প্রযুক্তি

Type Here to Get Search Results !

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা - Argentina Vs. Australia Live FIFA World Cup 2022

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা - Argentina Vs. Australia Live FIFA World Cup 2022

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা - Argentina Vs. Australia Live FIFA World Cup 2022

Round-16

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা: বিশ্বকাপ আসরের সবচেয়ে বড় পর্বটা শেষ হলো ব্রাজিল বনাম ক্যামেরুনের ম্যাচের মধ্য দিয়ে। শুরু হলো রাউন্ড-১৬। প্রথম দিনে মাঠে নামছে ৪টি দল। এক দিকে নেদারল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র অপর দিকে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া। আর্জেন্টিনা বনাম ম্যাচটি শুরু হবে আজ রাত ১টায়। 


আরো পড়ুন>> বিশ্বকাপফুটবল ২০২২ পূর্ণাঙ্গ সময়সূচী (বাংলাদেশ সময়) PDF Download

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ২০২২ আপডেট

গ্রুপ পর্বে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে আর্জেন্টিাকে কেউ ভাবতে পারেনি এভাবে ঘোরে দাঁড়াবে। এরপর গ্রুপ পর্বের ২টি ম্যাচে টানা জয় নিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েই রাউন্ড-১৬ তে তারা। আজ মোকাবেলা করবে অস্ট্রেলিয়ার।
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরমেন্স যদি পর্যালোচনা করি, তহালে দেখা যায়- আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে ভালো খেলেও জয় পায়নি সৌদি আরবের বিপক্ষে। ২য় ম্যাচে তারা ভালো খেলেই জয় পেয়েছে মেক্সিকোর বিরুদ্ধে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিততেই হতো আর্জেন্টিনাকে। এই ম্যাচটিতে তাদের যে পারফরম্যান্সে এভাবে খেলতে পারলে এবারের বিশ্বকাপ তাদের ঘরেই যাবে। 

অস্ট্রেলিয়া ফান্সের সাথে ৪-১ গোলে হেরে যায় তাদের প্রথম ম্যাচে। পরের ম্যাচে তিউনেশিয়াকে ১ গোল দিয়ে ম্যাচ জিতে তারা। ডেনমার্ক বনাম অস্ট্রেলিয়া ম্যাচটিতে অস্ট্রেলিয়া জয় পায় এইকই ফলাফল ১-০ ব্যবধানে। 
  

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা স্মরণীকা

  • দেশ বনাম দেশ: আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া
  • সময়: ০৩/১২/২০২২ইং, রাত ১টা


ফিফা বিশ্বকাপে আজকের (০৩/১২/২০২২) ২টি ম্যাচ

  • নেদারল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র (রাত ৯টা।)
  • আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া (রাত ১টা)

 

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা কোথায় দেখবেন

বিশ্বকাপ ফুটবল ২০২২ এর প্রতিটি ম্যাচ বাংলাদেশের ১টি সরকারি টিভি চ্যানেলসহ মোট ৩টি চ্যানেলে সরাসরি সম্প্রচার করছে। আপনি যদি আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ ম্যাচ টি টিভিতে দেখতে চান সেক্ষেত্রে BTV, Gazi TV অথবা T-Sports চ্যানেলে দেখতে পারবেন।


টিভিতে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা

  • বাংলাদেশ: BTV, Gazi TV, T-Sports
  • ভারত: Sports18, Sports18 HD, Sony TV Networks
  • পাকিস্তান: ARY Digital Network
  • নেপাল: Media Hub Private Limited
  • ভারতীয় উপমহাদেশ: Sony Network
  • সৌদি আরব: beIN Sports (TV & App)

 

