প্রযুক্তি

Type Here to Get Search Results !

এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ - SSC 2022 Result in Mobile

এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ - SSC 2022 Result in Mobile


এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ - SSC 2022 Result in Mobile

SSC 2022 Result: আগামীকাল ২৮ নভেম্বর প্রকাশ করা হবে এসএসসি পরীক্ষা ২০২২ এর ফলাফল। সহজে ফলাফল দেখার বেশ কয়েকটি পদ্ধতির কথা জানাতে এই পোস্ট। নিচে রেজাল্ট দেখার পদ্ধতিগুলো ভাল করে লক্ষ্য করুন।


SSC Result 2022 in Mobile

মোবাইলে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার উপায়

প্রথমে আপনার মোবাইলের SMS/Message অপশনে যান তারপর SMS বডিতে লেখুন SSC/Dakhil <Space> First 3 letters of your board name <Space> Your Roll Number <Space> 2022

উদাহারণ: SSC DHA 12345678 2022(alert-success)

এরপর To অপশনে 16222 নম্বরটি লিখে সেন্ড করুন। একটু অপেক্ষা করুন, ৫ থেকে ১০ সেকেন্ডের মধ্যে SSC 2022 Resutl - এসএসসি ২০২২ এর রেজাল্ট চলে আসবে।

নিচের ভিডিওটি দেখুন-



মনে রাখতে হবে টেলিটক সিম থেকে সবচেয়ে দ্রুত রেজাল্ট দেখায়। টেলিটক ছাড়া অন্য অপেরেটর হলে রেজাল্ট দেখাতে দেরি করে অনেক সময় ১দিন পরেও রেজাল্ট দেখাতে পারে। কাজেই টেলিটক সিম ছাড়া অন্য অপারেটর (রবি, গ্রামীনফোন, বাংলালিংক) এর সিম থেকে এসএমএস না করে টেলিটক সিম থেকে চেষ্টা করুন।


How to Check SSC Result Using Mobile SMS

It’s very easy to get your result by Mobile SMS. Go to your SMS option and type= SSC/Dakhil <Space> First 3 letters of your board name <Space> Your Roll Number <Space> 2022 and then send to 16222. In a very short time, you will get a return message with SSC Result 2022.


এসএসসি রেজাল্ট প্রি-রেজিস্ট্রেশন

SSC Result Pre – Registration System

আপনি আজই টেলিটক সিমে প্রি-রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। প্রি-রেজিস্ট্রেশন করে রাখলে অফিশিয়ালি রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে সংক্রিয় আপনার মোবাইলে চলে আসবে এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২।

ফলাফল প্রকাশের দিনে স্বাস্থ্য বিধি মেনে ঘরে থেকে সরাসরি আপনার মোবাইলে ফলাফল পেতে আপনার প্রিয় টেলিটক নাম্বার থেকে এখনি টাইপ করুনঃ

SSC<>Board Name<>Roll<>Year আর পাঠিয়ে দিন 16222 নাম্বার এ, যতবার খুশি ততবার। চার্জ প্রযোজ্য*


SSC 2022 Result in Mobile – মোবাইলে এসএসসি পরীক্ষা ২০২২ দেখার নিয়ম

Type= SSC <Space> First 3 letters of your board name <Space>Your Roll Number <Space> 2022 and then send to 16222.


Dakhil Exam Result 2022 in Mobile – দালিখ পরীক্ষার রেজাল্ট মোবাইলে

Type= Dakhil<Space>First 3 letters of your Madrasha  Education Board <Space> Your Roll Number <Space> 2022 and then send to 16222


Vocational Exam Result 2022 in Mobile

Type= SSC <Space> First 3 letters of your Technical Education Board <Space> Your Roll Number <Space> 2022 and then send to 16222.


সকল বোর্ডের সংক্ষিপ্ত নামের কোড

All the Education Board’s Short Code

  • Dhaka Board= DHA
  • Cumilla Board= CUM
  • Barisal Board= BAR
  • Sylhet Board= SYL
  • Chittagong Board= CHI
  • Jeshor Board= JES
  • Rajshahi Board= RAJ
  • Dinajpur Board= DIN
  • Madrasha Board=MAD
  • Technical Board= BTEB


দ্রুত এসিএসসি রেজাল্ট জানাতে আমাদের পেইজে জয়েন করুন

গ্রুপ লিঙ্কঃ ইভিশন বিডি https://web.facebook.com/evisionbd 


অনলাইনে এসএসসি পরীক্ষা ২০২২ এর রেজাল্ট

বিদ্যালয়ে গিয়ে এসএসসি পরীক্ষা রেজাল্ট দেখা সত্যি বিরক্তিকর একটি অভিজ্ঞতা। আপনি ঘরে বসে অনলাইনে ব্রাউজ করার মাধ্যমে সহজে আপনার রেজাল্ড দেখতে পারেন এবং মার্কসীট ডাউনলোড করতে পারেন। এই কাজটি আপনি মোবাইল বা কম্পিউটার যে কোন একটির মাধ্যমে করতে পারবেন।


SSC Result 2022 by Online – এসএসসি পরীক্ষার ফলাফল ২০২২

আপনি যদি মোবাইলে এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখতে আরামবোধ না করেন তাহলে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজ করুন নিচের নিয়মে। এসএসসি পরীক্ষার ফলাফল দেখার সবচেয়ে ভালো উপায় হলো অনলাইন ব্রাউজিং। শিক্ষাবোর্ডের নিজস্ব ওয়েব সাইটে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

SSC Result 2022 Link (Click Here)

উপরের লিংকে ক্লিক করলে আপনাকে একটি নতুন ওয়েভ পেইজে নিয়ে যাবে। নতুন ওয়েভ পেইজটি SSC Result 2022 প্রকাশের সরকারি ওয়েভ সাইট। এখানে আপনি নিচের ছবিটি অনুসরণ করে আপনার তথ্য দিন।

এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ - SSC 2022 Result in Mobile


আপনার তথ্য গুলো হলো

  • Examination: SSC/Dhakil
  • Year: 2022 Then select the option Exam Year
  • Board Name: Barisal/ Chittagong/ Comilla/ Dhaka/Dinajpur/ Jessore/ Mymensingh/ Rajshahi/ Sylhet/ Madrasah/ Technical/ DIBS(Dhaka)
  • SSC Roll Number:
  • SSC Reg: No.:
  • Type the Captcha:

And then press the submit button

মুহুর্তেয় চলে আসবে এসএসসি পরীক্ষা ২০২২ এর রেজাল্ট।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.