ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৪ মিনিট পর্যন্ত খেলার ফলাফল ছিল ০-০। ১১৫ তম মিনিটে M. Asensio’র গোলে স্বপ্ন ভঙ্গ হয় জাপানের। স্পেন নিশ্চিত করে তাদের কাঙ্খিত ফাইনাল।
নিচে খেলার ফলাফলঃ
সেমি ফাইনাল ফলাফল
ম্যাচ | দেশ | দেশ |
---|---|---|
সেমি ফাইনাল | ব্রাজিল-০(৪) | (০)১-মেক্সিকো |
সেমি ফাইনাল | জাপান-০ | ১-স্পেন |
ব্রাজিল- ০(৪) বনাম ০(১) -মেক্সিকো
ব্রাজিল | ইভেন্ট | মেক্সিকো |
---|---|---|
১২ | মোট শট | ৯ |
৬ | গোল মুখে শট | ৪ |
২৬ | ফাউল | ২৪ |
৫ | কর্ণার | ৫ |
৩ | অফসাইড | ২ |
৬৭% | বল দখল | ৩৩% |
৫ | হলুদ কার্ড | ৪ |
০ | লাল কার্ড | ০ |
৪ | গোল রক্ষা | ৬ |
হলুদ কার্ড:ব্রাজিল: Diego Carlos, Antony, B. Guimaraes, Reinier, D. Luizমেক্সিকো: C. Montes, D. Lainez, V. Lorona, L. Romo(alert-passed)
জাপান- ০ বনাম ১- স্পেন
জাপান | ইভেন্ট | স্পেন |
---|---|---|
১১ | মোট শট | ২০ |
১ | গোল মুখে শট | ৬ |
১৫ | ফাউল | ১৯ |
৫ | কর্ণার | ১১ |
৪ | অফসাইড | ২ |
৩১% | বল দখল | ৬৯% |
১ | হলুদ কার্ড | ৬ |
০ | লাল কার্ড | ০ |
৫ | গোল রক্ষা | ১ |
গোল:স্পেন: M. Asensio 115'(alert-passed)
Post a Comment
0 Comments