অন্যান্য দেশে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ দেখার মাধ্যম

দেশ/অঞ্চল সম্প্রচার টিভি/মাধ্যম
Afghanistan  ABU Asia Pacific Broadcasting Union
Argentina  TyC Sports
Armenia AMPTV
Australia  SBS, Fox Sports, SEN
Austria  ORF, ServusTV
Bangladesh  Gazi TV, T-Sports
Brazil  TV Globo
Canada  CTV, TSN, RDS (Bell Media)
Central Asia  Saran Media
China  CCTV, Migu
Europe  EBU (RTSH-Radiotelevisioni Shqiptar)
France  TF1, beIN Sports
Germany  ARD, ZDF, Deutsche Telekom
Hong Kong  PCCW
India & its Subcontinent  Sony Network
Indonesia  Klikdaily, Emtek
Ireland  RTÉ
Italy  RAI
Japan  Dentsu Inc
Nepal  Media Hub Private Limited
Pakistan  ARY Digital Network
South Korea  SBS, KBS, MBC
South America  DirecTV Latin America
Spain  Mediapro, RTVE
United States  Fox Sports, Telemundo, Fútbol de Primera
UK  BBC, ITV, talkSPORT


আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ কম্পিউটার বা ল্যাপটপে

কম্পিউটার বা লেপটপে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া খেলা বা বিশ্বকাপের যে কোন খেলা দেখার সবচেয়ে ভালো উপায় হলো অনলাইন স্টিমিং লিংক। কিছু কিছু স্পোর্টস অনলাইন সাইট আছে যেগুলোতে খুব ভালো মানের ছবি সরাসরি ব্রডকাস্ট করে। অনলাইনে খেলা দেখার একটি অসুবিধা হলো খেলা কমপক্ষে মিনিট পিছিয়ে চলে অপর অসুবিধাটি হলো স্ট্রিমিং আটকে যাওয়া। নেটওয়ার্কের আপ-ডাউন হলেও লাইভ স্ট্রিমিং আটকে যায়। তবে আমরা চেষ্টা করেছি সবচেয়ে ভালো মানের স্ট্রিমিং লিংকগুলো সংগ্রহ করতে। নিচে দুটি স্ট্রিমিং লিংক দেওয়া হলো, চেষ্টা করে দেখতে পারেন।

 

 

মোবাইলে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা

বাংলাদেশী মোবাইল এপস Toffee তে সবচেয়ে ভালো মানের স্ট্রিম সম্প্রচারিত হচ্ছে ফিফা বিশ্বকাপ। কোন প্রকার বাপারিং ছাড়াই ফিফা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ Toffee তে দেখা যাচ্ছে। Toffee খেলা দেখার দুটি উপায় আছে একটি ফ্রি অপরটি প্রিমিয়াম। ফ্রি এবং প্রিমিয়াম দুই এর মধ্যে কোন পার্থক্য নাই। প্রিমিয়ামে শুধু মাত্র এডভার্টাইসম্যান্ট বা এডস দেখায় না। অপর দিকে ফ্রি ভার্সনে ১০ সেকেন্ডের জন্য একটা এড দেখায় তাও খেলা শুরু হওয়ার আগে এবং পরে। কাজেই আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা দেখার জন্য টিভির পরে প্রথম পছন্দ হবে Toffee Application.

ভারত থেকে যারা মোবাইলে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া খেলার লাইভ দেখার কথা ভাবছেন তাদের জন্য JioCinema মোবাইল এপ সমাধান। প্লে স্টোর থেকে JioCinema এপসটি ডাউনলোড করে তারপর আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া খেলাটি উপভোগ করুন।

 

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা - Argentina Vs. Australia Live FIFA World Cup 2022
Toffee App

Toffee তে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা

আপনার মোবাইলে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া খেলাটি দেখতে চাইলে আপনার মোবাইলের এপস স্টোর Play Store খুলে Toffee লিখে সার্চ দিলে নিচের ছবির মতো একটি এপ্লিকেশন সফটওয়্যার দেখতে পাবেন। এপ্লিকেশনটির নিচে Install লেখা বাটনে ক্লিক করুন। 

Install বাটনে ক্লিক করার সাথে সাথে ইন্সটলেশন প্রসেস শুরু হবে। প্রসেস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ইন্সটল হয়ে গেলে Open বাটনে ক্লিক করুন। এরপর নিচের ছবিতে লাল দাগ দিয়ে চিহ্নিত বাটনে ক্লিক করে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ ম্যাচ সহ বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচগুলো উপভোগ করুন।

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা - Argentina Vs. Australia Live FIFA World Cup 2022


Toffee App অথবা JioCinema সরাসরি ডাউনলোড নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।

 

Toffee Download(download)

JioCinema Download(download)

 



Toffee এবং JioCinema ছাড়াও নিচের এ্যাপস গুলোর মাধ্যমেও বিশ্বকাপের সবগুলো ম্যাচ লাইভ স্ট্রিমিং মোবাইলে দেখতে পারবেন। এ্যাপসগুলো গুগল সার্চ করে ডাউনলোড করতে হবে।

 

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা দেখার সকল মোবাইল এ্যাপস

  • 𝗛𝗱𝘀𝘁𝗿𝗲𝗺𝘇
  • 𝘆𝗲𝗮𝗰𝗶𝗻𝗲 𝗮𝗿𝗮𝗯𝗶𝗰
  • 𝗧𝗼𝗳𝗳𝗲𝗲 (𝗽𝗮𝗶𝗱)
  • 𝗕𝗱𝗽𝗹𝗲𝘅 (𝗽𝗮𝗶𝗱)
  • 𝗦𝗽𝗼𝗿𝘁𝘇𝗳𝘆
  • 𝘆𝗮𝗹𝗹𝗮𝘀𝗵𝗼𝗼𝘁
  • 𝗬𝗼𝗿𝗮 𝗳𝗼𝗼𝘁𝗯𝗮𝗹𝗹
  • 𝗙𝗼𝗼𝘁𝗯𝗮𝗹𝗹 𝘁𝘃 𝗵𝗱
  • 𝗗𝗼𝗿𝗮 𝗧𝘃
  • 𝗕𝗶𝗻𝗴𝗲
  • 𝗟𝗲𝗽𝘁𝗼 𝗦𝗽𝗼𝗿𝘁𝘀
  • 𝗕𝗲𝗶𝗻 𝗦𝗽𝗼𝗿𝘁𝘀
  • 𝗙𝗼𝗼𝘁𝗯𝗮𝗹𝗹 𝗥𝗼𝗰𝗸𝗲𝗿 𝗮𝗽𝗽
  • 𝗩𝗲𝗹𝗸𝗶
  • 𝗙𝗹𝗲𝘅𝟯𝟲𝟱.𝘁𝘃 (𝗽𝗮𝗶𝗱) (𝗰𝗼𝘂𝗽𝗼𝗻 𝗰𝗼𝗱𝗲: 𝗮𝗻𝗶𝗸𝟱𝟬)
  • 𝗟𝗶𝘃𝗲 𝗡𝗲𝘁 𝗧𝘃
  • 𝗕𝗶𝘀𝘄𝗮𝘀 𝘁𝘃 (𝗽𝗮𝗶𝗱)
  • 𝗙𝗿𝗲𝗲 𝗵𝗶𝘁
  • 𝗢𝘀𝘁𝗼𝗿𝗮 𝗧𝗩
  • 𝗠𝘅 𝗽𝗹𝗮𝘆𝗲𝗿

 

ফুটবল র‌্যাংকিং এ আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া

আর্জেন্টিনা: ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০০৭ সালের মার্চ মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (১ম) অর্জন করে এবং ১৯৯৬ সালের আগস্ট মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ২৪তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে আর্জেন্টিনার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১ম (যা তারা সর্বপ্রথম ১৯০২ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২৬।

অস্ট্রেলিয়া: ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১৪তম) অর্জন করে এবং ২০১৪ সালের নভেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১০২তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৯ম (যা তারা ২০০১ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৭৫।


ফুটবলে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া সফলতা

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল:

বিশ্বকাপ

  • অংশগ্রহণ: ১৭ (১৯৩০-এ প্রথম)
  • সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৭৮, ১৯৮৬)

কোপা আমেরিকা

  • অংশগ্রহণ: ৪৩ (১৯১৬-এ প্রথম)
  • সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯২১, ১৯২৫, ১৯২৭, ১৯২৯, ১৯৩৭, ১৯৪১, ১৯৪৫, ১৯৪৬, ১৯৪৭, ১৯৫৫, ১৯৫৭, ১৯৫৯, ১৯৯১, ১৯৯৩, ২০২১)

প্যানআমেরিকান চ্যাম্পিয়নশিপ

  • অংশগ্রহণ: ২ (১৯৫৬-এ প্রথম)
  • সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৬০)

ইন্টারকন্টিনেন্টাল কাপ অফ নেশন্স

  • অংশগ্রহণ: ১ (১৯৯৩-এ প্রথম)
  • সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৯৩)

কনফেডারেশন্স কাপ

  • অংশগ্রহণ: ৩ (১৯৯২-এ প্রথম)
  • সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৯২)

 

অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দল:

বিশ্বকাপ

  • অংশগ্রহণ: ৫ (১৯৭৪-এ প্রথম)
  • সেরা সাফল্য: ১৬ দলের পর্ব (২০০৬)

এএফসি এশিয়ান কাপ

  • অংশগ্রহণ: ৪ (২০০৭-এ প্রথম)
  • সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (২০১৫)

ওএফসি নেশন্স কাপ

  • অংশগ্রহণ: ৬ (১৯৮০-এ প্রথম)
  • সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৮০, ১৯৯৬, ২০০০, ২০০৪)

কোপা আমেরিকা

  • অংশগ্রহণ: ১ (২০২১-এ প্রথম)

কনফেডারেশন্স কাপ

  • অংশগ্রহণ: ৪ (১৯৯৭-এ প্রথম)
  • সেরা সাফল্য: রানার-আপ (১৯৯৭)

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া হেড টু হেড পরিসংখ্যান

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া আজকের ম্যাচটি ৮ম ম্যাচ। এর আগে ৭ বারের দেখায় ৫ বার জয় পায় আর্জেন্টিনা, একটি ম্যাচ ড্র হয় এবং বাকি ম্যাচটি অস্ট্রেলিয়া জিতেছিল ১৯৮৮ সালে ৪-১ গোল ব্যবধানে।  


আর্জেন্টিনা বিশ্বকাপ স্কোয়াড ২০২২

  • GK: Emi Martinez (Aston Villa)
  • GK: Franco Armani (River Plate)
  • GK: Geronimo Rulli (Villarreal)
  • DF: Marcos Acuna (Sevilla)
  • DF: Juan Foyth (Villarreal)
  • DF: Lisandro Martinez (Manchester United)
  • DF: Nicolas Tagliafico (Lyon)
  • DF: Cristian Romero (Tottenham)
  • DF: Nicolas Otamendi (Benfica)
  • DF: Nahuel Molina (Atletico Madrid)
  • DF: Gonzalo Montiel (Sevilla)
  • DF: German Pezzella (Real Betis)
  • MF: Angel Di Maria (Juventus)
  • MF: Leandro Paredes (Juventus)
  • MF: Rodrigo De Paul (Atletico Madrid)
  • MF: Alexis Mac Allister (Brighton)
  • MF: Enzo Fernandez (Benfica)
  • MF: Exequiel Palacios (Bayer Leverkusen)
  • MF: Guido Rodriguez (Real Betis)
  • FW: Lionel Messi (PSG)
  • FW: Lautaro Martinez (Inter Milan)
  • FW: Paulo Dybala (Roma)
  • FW: Angel Correa (Atletico Madrid)
  • FW: Julian Alvarez (Manchester City)
  • FW: Thiago Almada (Atlanta United)
  • FW: Alejandro Gomez (Sevilla) 

অস্ট্রেলিয়া বিশ্বকাপ স্কোয়াড ২০২২

  • GK: Mat Ryan (Copenhagen)
  • GK: Andrew Redmayne (Sydney FC)
  • GK: Danny Vukovic (Central Coast Mariners) 
  • DF: Milos Degenek (Columbus Crew)
  • DF: Fran Karacic (Brescia)
  • DF: Nathaniel Atkinson (Hearts)
  • DF: Bailey Wright (Sunderland)
  • DF: Aziz Behich (Dundee United)
  • DF: Kye Rowles (Hearts)
  • DF: Harry Souttar (Stoke City)
  • DF: Joel King (OB)
  • DF: Thomas Deng (Albirex Niigata) 
  • MF: Ajdin Hrustic (Verona)
  • MF: Aaron Mooy (Celtic)
  • MF: Riley McGree (Middlesbrough)
  • MF: Jackson Irvine (St. Pauli)
  • MF: Keanu Baccus (St Mirren) 
  • MF: Cameron Devlin (Hearts) 
  • FW: Martin Boyle (Hibernian)
  • FW: Mathew Leckie (Melbourne City)
  • FW: Jamie Maclaren (Melbourne City)
  • FW: Awer Mabil (Cadiz)
  • FW: Mitchell Duke (Fagiano Okayama)
  • FW: Craig Goodwin (Adelaide United)
  • FW: Jason Cummings (Central Coast Mariners) 
  • FW: Garang Kuol (Central Coast Mariners) 

 

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা ইউরোপ

ইউরোপ (ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন): আলবেনিয়া, আর্মেনিয়া, অস্ট্রিয়া, আজারবাইজান, বেলারুশ, বেলজিয়াম, বসনিয়া-হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া; জর্জিয়া, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইসরায়েল, কাজাখস্তান, কসোভো, লাটভিয়া, লিচেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মেসিডোনিয়া, মাল্টা, মলদোভা, মন্টিনিগ্রো, নেদারল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র; রোমানিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, তুরস্ক, ইউক্রেন।

 

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া সরাসরি সম্প্রচার মধ্যপ্রচ্য উত্তর আফ্রিকা

মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকার দেশ (beIN স্পোর্টস): আলজেরিয়া, বাহরাইন, চাদ, ডিজিবুতি, মিশর, ইরান, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মরক্কো ফিলিস্তিন অঞ্চল, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, সিরিয়া, তিউনিসিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন; -এক্সক্লুসিভ: চাদ, ডিজিবুতি, মৌরিতানিয়া, সোমালি, সুদান।

 

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা সাব-সাহারান

সাব-সাহারান আফ্রিকা (সুপারস্পোর্ট, নিউ ওয়ার্ল্ড টিভি, আরএফআই - রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল): অ্যাঙ্গোলা, বেনিন, বতসোয়ানা, বুরকিনা ফাসো, বুরুন্ডি, ক্যামেরুন, কেপ ভার্দে, আফ্রিকান প্রজাতন্ত্র, কমোরোস, কঙ্গো, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, নিরক্ষীয় গিনি, ইরিত্রিয়া , ইথিওপিয়া, গ্যাবন, গাম্বিয়া, ঘানা, গিনি, গিনি-বিসাউ, আইভরি কেনিয়া, লেসোথো, লাইবেরিয়া, মাদাগাস্কার, মালাউই, মালি, মরিশাস, মায়োট, মোজাম্বিক, নামিবিয়া, নাইজার, নাইজেরিয়া, রিইউনিয়ন, রুয়ান্ডা, সাও টোমে সেন এবং প্রিন্স সেশেলস, সিয়েরা লিওন, সোকোট্রা, দক্ষিণ আফ্রিকা, সেন্ট হেলেনা এবং অ্যাসেনশন, সোয়াজিল্যান্ড, তানজানিয়া, টোগো, উগান্ডা, জাম্বিয়া, জানজিবার, জিম্বাবুয়ে, -এক্সক্লুসিভ: চাদ, জিবুতি, মৌরিতানিয়া, সোমালিয়া (সোমালিল্যান্ড), দক্ষিণ সুদান এবং সুদান।

 

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা দক্ষিণ আমেরিকা

দক্ষিণ আমেরিকা (DirecTV ল্যাটিন আমেরিকা): আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা, প্যারাগুয়ে, পেরু, ডোমিনিকান প্রজাতন্ত্র, উরুগুয়ে।

 

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা ওশেনিয়া

ওশেনিয়া (ডিজিসেল, এফবিসি): আমেরিকান সামোয়া, কুক দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়ার ফেডারেটেড স্টেটস, ফিজি, ফ্রেঞ্চ পলিনেশিয়া, ফুটুনা দ্বীপ, কিরিবাতু (গিলবার্ট দ্বীপপুঞ্জ), নাউরু, নিউ ক্যালেডোনিয়া, নিউ, পাপুয়া নিউ গিনি, সামোয়ান দ্বীপপুঞ্জ, সলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা , টুভালু (পূর্বে এলিস দ্বীপ), ভানুয়াতু, ওয়ালিস দ্বীপ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.