Type Here to Get Search Results !

India Vs Pakistan live Link- এশিয়া কাপে পাকিস্তান বনাম ভারত লাইভ খেলার লিংক

India Vs Pakistan live Link- এশিয়া কাপে পাকিস্তান বনাম ভারত লাইভ খেলার লিংক


আজ রাত ৮ টা বাজে চির প্রতিদ্ধী ভারত বনাম পাকিস্তান মুখোমুখি হবে।  ক্রিকেটের এশিয়া কাপের এবারের আসর বসেছে মিডল ইস্টের দেশ সংযুক্ত আরব আমিরাতে। আমিরাতে মোট দুটি স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে। দুবাই এবং শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সবগুলো  ম্যাচ।

আজকের ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি সরাসারি সম্প্রচার হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে। খেলাটি শুরু হবে আজ (২৮ আগস্ট) রাত ৮ টার পর থেকে। গুগলের জরিপ মতে আজকে ম্যাচে ভারতের সম্ভাবনা ৬২% এবং পাকিস্তানের জয়ের সম্ভবনা ৩৮%। 

আমরা জানার চেষ্টা করেছিলাম ভারত বনাম পাকিস্তান খেলাটি কোন চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে এবং অনলাইনে কোন কোন লিংকে তা দেখা যাবে। 

টিভি চ্যানেলের আপডেট

ভারত

ভারতের Star Sports Network খেলাটি সমগ্র ভারতে সম্প্রচার করবে। 

পাকিস্তান

পাকিস্তানের  PTV এবং Ten Sports এর অফিশিয়াল চ্যানেলে খেলাটি সরাসরি সম্প্রচার করবে। 

বাংলাদেশ

বাংলাদেশের  Gazi TV তাদের চ্যানেলে খেলাটি সরাসরি সম্প্রচার করবে। 

আফগানিস্তান

আফগানিস্তানের  Ariana TV খেলাটি সরাসরি সম্প্রচার করবে। 

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়াতে খেলাটি Fox Sports সরাসরি সম্প্রচার করবে। 

নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডে খেলাটি  Sky Sports সরাসরি সম্প্রচার করবে। 

দক্ষিন আফ্রিকা

দক্ষিন আফ্রিকাতে খেলাটি  the SuperSport network সরাসরি সম্প্রচার করবে। 

আমেরিকা যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে খেলাটি  Willow TV সরাসরি সম্প্রচার করবে। 

যুক্তরাজ্য

যুক্তরাজ্যে খেলাটি Sky Sports খেলাটি সরাসরি সম্প্রচার করবে। 

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে খেলাটি OSN Sports Cricket সরাসরি সম্প্রচার করবে। 

  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad