প্রযুক্তি

Type Here to Get Search Results !

ছোট প্রশ্ন: ব্যাষ্টিক অর্থনীতি প্রথম অধ্যায়

 

ছোট প্রশ্ন: ব্যাষ্টিক অর্থনীতি প্রথম অধ্যায়

ব্যাষ্টিক অর্থনীতি প্রথম অধ্যায়, ছোট প্রশ্ন

প্রিয় অর্থনীতি ১ম বর্ষের শিক্ষার্থী আজকে আপনাদের সাজেশন হিসেবে ব্যাষ্টিক অর্থনীতি থেকে প্রথম অধ্যায় ভূমিকা (Introduction) থেকে সব গুলো সম্ভাব্য ছোট প্রশ্ন দেওয়ার চেষ্টা করলাম। 

কোর্স: অর্থনীতি ১ম বর্ষ

বিষয়: ব্যাষ্টিক অর্থনীতি

অধ্যায়: ভূমিকা (Introduction)

১. ব্যাষ্টিক অর্থনীতি কি?

উত্তরঃ অর্থনীতির যে শাখায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে।

২. আধুনিক কালে অর্থনীতিকে পদ্ধতিগত দিক হতে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?

উত্তরঃ দুই ভাগে। যথা- ১। ব্যষ্টিক অর্থনীতি এবং ২। সামষ্টিক অর্থনীতি।

৩. অর্থনীতির ইংরেজী Economics শব্দটি কোথা থেকে এসেছে ?

উত্তরঃ প্রাচীন গ্রীক শব্দ Oikonomia থেকে।

৪. Micro শব্দের উৎপত্তি কোথা হতে?

উত্তরঃ গ্রীক শব্দ 'Mikros' হতে।

৫. Olkonomia শব্দটির অর্থ কি?

উত্তর: গার্হস্থ্য পরিচালনা

৬. অর্থনীতির জনক কে?

উত্তরঃ ক্ল্যাসিক্যাল অর্থনীতিবিদ এ্যাডাম স্মিথ।

৭. Adam smith প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি লিখ।

উত্তর: Economics is the science of wealth.

৮. Adam smith অর্থনীতির সংজ্ঞা প্রদান করেন কত সালে?

উত্তরঃ ১৭৭৬ সালে।

৯. আলফ্রেড মার্শালের বিখ্যাত গ্রন্থের নাম কি?

উত্তরঃ Principles of Economics.

১০. সম্পদের দুষ্প্রাপ্যতা কাকে বলে?

উত্তরঃ সীমাহীন অভাবের তুলনায় সীমিত সম্পদকে বলা হয় সম্পদের দুষ্প্রাপ্যতা।

১১. অর্থনীতিকে কিসের বিজ্ঞান বলেছেন?

উত্তরঃ সম্পদের বিজ্ঞান (Economics is a science of wealth)

১২. অধ্যাপক মার্শাল রচিত বিখ্যাত গ্রন্থখানির প্রকাশকাল কবে?

উত্তর: Principles of Economics প্রকাশকাল ১৮৯০ সালে।

১৩. অধ্যাপক মার্শাল অর্থনীতিকে কিসের সাথে তুলনা করেছেন?

উত্তর: মানব কল্যাণের বিজ্ঞান।

১৪. অধ্যাপক এল রবিন্স রচিত বিখ্যাত গ্রন্থখানির নাম কি?

উত্তরঃ “Naure and significance of Economics science.” প্রকাশকাল ১৯৩১ লি।

১৫. অর্থনীতির সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞাটি কে দিয়েছেন?

উত্তর: অধ্যাপক এল. বরিস।

১৬. অর্থনীতির বিষয়বস্তু কয়টি?

উত্তরঃ বিষয়বস্তুর আলোকে অর্থনীতিকে মূলতঃ দুই ভাগে ভাগ করা যায়। যথা (ক) ইতিবাচক অর্থনীতি, (খ) নীতিবাচক অর্থনীতি।

১৭. অর্থনীতির সিদ্ধান্ত গ্রহণকারি এজেন্টগুলো কি কি?

উত্তরঃ অর্থনীতিতে সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্ট হল তিনটি। যথা (ক) ব্যক্তি বা পরিবার, (খ) ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান এবং (গ) সরকার।

১৮. অর্থনীতিকে ‘সম্পদের বিজ্ঞান' বলেছেন কে?

