প্রযুক্তি

Type Here to Get Search Results !

HSC 2022 ৬ষ্ঠ সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান || ইসলাম শিক্ষা

HSC 2022 ৬ষ্ঠ সপ্তাহ অ্যাসাইনমেন্ট

প্রিয় ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থী তোমাদের ৬ষ্ঠ সপ্তাহের ইসলাম শিক্ষা অ্যাসাইনমেন্টের উত্তর নিচে দেওয়া হলো।

বিষয়ঃ ইসলাম শিক্ষা ১ম পত্র

বিষয় কোডঃ ২৪৯

HSC 2022 ৬ষ্ঠ সপ্তাহ অ্যাসাইনমেন্ট

 

অ্যাসাইনমেন্টের শিরোনামঃ "ইসলামি সংস্কৃত চর্চায় মক্তব শিক্ষার গুরুত্ব পর্যালোচনা করে প্রতিবেদন প্রণয়ন"


তারিখঃ ২৩ আগস্ট, ২০২১ 

বরাবর, 

অধ্যক্ষ মহোদয় 

ফুলবাড়ীয়া কলেজ, গাজীপুর। 


বিষয়ঃ ইসলামি সংস্কৃত চর্চায় মক্তব শিক্ষার গুরুত্ব পর্যালোচনা করে একটি প্রতিবেদন। 


জনাব, 

বিনীত নিবেদন এই যে, ২২ আগস্ট, ২০২১ প্রকাশিত আপনার আদেশ যাহার স্মারক- ফু.বা.ক.গা.১৬/২০২১ অনুসারে আদিষ্ট হয়ে ইসলামি সংস্কৃত চর্চায় মক্তব শিক্ষার গুরুত্ব পর্যালোচনা করে একটি প্রতিবেদন নিম্নে পেশ করছি।


"ইসলামি সংস্কৃত চর্চায় মক্তব শিক্ষার গুরুত্ব"


মক্তবের ধারণাঃ আরবী "মাকতাব" শব্দের অর্থঃ লেখার স্থান, শিক্ষাকেন্দ্র, বিদ্যালয় ইত্যাদি। ব্যবহারিক অর্থে ছোট ছোট মুসলিম বালক-বালিকাদের প্রাথমিক ধর্মীয় শিক্ষায়তনকে বলা হয় মক্তব। সাধারণত মক্তব বলতে আমরা কুরআন শিক্ষার স্থানকে বুঝে থাকি। আসলে মক্তব বলতে বুঝায় ইসলাম শিক্ষার প্রাথমিক স্তরকে।


মক্তবের কার্যাবলীঃ নিম্নে স্থানে মক্তবের কার্যাবলী আলােচনা করা হলো:  

  • ১. কুরআন শিক্ষাঃ মক্তবের প্রধান বা প্রাথমিক কাজ হচ্ছে মুসলিম বালক-বালিকাদের সর্বপ্রথম কুরআন শিক্ষা দেওয়া।
  • ২. হাদীস শিক্ষাঃ মক্তবের কার্যাবলীর মধ্যে দ্বিতীয় যে কাজ হচ্ছে ছোট ছোট মুসলিম বালক - বালিকাদের হাদীস শিক্ষা দেওয়া। 
  • ৩. ইবাদত বন্দেগীঃ এছাড়া কিভাবে আল্লাহ্র নিকট ইবাদত বন্দেগী করতে হয় তা এই মক্তবের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়ে থাকে।
  • ৪. উযূর শিক্ষাদানঃ এই মক্তবের মাধ্যমে মুসলিম বালক-বালিকাদের উষ্যর শিক্ষা দিয়ে থাকে। 
  • ৫. গোসলের শিক্ষাঃ মক্তবের কার্যাবলীর মধ্যে আরো একটি অন্যতম কাজ হচ্ছে ছোট ছোট মুসলিম বালক-বালিকাদের গোসল করার নিয়ম গুলি শিক্ষা দিয়ে থাকে।
  • ৬. সালাত শিক্ষাঃ মক্তবে ছোট ছোট বালক-বালিকাদের কিভাবে সালাত আদায় করতে হয় সে বিষয়ে হাতে কলমে শিখানো হয়।
  • ৭. সাওমঃ সাওম মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে। সাওম কিভাবে পালন করতে হয় তা মক্তবে শিখানো হয়।
  • ৮. ইমান-আকীদা শিক্ষাঃ মক্তবের মাধ্যমে মুসলিম ছোট ছোট বালক-বালকিদের ইমান আকীদার শিক্ষা দিয়ে থাকে।
  • ৯. হজ্জঃ এছাড়া যাদের উপর হজ্জ ফরজ হয় তারা কিভাবে হজ্জ পালন করবে তারও শিক্ষা দিয়ে থাকে মক্তবে। 
  • ১০. শিষ্টাচার শিক্ষাঃ তা ছাড়া মক্তবে ছোট ছোট ছেলে -মেয়েদের শিষ্টাচার শিক্ষা দিয়ে থাকে। 


মক্তবের প্রয়োজনীয়তাঃ 

মক্তবের প্রয়োজনীয়তা বা গুরুত্ব অপরিসীম। নিম্নে মক্তবের প্রয়োজনীয়তা গুলি আলোচনা করা হলো:

১. আদর্শ শিক্ষালয়ঃ যে শিক্ষায় আল্লাহ কাছে জবাবদিহি করতে হবে এ ধারণা দেওয়া হয় না সে শিক্ষা কোন শিক্ষাই নয়। তাই মক্তবে আল্লাহ্ কাছে জবাবদিহি করতে হবে এ শিক্ষাটি দেওয়া হয়। 

২. প্রাথমিক শিক্ষায়তনঃ মক্তবই হলো মুসলিম সমাজে প্রাথমিক শিক্ষায়তন। শিশুমন অত্যন্ত কোমল। এসময় যে শিক্ষা মক্তবে দেওয়া হয়, তাই তাদের মনে-মানসিকতায় স্থায়ীভাবে গেঁথে যায়।

৩. কুরআন-হাদীসের শিক্ষাক্ষেত্রেঃ মক্তবে শিশুরা কুরআন-হাদীসের প্রাথমিক শিক্ষালাভের সুযোগ পায়। কুরআন ও হাদীসের জ্ঞানার্জন করা প্রত্যেকের ওপরই ফরয।

৪. ইমান-আকীদা সম্পর্কিত শিক্ষাদানঃ শৈশব থেকেই শিশুদেরকে মৌলিক আকীদা, বিশ্বাস ও ঈমান সম্পর্কিত জ্ঞান শিক্ষা দান করা কর্তব্য। 

৫. ইসলামের বুনিয়াদী শিক্ষাদানেঃ ইসলামের বুনিয়াদী শিক্ষা তথা কালিমা, সালাত, সাওম, হজ্জ, যাকাত ইত্যাদি আদায় করার পদ্ধতি শিশুদেরকে হাতে-কলমে শিক্ষা প্রদান করে থাকে মক্তব।

৬. প্রাথমিক মাসয়ালা শিক্ষাদানেঃ মুসলিম জীবনে কিভাবে চলতে হয়, তার প্রয়োজনীয় মাসয়ালা তথা ফরয, ওয়াজিব, সুন্নাত, হালাল, হারাম ইত্যাদি বিষয়ে মৌলিক ধারণা দিয়ে থাকে মক্তব।

৭. আদব-শিষ্টাচার শিক্ষাদানঃ মক্তবে ইসলামী জিন্দেগীর বিভিন্ন আদব-কায়দা, সৌজন্য, ভদ্রতা ও শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়।

৮. শৃঙ্খলা ও নিয়ম- কানুন শিক্ষায়ঃ মক্তবে ছোটবেলা থেকেই শিশুদের শৃঙ্খলা ও বিভিন্ন নিয়ম - কানুন শিক্ষা দিয়ে থাকে।

৯. মানবতা ও চেতনাবোধ জাগরণেঃ মক্তবে কুরআন-হাদীস শিক্ষা দেওয়া সাথে সাথে মানবিক মূল্যবোধও শিক্ষা দিয়ে থাকে।

১০. সুনাগরিকতাঃ ইসলামি মক্তবে সুনাগরিকতা শিক্ষা দিয়ে থাকে।

বর্তমান সামাজিক প্রেক্ষাপটে মক্তব শিক্ষার সুবিধা গুলো বর্ণনাঃ 

১. মসজিদে শিক্ষাঃ বর্তমান সামাজিক প্রেক্ষাপটে মক্তবের শিক্ষা মসজিদে দিয়ে থাকে। যার ফলে শিশুদের আর অন্য কোনো জায়গায় যেতে হয় না। তাই এটি একটি অন্যতম সুবিধা।

২. মসজিদের ইমাম সাহেব শিক্ষাদানঃ বর্তমান সমাজ ব্যবস্থায় ইমাম সাহেব নিজে মক্তবের শিক্ষা মসজিদেই প্রদান করে থাকে।যার ফলে অনেক সুবিধা হয়।

৩. মক্তব শিক্ষার জন্য দূরে যেতে হয় নাঃ মক্তব শিক্ষার জন্য দূরে যেতে হয় না। কেননা বর্তমান সমাজ ব্যবস্থায় মসজিদ গুলাে অনেক কাছে হওয়ায় মক্তব শিক্ষা গ্রহণ করার জন্য এখন আর দূরে যেতে হয় না।

৪. সঠিক শিক্ষাঃ বর্তমান সামাজিক প্রেক্ষাপটে ইসলামি সঠিক শিক্ষা মক্তবের মাধ্যমে পেয়ে থাকে।

মক্তব শিক্ষার অসুবিধা উত্তোরণের উপায়ঃ 

বর্তমান সমাজ ব্যবস্থায় সুচরিত্র মানের ঈমান রেখে মক্তব শিক্ষার যে অসুবিধা রয়েছে তা দূর করা সম্ভব। 

১. ইসলামি পরিবেশ সৃষ্টিঃ ইসলামি পরিবেশ সৃষ্টির মাধ্যমে মক্তব শিক্ষার যে অসুবিধা রয়েছে তা দূর করা সম্ভব। 

২. সঠিক আকীদাঃ বর্তমান সমাজ ব্যবস্থায় মক্তব শিক্ষার যে অসুবিধা রয়েছে তা সঠিক আকীদার শিক্ষা প্রদানের মাধ্যমে দূর করা যায়।

৩. মূল্যবোধ শিক্ষাঃ সামাজিক মূল্যবােধের মাধ্যমে মক্তব শিক্ষার অসুবিধা দূর করা সম্ভব। 

এ ছাড়া কুরআন-হাদীসের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যেসকল অসুবিধা রয়েছে তা দূর করা সম্ভব।


প্রতিবেদন তৈরির তারিখঃ ২৩ আগস্ট, ২০২১ 

প্রতিবেদকের নামঃ শরিফুল ইসলাম 

প্রতিবেদন প্রাপকের নামঃ জাব্বার মিয়া

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.