টি-২০ ক্রিকেট বিশ্বকাপ সেমি ফাইনাল কোথায় কখন
ক্রীড়া প্রেমিদের জন্য ২০২২ সাল চমৎকার একটি বছর। এই বছর আমরা এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট, টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এবং ২১ নভেম্বর থেকে বিশ্বকাপ ফুটবল। ভাবা যায়?
চলমান টি-২০ ক্রিকেট আসরের সুপার-১২ পর্ব
ইতোমধ্যে শেষ হয়েছে। সুপার-১২ পর্ব গ্রুপ-১ থেকে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড সবার আগে
সেমি ফাইনাল নিশ্চিত করেছে গত ৪ নভেম্বর। এরপর গত ৬ নভেম্বর রবিবার গ্রুপ-২ থেকে
সেমি ফাইনালে পৌঁছেছে ভারত ও পাকিস্তান।
নেদারল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে হারানোর
পর বাংলাদেশী দর্শক আশায় বুক বেঁধেছিল যে বাংলাদেশ হয়তো পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে
খেলবে। আশায় গুড়ে বালি। অন্তত বাংলাদেশী দর্শকদের এমন উচ্চাকাঙ্খা মানায় তা প্রমাণ
করেছে আমাদের ছেলেরা।
টি-২০ সেমি ফাইনাল কবে
সুপার-১২ পর্ব শেষ। বাংলাদেশীদের হৃদয়
ভাঙ্গলেও আমরা খেলা দেখবো। আগামী ৯ নভেম্বর ২০২২ প্রথম সেমি ফাইনাল এবং ১০ নভেম্বর
দ্বিতীয় সেমি ফাইনাল। দুটির একটি ম্যাচে বাংলাদেশকে মনে প্রাণে চেয়েছিল বাংলাদেশের
ক্রিকেট পাগল দর্শকরা।
টি-২০ ক্রিকেট বিশ্বকাপ সেমি ফাইনালে কে কার সাথে খেলবে
প্রথম সেমি ফাইনালে লড়াই করবে নিউজিল্যান্ড
বনাম পাকিস্তান। দ্বিতীয় সেমি ফাইনালে লড়াই করবে ভারত বনাম ইংল্যান্ড। নিউজিল্যান্ড
বনাম পাকিস্তান খেলাটি অনুষ্ঠিত হবে ৯ নভেম্বর বুধবার এবং ভারত বনাম ইংল্যান্ড
খেলাটি ১০ নভেম্বর বৃহস্পতিবার।
টি-২০ সেমি ফাইনাল কোথায় হবে
টি-২০ বিশ্বকাপের দুটির ম্যাচের মধ্যে নিউজিল্যান্ড
বনাম পাকিস্তান খেলাটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার সিডনিতে। সিডনি ক্রিকেট গ্রাউন্ড
থেকে খেলাটি সরাসরি সম্প্রচার করা হবে।
সেমি ফাইনালের ২য় ম্যাচ বা ভারত বনাম ইংল্যান্ড
খেলাটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার এডেলেডে স্টেডিয়াম থেকে।
টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনাল কিভাবেদেখবেন
সেমি ফাইনাল লাইভ খেলা গাজী টিভিতে সরসারি সম্প্রচার করবে। আপনি যদি টিভিতে খেলা দুটি দেখার মনস্থির করলে বাংলাদেশ থেকে গাজী টিভিতে নজর রাখুন। ভারত, নেপাল, মালদ্বীপ, ভুটান, শ্রীলংকা থেকে দেখতে চাইলে স্টারস্পোর্ট নেটওয়ারক টিভিতে নজর রাখুন। বাংলাদেশের স্ট্রিমিং মোবাইল এ্যাপ্লিকেশন Rabbitehole খেলাটিরি স্ট্রিমিং করবে। তাদের সেট কার নির্দিষ্ট প্যাকেজ থেকে যে কোন একটি পরিশোধ করে খেলাটি আপনি মোবাইল থেকে দেখতে পারবেন। ভারত থেকে ম্যাচের লাইভ স্ট্রিমিং ডিজনি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে।
টি-২০ বিশ্বকাপ কোন দেশের কোন টিভিতে সম্প্রচার করছে এক নজর দেখে নিন
এলাকা/দেশ | টিভি চ্যানেল | অনলাইন মাধ্যম |
---|---|---|
India | Star Network | Disney+ Hotstar |
Nepal, Bhutan, Sri Lanka, Maldives | Star Network | N/A |
Pakistan | PTV & ARY Digital Networks | TBC |
Bangladesh | Gazi TV | Rabbithole |
Canada | Times Internet (Willow) | Hotstar |
USA | Times Internet (Willow) | ESPN+ |
USA, Central & South America and Mexico | N/A | ESPN+ |
Caribbean | ESPN | ESPN |
United Kingdom | Sky Sports | Sky Sports |
Sub Saharan Africa | SuperSport | SuperSport |
Singapore | StarHub | StarHub |
Malaysia | Astro | Yupp TV |
Hong Kong | Now TV | Now TV, Yupp TV |
Australia | Fox Sports | Kayo |
New Zealand | Sky Sport | Sky Sport |
PNG, Fiji & Pacific Islands | PNG Digicel | PNG Digicel |
Rest of the World(Continental Europe, SE Asia & Central /South America) | N/A | Yupp TV |
Continental Europeand SEA | NA | YuppTV |
Caribbean | ESPN | ESPN |
এবারের টি-২০ বিশ্বকাপে সুপার ১২ গ্রুপ ১-এর
শীর্ষে নিউজিল্যান্ড। ৫ ম্যাচ খেলে ৭ পয়েন্ট পেয়েছে কিউয়িরা। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডও
৫ ম্যাচ খেলে ৭ পয়েন্ট পেয়েছে। কিন্তু রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে নিউজিল্যান্ড। এই
গ্রুপে তৃতীয় স্থানে শেষ করা অস্ট্রেলিয়াও ৫ ম্যাচ খেলে ৭ পয়েন্ট পেয়েছে। তবে নেট রান
রেটে পিছিয়ে থাকাতেই সেমি ফাইনালে যেতে পারল না গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
সুপার ১২ গ্রুপ ২-এর শীর্ষে ভারতীয় দল। ৫ ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেয়েছে ভারত। সুপার ১২-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে যায় ভারত। বাকি চারটি ম্যাচেই জয় পান রোহিত শর্মা, বিরাট কোহলিরা। পাকিস্তান প্রথম ২ ম্যাচ হেরে গেলেও, শেষ ৩ ম্যাচ জিতে শেষ চারের যোগ্যতা অর্জন করে।
Post a Comment
0 Comments