উত্তরঃ এ্যাডাম স্মিথ।

১৯. Micro এবং Macro শব্দ দুটি কে প্রথম ব্যবহার করেন ?

উত্তরঃ অধ্যাপক রাগনার ফ্রিশ।

২০. ১৯৩৩ সালে সর্বপ্রথম কোন অর্থনীতিবিদ Micro এবং Macro শব্দ দু'টি ব্যবহার করেন?

উত্তরঃ অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাগনার ফ্রিশ।

২১. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের মালিক কে?

উত্তর: সরকার।

২২. সমাজতন্ত্রের প্রধান প্রবক্তা কে?

উত্তর: কার্ল মার্কস্।

২৩. অর্থনীতি সম্পর্কে মার্শালের সংজ্ঞা দত্ত।

উত্তরঃ “অর্থনীতি এমন একটি বিষয় যা মানুষের দৈনন্দিন জীবনের কার্যাবলী নিয়ে আলোচনা করে।

২৪. পুজিবাদ সমাজে শ্রেণী বিভক্তির কারণ কি?

উত্তরঃ আয়ের অসম বন্টন।

২৫. "অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলি আলোচনা করে।-উক্তিটি কার?

উত্তরঃ অধ্যাপক মার্শাল।

২৬. 'Principle of Economics" গ্রন্থটি কার রচনা।

উত্তর: অধ্যাপক মার্শাল

২৭. অর্থনীতিতে সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্ট কয়টি ও কি কি?

উত্তরঃ তিনটি। যথা-১। ব্যক্তি, ২। ফার্ম ও ৩। সরকার।

২৮. সামাজিক বিজ্ঞান হিসাবে অর্থনীতির বিষয়বস্তুর আলোকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?

উত্তরঃ দুই ভাগে । যথা- ১। ইতিবাচক অর্থনীতি ও ২। নীতিবাচক অর্থনীতি।

২৯. ইনপুট কি?

উত্তরঃ উৎপাদন প্রক্রিয়ার শুরুতে যে বস্তু বা সেবা ব্যবহার করা হয় তাদেরকে ইনপুট বলে।

৩০. বর্তমান বিশ্বে বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থাসমূহ প্রধানত কত প্রকার ও কি কি?

উত্তরঃ প্রধানত তিন প্রকার। যথা- ১। ধনতান্ত্রিক ব্যবস্থা, ২। সমাজতান্ত্রিক ব্যবস্থা, ৩। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা।

৩১. উৎপাদনের উপাদান কয়টি ও কি কি?

উত্তরঃ উৎপাদনের উপাদান চারটি। যথা- (ক) ভূমি, (খ) শ্রম, (গ) মূলধন এবং (ঘ) সংগঠন ।

৩২. “অর্থনীতি হল এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃত ও কারণ অনুসন্ধান করে। এডাম স্মিথ তার কোন গ্রন্থে এ সংজ্ঞাটি উল্লেখ করেন?

উত্তর: Wealth of Nations" গ্রন্থে।

৩৩. এডাম স্মিথের রচিত বিখ্যাত গ্রন্থখানির নাম কি?

উত্তর: "An Inquiry into the nature and causes of the Wealth of Nation."

৩৪. কত সালে অধ্যাপক আলফ্রেড মার্শালের "Principles of Economis" গ্রন্থখানি প্রকাশিত হয়?

উত্তরঃ ১৮৯০ সালে।

৩৫. অর্থনীতির মতবাদ কয়টি ও কি কি?

উত্তরঃ অর্থনীতির মতবাদ তিনটি যথা-১। ক্লাসিক্যাল মতবাদ, ২। নিউ ক্ল্যাসিক্যাল মতবাদ ও ৩) আধুনিক মতবাদ।

৩৬. অর্থনীতির আধুনিক মতবাদের প্রবক্তা কে?

উত্তর: অধ্যাপক লায়নেল রবিন্স।

৩৭. অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি ও কি কি?

উত্তরঃ ৩টি । যথা- কি কি উৎপাদন করতে হবে; কিভাবে উৎপাদন করতে হবে; কার জন্যে উৎপাদন করতে হবে।

৩৮. সমাজে মানুষের অভাব কি রকম?

উত্তরঃ অসীম।

৩৯. নিউক্লাসিক্যাল মতবাদের প্রবক্তা কে?

উত্তরঃ অধ্যাপক মার্শাল।

৪০. দুতাপ্যতা কি?

উত্তরঃ মানব জীবনে অভাব অসীম হলেও অভাব পূরণে সম্পদ খুবই সীমিত। এরূপ সীমিত সম্পদের বিষয়টি বুঝানোর জন্যই মূলঃ দুষ্প্রাপ্যতা ধারণাটির উদ্ভব হয়েছে। অতএব সম্পদের অভাব বা দুষ্প্রাপ্যতাই হলো ব্যক্তি বা সমাজ সকল ক্ষেত্রে অভাব পূরণে প্রধান অন্তরায়।

৪১. আন্তর্জাতিক বাণিজ্যের মূল ভিত্তি কি?

উত্তর: তুলনামূলক সুবিধা।

৪২. “অর্থনীতি একটি বিজ্ঞান যা বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদ এবং অসীম অভাবের সমন্বয় সাধনে মানুষের আচরণ আলোচনা করে"- উক্তিটি কার।

উত্তর: অধ্যাপক লায়নেল রবিন্স।

৪৩. রবিন্সের সংজ্ঞার প্রধান বৈশিষ্ট্য কি?

উত্তরঃ অসীম অভাব, সীমিত সম্পদ এবং সম্পদের বিকল্প ব্যবহার।

৪৪. সংগঠন কি?

উত্তরঃ কোন উৎপাদন প্রতিষ্ঠানের ভূমি, শ্রম ও মূলধনকে একত্রিত করে এদের মধ্যে সমন্বয় সাধন এবং উৎপাদন কার্য পরিচালনাকে সংগঠন বলে।

৪৫. ব্যষ্টিক অর্থনীতির কয়েকটি চলকের নাম লিখ।

উত্তরঃ ব্যক্তিগত চাহিদা, যোগান আয়।

৪৬. সামষ্টিক অর্থনীতির কয়েকটি চলকের নাম লিখ?

উত্তরঃ জাতীয় আয়, দাম স্তর, মুদ্রাস্ফীতি, নিয়োগস্তর ইত্যাদি।

৪৭. সমাজতান্ত্রিক অর্থনীতি কি?

উত্তর: যে অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানা বিবর্জিত কোন কেন্দ্রীয় প্রতিষ্ঠান বা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে।

৪৮. অর্থনৈতিক ব্যবস্থা কি?

উত্তরঃ মানুষ যে প্রতিষ্ঠানগত কাঠামো ও বিধি ব্যবস্থার মধ্যে অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা করে, তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে।

৪৯. অর্থনৈতিক ব্যবস্থা কত প্রকার?

উত্তরঃ অর্থনৈতিক ব্যবস্থা মূলত চার প্রকার। যথা :

(i) পুঁজিবাদ বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, (ii) সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, (iii) ইসলামী অর্থ ব্যবস্থা, (iv) মিশ্র অর্থ ব্যবস্থা।

৫০. পুঁজিবাদ বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কি?

উত্তর: ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হলো এমন একটি অর্থব্যবস্থা যেখানে ব্যক্তি উদ্যোগে উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়।

৫১. সমাজতান্ত্রিক বা নিয়ন্ত্রিত অর্থব্যবস্থা কি?

উত্তর: যে অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানা বিবর্জিত কোন কেন্দ্রীয় প্রতিষ্ঠান বা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে।

৫২. ইসলামী অর্থব্যবস্থা কি?

উত্তরঃ যে অবস্থায় সম্পদ আল্লাহর সৃষ্টি, সম্পদের উপর আল্লাহর একক মালিকানা স্বীকৃত এবং আল্লাহর মনোনীত বিধি মোতাবেক সম্পদ বন্টন এবং অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করা হয়, তাকে ইসলামী অর্থব্যবস্থা বলা হয়।

৫৩. মিশ্র অর্থব্যবস্থা কি?

উত্তরঃ যে অর্থ ব্যবস্থায় সম্পদের রাষ্ট্রীয় ও ব্যক্তিমালিকানা এবং সরকারি ও বে-সরকারি উদ্যোগ পাশাপাশি বিরাজ করে, তাকে মিশ্র অর্থব্যবস্থা বলা হয়।

৫৪. অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে?

উত্তরঃ যে বাণিজ্য একটি স্বাধীন সার্বভৌম দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে সংঘটিত হয়, তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।

৫৫. আন্তর্জাতিক বানিজ্য কাকে বলে?

উত্তরঃ দুই বা ততোধিক স্বাধীন দেশের মধ্যে যে বানিজ্য সংগঠিত হয় তাকে আন্তর্জাতিক বানিজ্য বলে। 

Note: ভুলভ্রান্তি চোখে পড়লে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.