Type Here to Get Search Results !

বাংলার মুসলিমরা কাদের বংশধর?

বাংলার মুসলিমরা কাদের বংশধর?


বাংলার মুসলিমরা কাদের বংশধর?

১৮৭২ সালের বেঙ্গল সেন্সাস রিপোর্ট এবং এইচ. এইচ. রিজলে তার ট্রাইবস এ্যান্ড কাস্টট্স ইন বেঙ্গল' গ্রন্থে এ মত উপস্থাপন করেন যে, বাংলার মুসলিমরা নিম্নশ্রেণির হিন্দুদের বংশধর এবং তারা ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়। কিন্তু বাস্তবে এ কথা মোটেও সত্য নয়। 

ড. এম এ রহিম তার 'সোশ্যাল এ্যান্ড কালচারাল হিস্ট্রি অব বেঙ্গল’ গ্রন্থে উল্লেখ করেন যে, ১২২০-১৬২০ সাল পর্যন্ত প্রায় ৩,০০০ আরব, ৫১,০০০ ইরানি, ৪০,০০০ খলজি তুর্কি, ১৫,০০০ ইলবারি তুর্কি, ৫,০০০ করোনা তুর্কি, ৮,০০০ আবিসিনীয়, ২,০০,০০০ আফগান, ১৫,০০০ মুঘল সর্বমোট ৩,৩৭,০০০ বিদেশি মুসলমান বাংলায় বসতি স্থাপন করেন।

তিনি আরও দেখান, ১৫৭০ সালে বাংলার জনসংখ্যা ছিল ৭০ লাখ। এর মধ্যে ৪১ লাখ হিন্দু, ৮ লাখ বিদেশি মুসলমান বসতি স্থাপনকারী, ১৯ লাখ ধর্মান্তরিত মুসলমান এবং দুই লাখ বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী । অর্থাৎ বাংলাদেশের মুসলমানরা শুধু হিন্দুদের বংশধর নয় তারা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্ভ্রান্ত শ্রেণির মুসলমানদের বংশধরও সে হিসেবে বাংলার অনেক মুসলমান বংশগতভাবেই মুসলমান।


আমাদের ফেইজবুক ফেইজটি লাইক করে সাথে থাকার অনুরোধ থাকলো। 

তথ্যসূত্র: কারেন্ট অ্যাফেয়ার্স, জুলাই, ২০২২

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad