প্রযুক্তি

Type Here to Get Search Results !

২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু

২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু


২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন আহ্বান করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে গত ৬ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

 ফলাফল পুনঃনিরীক্ষণ ব্যাপারে তাদের নিজস্ব ওয়েভ সাইটে একটি বিজ্ঞাপ্তি প্রকাশ করে। বিজ্ঞাপ্তটি নিম্নরূপ 

বিজ্ঞপ্তি

২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রসঙ্গে

সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আগামী ১৩/০৭/২০২২ তারিখ বুধবার সকাল ১০:০০ টা হতে ৩১/০৭/২০২২ তারিখ রবিবার দুপুর ০২:০০ টা পর্যন্ত Online এ আবেদন করা যাবে এবং ০১/০৮/২০২২ তারিখ সোমবার বিকাল ০৪:০০ টা পর্যন্ত ব্যাংকে টাকা জমা দেয়া যাবে।

Payslip সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট 103.113.200.36/PAMS/ICTUnit/Re_scrutiny.aspx থেকে Online-এ আবেদন ফরম পূরণ করে Payslip ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের Online paymentg ateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা- নগদ, বিকাশ, রকেট অথবা বিভিন্ন ধরণের কার্ড যেমন:

AMERICAN EXPERESS, VISA, DBBL NEXUS, MASTER CARD অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে Online-এ টাকা ট্রান্সফার করে ফি জমা দিতে পারবে। ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে।

Payslip পেতে এখানে ক্লিক করুণ:

নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরমপূরণ করা, Payslip ডাউনলোড করা এবং টাকা জমা দেয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোন প্রকার উদ্ভূতজ টিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

উল্লেখ্য, ফলাফল পুনঃনিরীক্ষণ/নম্বর যাচাই ফি প্রতি কোর্স ৮০০/- (আটশত) টাকা।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বদরুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, ফোন: ০২-৯৯৬৬৯১৫১৭, ই-মেইল dch2.nu@gmail.com

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.