Type Here to Get Search Results !

কি ভাবে আবেদন করতে হবে সরকারি ও বেসরকারি স্কুলে

Shool apply for 2022

প্রিয় শিক্ষার্থী ই-ভিশন বিডি’র ফেইজবুক পেইজে লাইক দিতে নিচের নীল বাটনে ক্লিক করুন।(alert-success)

ই-ভিশণ বিডি’র ফেইজবুক পেইজে লাইক দিন(link) 



মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ২০২২ সালের সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অধিদপ্তরের প্রকাশিত নির্দেশনা অনুযায়ী ২০২২ শিক্ষাবর্ষে দেশের সকল সরকারি মাধ্যমিক (হাইস্কুল) এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে ২৫ নভেম্বর ২০২১; যেকোন বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য সবাইকে নির্ধারিত নিয়ম অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে।

ই-ভিশন বিডি এর পাঠকদের জন্য অনলাইনে সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি ফরম পূরণের নিয়ম বিস্তারিত আলোচনা করা হলো। এটি অনুসরণের মাধ্যমে সঠিকভাবে কোনো ঝামেলা ছাড়াই আবেদন সম্পন্ন করতে পারবে।

আবেদন দাখিলের সময়সীমা:

i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ: ২৫/১১/২০২১ খ্রি. সকাল ১১:০০ টা;

ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ০৮/১২/২০২১ খ্রি. বিকাল ০৫:০০ টা;

উক্ত সময়সীমার মধ্যে প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit করে User ID পাবেন। প্রাপ্ত User ID ব্যবহার করে Teletalk Pre-paid Mobile নম্বর হতে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ ০৮/১২/২০২১ খ্রি. বিকাল ০৫:০০ টার মধ্যে শুধু User ID প্রাপ্ত শিক্ষার্থীগণ ০৮/১২/২০২১ দিবাগত রাত ১২:০০ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন।

এখানে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ভর্তি ফরম পূরণ এবং মোবাইল এসএমএস এর মধ্যমে আবেদন ফি প্রেরণের পদ্ধতি জানিয়ে দেওয়া হবে।

সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমুহে ২০২২ শিক্ষাবর্ষে অন-লাইনে আবেদন ফরম পূরণের নিয়মাবলী

ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী http://gsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও Teletalk Pre-paid Mobile নম্বর হতে SMS এর মাধ্যমে আবেদন ফি প্রদান করে ভর্তির আবেদনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। আবেদন করতে এখানে ক্লিক করুন-

Web Application Form পূরণ এর নিয়মাবলী:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ২০২২ শিক্ষাবর্ষে বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে অবস্থিত সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে Web ও SMS এর মাধ্যমে ভর্তির আবেদনপত্র পূরণ ও ফি প্রদান করা সংক্রান্ত নিয়মাবলী দেওয়া হল। নিচের ধাপগুলো অনুসরণ করে আপনার আবেদনটি সম্পন্ন করে নিন।

  • ১। http://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে Browse করে আবেদনপত্র পূরণ ও Submit করতে পারবেন।
  • ২। Online-এ আবেদনপত্রের নির্দেশনা মতে প্রার্থী তার সকল তথ্য পূরণ করবেন। যে সকল প্রার্থী বিভিন্ন কোটায় আবেদন করবেন। তাদের কোটার বিষয়টি অবশ্যই উল্লেখ করতে হবে। অন্যথায় কোটা বিবেচনা করা সম্ভব হবে না।
  • ৩। Online-এ আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে JPEG ফরমেটে নির্ধারিত স্থানে Upload করবেন।
  • ৪। Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID- সহ ছবি Applicant’s copy পাবেন।
  • ৫। প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট অথবা Download কপি ভর্তি সংক্রান্ত যেকোন প্রয়ােজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
  • ৬। Online-এ আবেদনপত্রে সরবরাহকৃত বাছাইকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন প্রেরণ করার পূর্বেই সরবরাহকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

SMS এর মাধ্যমে আবেদন ফি প্রদানের নিয়মাবলী:

  • ১। Applicant’s কপিতে প্রাপ্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid Mobile নম্বর হতে ০২(দুই) টি SMS করে আবেদন ফি বাবদ প্রতিটি Application এর জন্য ১১০/- টাকা জমা দিবেন।
  • ২। প্রথম SMS: GSAUser ID (Web Application হতে প্রাপ্ত) লিখে Send করতে হবে 16222 নম্বরে;

উদাহরণ: GSAABCDEF লিখে Send করতে হবে 16222 নম্বরে।

ফিরতি SMS এ শিক্ষার্থীর নামসহ একটি PIN নম্বর পাওয়া যাবে। যা ব্যবহার করে দ্বিতীয় SMS-টি করতে হবে।

  •  ৩। দ্বিতীয় SMS: GSA<space>YES<space>PIN (প্রথম SMS হতে প্রাপ্ত) লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ: GSA<space>yes<space>123456 লিখে Send করতে হবে 16222 নম্বরে।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এর আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও ভর্তির আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত Online-এর আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহিত হবে না।

স্কুল ভর্তি কার্যক্রম সম্পাদন ও এ সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহের জন্য অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে একটি টেলিটক প্রি-পেইড সীম সংরক্ষণ করুন।(alert-success)

Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে ভর্তি সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং SMS- এর মাধ্যমে প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।

User ID এবং PIN পুনরুদ্ধার পদ্ধতি:

কেবল টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবংPIN পুনরুদ্ধার করতে পারবেন।

  • ১। User ID জানা থাকলে GSA<space>Help<space>User<space>User ID & Send to 16222

Example: GSA Help User ABCDEF & Send to 16222

  • ২। PIN Number জানা থাকলে GSA<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222;

Example: GSA Help PIN 1234567 & send to 16222

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটি/প্রধান শিক্ষকের নােটিশ বাের্ড থেকে জানা যাবে।

সংশ্লিষ্ট জেলা/উপজেলা ভর্তি কমিটির সদস্য সচিব/প্রতিষ্ঠান প্রধানদের করণীয়:

ভর্তি কমিটির সভাপতির সাথে আলােচনাক্রমে কমিটির সভা আহবান করে আবেদন ফরম পূরণ/জমার সময়সীমা; শূন্য আসন নির্ধারণ পূর্বক প্রতিষ্ঠান প্রধানদের মােবাইলে টেলিটক কর্তৃক SMS এ প্রেরিত EIIN এবং Password এর মাধ্যমে http://gsa.teletalk.com.bd website-এ School/Authority তে login করে বিদ্যালয়সমূহের শিফট ও শ্রেণি ভিত্তিক শূন্য আসন সংখ্যা, বালক/বালিকা/সহশিক্ষাসহ অন্যান্য সকল তথ্য সঠিকভাবে পূরণ করবেন।

Login করার পর স্কুলের ভর্তি সংক্রান্ত তথ্য ইনপুট দেয়ার পর সেভ করে ‘Summary’ বাটনে ক্লিক করলে পূরণকৃত

সকল তথ্য প্রদর্শিত হবে যা প্রিন্ট করে রাখা যাবে। কোনাে তথ্য পরিবর্তনের প্রয়ােজন হলে পূনরায় সঠিক তথ্য সেভ করে পূনরায় ‘Summary’ বাটনে ক্লিক করে তথ্যের প্রিন্ট কপি সংরক্ষণ করুন।

Apply for school


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad