প্রযুক্তি

Type Here to Get Search Results !

মৌলিক ব্যষ্টিক অর্থনীতি || দ্বিতীয় অধ্যায়: চাহিদা ও যোগান

মৌলিক ব্যষ্টিক অর্থনীতি || দ্বিতীয় অধ্যায়: চাহিদা ও যোগান


মৌলিকব্যষ্টিক অর্থনীতি সাজেশন্স

কোর্স: অর্থনীতি ১ম বর্ষ

বিষয়: ব্যাষ্টিক অর্থনীতি

অধ্যায়: দ্বিতীয় অধ্যায়: চাহিদা ও যোগান (Supply and Demand)


সংক্ষিপ্তপ্রশ্নাবলি (Brief Questions)

প্রশ্ন-১: অর্থনীতিতে চাহিদা বলতে কি বুঝায়?

উত্তর: কোন নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ক্রেতা কোন পণ্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছা পোষণ করে তাকে চাহিদা বলে।

প্রশ্ন-২: চাহিদার সাথে দামের সম্পর্ক কিরূপ?

উত্তর: বিপরীত।

প্রশ্ন-৩: চাহিদা বিধি কি?

উত্তর: কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দামও চাহিদার এ সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করে, তাকে চাহিদা বিধি বলে।

প্রশ্ন-৪: চাহিদা সূচি কি?

উত্তর: একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে ক্রেতা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক থাকে, তার তালিকাকে চাহিদা সূচি বলে।

প্রশ্ন-৫: চাহিদা রেখা কি?

উত্তর: চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশকে চাহিদা রেখা বলে।

প্রশ্ন-৬: চাহিদা হ্রাস পেলে চাহিদা রেখা কোনদিকে স্থানান্তরিত হয়?

উত্তর: বাম দিকে।

প্রশ্ন-৭: ভর্তুকি প্রদান করা হলে চাহিদা ও দামের কি পরিবর্তন ঘটবে?

উত্তর: চাহিদা বৃদ্ধি পাবে ও দাম কমবে।

প্রশ্ন-৮: যোগান কি?

উত্তর: কোন দ্রব্যের বিক্রয়যোগ্য পরিমাণকে তার যোগান বলে।

প্রশ্ন-৯:মজুদ কি?

উত্তর: কোন দ্রব্যের মোট পরিমাণকে তার মজুদ বলে।

প্রশ্ন-১০: যোগান সূচি কি?

উত্তর: একটি নির্দিষ্ট সময়ে বিক্রেতা একটি দ্রব্যকে বিভিন্ন মূল্যে যে পরিমাণ বিক্রি করে তার তালিকাকে যোগানসূচি বলে।

প্রশ্ন-১১: ভারসাম্য কিভাবে নির্ধারিত হয়?

উত্তর: চাহিদা ও যোগানের সমতার ভিত্তিতে।

প্রশ্ন-১২: সাধারণত কোন পণ্যের দাম বাড়লে চাহিদার কি পরিবর্তন ঘটে?

উত্তর: চাহিদা কমে।

প্রশ্ন-১৩: মোটা কাপড়, মোটা চাল, ডাল, আলু ইত্যাদি কি ধরনের দ্রব্য?

উত্তর: গিফেন দ্রব্য।

প্রশ্ন-১৪: চাহিদা সূচি কত প্রকার ও কি কি?

উত্তর: চাহিদা সূচি দুই প্রকার। যথা- (ক) ব্যক্তিগত চাহিদা সূচি "বং (খ) বাজার চাহিদা সূচি।

প্রশ্ন-১৫: ব্যক্তিগত চাহিদাসূচি কি?

উত্তর: একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে একজন ক্রেতা কোন দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে তার তালিকাকে ব্যক্তিগত চাহিদা সূচি বলে।

প্রশ্ন-১৬: বাজার চাহিদা সূচি কি?

উত্তর: বিভিন্ন দামে বাজারের সব ক্রেতা একত্রে একটি দ্রব্য যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তার তালিকাকে বাজার চাহিদা সূচি বলে।

প্রশ্ন-১৭: চা ও কফি কি ধরনের দ্রব্য?

উত্তর: পরিবর্তক দ্রব্য।

প্রশ্ন-১৮: কালি ও কলম কি ধরনের দ্রব্য?

উত্তর: পরিপূরক দ্রব্য।

প্রশ্ন-১৯: দ্রব্যের দাম বাড়লে যোগান কি হয়?

উত্তর: বাড়ে।

প্রশ্ন-২০: দাম ও যোগানের মধ্যে সম্পর্ক কি রকম?

উত্তর: প্রত্যক্ষ ও সমমুখী।

প্রশ্ন-২১: যে বিধির মাধ্যমে দ্রব্যের দামের সাথে তার যোগানের সম্পর্ক নির্দেশ করে তাকে কোন বিধি বলে?

উত্তর: যোগান বিধি।

প্রশ্ন-২২: যোগান রেখা সাধারণত কিরূপ হয়?

উত্তর: বাম থেকে ডান দিকে উর্ধ্বগামী।

প্রশ্ন-২৩: যোগান রেখা কি?

উত্তর: যে রেখা দ্বারা বিভিন্ন মূল্যে একটি দ্রব্যের যোগানের পরিমাণ নির্দেশ করা হয় তাকে যোগান রেখা বলে।

প্রশ্ন-২৪: যোগান বিধি কি?

উত্তর: সাধারণত একটি নির্দিষ্ট সময়ে অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থায় দ্রব্যের দাম কমলে যোগান কমে এবং দাম বাড়লে যোগান বাড়ে। দাম ও যোগানের এ সম্পর্ককে যোগান বিধি বলে।

প্রশ্ন-২৫: যোগান সূচি কয় প্রকার?

উত্তর: যোগানসূচি দুই প্রকার। যথা- (ক) ব্যক্তিগত যোগান সূচি, (খ) বাজার যোগান সূচি।

প্রশ্ন-২৬: ব্যক্তিগত যোগান সূচি কি?

উত্তর: একটি নির্দিষ্ট সময়ে একজন বিক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ যোগান দেয়, তার তালিকাকে ব্যক্তিগত যোগান সূচি বলে।

প্রশ্ন-২৭: বাজার যোগান সূচি?

উত্তর: কোন নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন দামে বাজারের সকল বিক্রেতা যে বিভিন্ন পরিমাণ যোগান দেয় তা যে সূচিতে দেখানো হয় তাকে বাজার যোগান সূচি বলে।

প্রশ্ন-২৮: চাহিদা কত প্রকার ও কি কি?

উত্তর: তিন প্রকার। যথা- দাম চাহিদা, আয় চাহিদা এবং আড়াআড়ি চাহিদা।

প্রশ্ন-২৯: আয় চাহিদা কি?

উত্তর: দ্রব্যের দাম স্থির থেকে ভোক্তার আয় পরিবর্তনের দরুণ চাহিদার যে পরিবর্তন হয় তখন তাকে বলা হয় আয় চাহিদা।

প্রশ্ন-৩০: আড়াআড়ি চাহিদা কি?

উত্তর: কোন দ্রব্যের পরিপূরক বা পরিবর্তক দ্রব্যের দামের উপর যে চাহিদা নির্ভর করে তাকে বলা হয় আড়াআড়ি চাহিদা।

প্রশ্ন-৩১: চাহিদা অপেক্ষক D = 20 – 2P অনুসারে 10 টাকা দামে চাহিদার পরিমাণ কত?

উত্তর: শূন্য একক।

প্রশ্ন-৩২: চাহিদা রেখা বামদিক থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার মূল কারণ কি?

উত্তর: ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কার্যকারিতা।

প্রশ্ন-৩৩: ভোক্তা উদ্বৃত্ত কি?

উত্তর: কোন দ্রব্যের ব্যবহারিক মূল্য এবং বিনিময় মূল্যের ধনাত্মক পার্থক্যকে বলা হয় ভোক্তার উদ্বৃত্ত।

প্রশ্ন-৩৪: ভোক্তার উদ্বৃত্ত তত্ত্বের মূল প্রবক্তা কে?

উত্তর: অধ্যাপক মার্শাল।

প্রশ্ন-৩৫: প্রখ্যাত শিল্পীর আঁকা দুর্লভ চিত্রের যোগান কি রকম হয়?

উত্তর: সীমাবদ্ধ।

প্রশ্ন-৩৬: উৎপাদনের উপকরণের দাম বাড়লে উৎপাদন খরচ কেমন হয়?

উত্তর: বাড়ে।

প্রশ্ন-৩৭: দামের সাথে চাহিদার কি ধরনের সম্পর্ক?

উত্তর: ধনাত্মক সম্পর্ক।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.