প্রযুক্তি

Type Here to Get Search Results !

Round 16: নেদারল্যান্ডস বনাম (USA) মার্কিনা যুক্তরাষ্ট্র লাইভ খেলা - Netherlands Vs. USA Live World Cup 2022

Round 16: নেদারল্যান্ডস বনাম (USA) মার্কিনা যুক্তরাষ্ট্র লাইভ খেলা - Netherlands Vs. USA Live World Cup 2022

Round 16: নেদারল্যান্ডস বনাম মার্কিনা যুক্তরাষ্ট্র লাইভ খেলা - Netherlands Vs. USA Live World Cup 2022

নেদারল্যান্ডস বনাম (USA) মার্কিনা যুক্তরাষ্ট্র লাইভ খেলা: দেখতে দেখতে শেষ হয়ে গেলো কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ৩২ দলের ৪৮টি খেলা। এবার শুরু বাঁচা মরার লড়াই। ডু অর ডাই। জিতলে সমনে না জিতলে ঘরে ফিরে যাওয়ার পালা। আজ ৩ ডিসেম্বর ২০২২ রাউন্ড-১৬ পর্বের ২টি ম্যাচ প্রথম ম্যাচে প্রতিদন্ধিতা করবে নেদারল্যান্ডস বনাম (USA) মার্কিনা যুক্তরাষ্ট্র। তিন বারের ফােইনাল খেলে প্রতিবারই রানার আপ হওয়া দল নেদারল্যান্ডস কি পারবে কোয়ার্টার ফাইনালে যেতে?

নেদারল্যান্ডস বনাম (USA) মার্কিনা যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ২০২২ আপডেট

এ-গ্রুপের সেরা হয়ে রাউন্ড ১৬ নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। গ্রুপ পর্বের মোট তিনট ম্যাচে নেদারল্যান্ডস কোন ম্যাচ না হেরে মোট ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা। গ্রুপ রাউন্ডে নেদারল্যান্ড ইকুয়েডরের সাথে ১-১ গোলে ড্র করেছিল। ফেলে আসা রাউন্ডে নেদারল্যান্ড মোট গোল আদায় করেছে ৫টি এবং গোল হজম করেছে মাত্র ১টি। 

এদিকে বি-গ্রুপে গ্রুপে দ্বিতীয় অবস্থানে থেকে রাউন্ড-১৬ খেলতে েএসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রুপ রাউন্ডের ৩ ম্যাচে কোন ম্যাচ না হেরে ৫ পয়েন্ট নিয়ে রাউন্ড-১৬ নিশ্চিত করে আমেরিকা যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র একটি ম্যাচ জিতে এবং বাকি দুটি ম্যাচ ড্র করে। USA মোট গোল আদায় করেছে ২টি এবং গোল হজম করেছে ১টি। 

 

নেদারল্যান্ডস বনাম মার্কিন যুক্তরাষ্ট্র লাইভ খেলা স্মরণীকা

  • দেশ বনাম দেশ: নেদারল্যান্ডস বনাম আমেরিকা
  • সময়: ০৩/১২/২০২২ইং, রাত ৯টা

 

ফিফা বিশ্বকাপে আজকের (০৩/১২/২০২২) ২টি ম্যাচ

  • নেদারল্যান্ডস বনাম (USA) মার্কিনা যুক্তরাষ্ট্র: রাত ৯টা
  • আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া: রাত ১টা

 

নেদারল্যান্ডস বনাম (USA) মার্কিনা যুক্তরাষ্ট্র লাইভ খেলা কোথায় দেখবেন

বিশ্বকাপ ফুটবল ২০২২ এর প্রতিটি ম্যাচ বাংলাদেশের ১টি সরকারি টিভি চ্যানেলসহ মোট ৩টি চ্যানেলে সরাসরি সম্প্রচার করছে। আপনি যদি নেদারল্যান্ডস বনাম (USA) মার্কিনা যুক্তরাষ্ট্র লাইভ ম্যাচ টি টিভিতে দেখতে চান সেক্ষেত্রে BTV, Gazi TV অথবা T-Sports চ্যানেলে দেখতে পারবেন।


টিভিতে নেদারল্যান্ডস বনাম (USA) মার্কিনা যুক্তরাষ্ট্র লাইভ খেলা

  • বাংলাদেশ: BTV, Gazi TV, T-Sports
  • ভারত: Sports18, Sports18 HD, Sony TV Networks
  • পাকিস্তান: ARY Digital Network
  • নেপাল: Media Hub Private Limited
  • ভারতীয় উপমহাদেশ: Sony Network
  • সৌদি আরব: beIN Sports (TV & App)

 

অন্যান্য দেশে নেদারল্যান্ডস বনাম (USA) মার্কিনা যুক্তরাষ্ট্র লাইভ দেখার মাধ্যম

দেশ/অঞ্চল সম্প্রচার টিভি/মাধ্যম
Afghanistan  ABU Asia Pacific Broadcasting Union
Argentina  TyC Sports
Armenia AMPTV
Australia  SBS, Fox Sports, SEN
Austria  ORF, ServusTV
Bangladesh  Gazi TV, T-Sports
Brazil  TV Globo
Canada  CTV, TSN, RDS (Bell Media)
Central Asia  Saran Media
China  CCTV, Migu
Europe  EBU (RTSH-Radiotelevisioni Shqiptar)
France  TF1, beIN Sports
Germany  ARD, ZDF, Deutsche Telekom
Hong Kong  PCCW
India & its Subcontinent  Sony Network
Indonesia  Klikdaily, Emtek
Ireland  RTÉ
Italy  RAI
Japan  Dentsu Inc
Nepal  Media Hub Private Limited
Pakistan  ARY Digital Network
South Korea  SBS, KBS, MBC
South America  DirecTV Latin America
Spain  Mediapro, RTVE
United States  Fox Sports, Telemundo, Fútbol de Primera
UK  BBC, ITV, talkSPORT


নেদারল্যান্ডস বনাম (USA) মার্কিনা যুক্তরাষ্ট্র লাইভ কম্পিউটার বা ল্যাপটপে

কম্পিউটার বা লেপটপে নেদারল্যান্ডস বনাম (USA) মার্কিনা যুক্তরাষ্ট্র খেলা বা বিশ্বকাপের যে কোন খেলা দেখার সবচেয়ে ভালো উপায় হলো অনলাইন স্টিমিং লিংক। কিছু কিছু স্পোর্টস অনলাইন সাইট আছে যেগুলোতে খুব ভালো মানের ছবি সরাসরি ব্রডকাস্ট করে। অনলাইনে খেলা দেখার একটি অসুবিধা হলো খেলা কমপক্ষে মিনিট পিছিয়ে চলে অপর অসুবিধাটি হলো স্ট্রিমিং আটকে যাওয়া। নেটওয়ার্কের আপ-ডাউন হলেও লাইভ স্ট্রিমিং আটকে যায়। তবে আমরা চেষ্টা করেছি সবচেয়ে ভালো মানের স্ট্রিমিং লিংকগুলো সংগ্রহ করতে। নিচে দুটি স্ট্রিমিং লিংক দেওয়া হলো, চেষ্টা করে দেখতে পারেন।

 

 

মোবাইলে নেদারল্যান্ডস বনাম (USA) মার্কিনা যুক্তরাষ্ট্র লাইভ খেলা

বাংলাদেশী মোবাইল এপস Toffee তে সবচেয়ে ভালো মানের স্ট্রিম সম্প্রচারিত হচ্ছে ফিফা বিশ্বকাপ। কোন প্রকার বাপারিং ছাড়াই ফিফা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ Toffee তে দেখা যাচ্ছে। Toffee খেলা দেখার দুটি উপায় আছে একটি ফ্রি অপরটি প্রিমিয়াম। ফ্রি এবং প্রিমিয়াম দুই এর মধ্যে কোন পার্থক্য নাই। প্রিমিয়ামে শুধু মাত্র এডভার্টাইসম্যান্ট বা এডস দেখায় না। অপর দিকে ফ্রি ভার্সনে ১০ সেকেন্ডের জন্য একটা এড দেখায় তাও খেলা শুরু হওয়ার আগে এবং পরে। কাজেই নেদারল্যান্ডস বনাম (USA) মার্কিনা যুক্তরাষ্ট্র লাইভ খেলা দেখার জন্য টিভির পরে প্রথম পছন্দ হবে Toffee Application.

ভারত থেকে যারা মোবাইলে নেদারল্যান্ডস বনাম (USA) মার্কিনা যুক্তরাষ্ট্র খেলার লাইভ দেখার কথা ভাবছেন তাদের জন্য JioCinema মোবাইল এপ সমাধান। প্লে স্টোর থেকে JioCinema এপসটি ডাউনলোড করে তারপর নেদারল্যান্ডস বনাম (USA) মার্কিনা যুক্তরাষ্ট্র খেলাটি উপভোগ করুন।

 

Toffee তে নেদারল্যান্ডস বনাম (USA) মার্কিনা যুক্তরাষ্ট্র লাইভ খেলা

আপনার মোবাইলে নেদারল্যান্ডস বনাম (USA) মার্কিনা যুক্তরাষ্ট্র খেলাটি দেখতে চাইলে আপনার মোবাইলের এপস স্টোর Play Store খুলে Toffee লিখে সার্চ দিলে নিচের ছবির মতো একটি এপ্লিকেশন সফটওয়্যার দেখতে পাবেন। এপ্লিকেশনটির নিচে Install লেখা বাটনে ক্লিক করুন।

 

Round 16: নেদারল্যান্ডস বনাম (USA) মার্কিনা যুক্তরাষ্ট্র লাইভ খেলা - Netherlands Vs. USA Live World Cup 2022
Toffee App

Install বাটনে ক্লিক করার সাথে সাথে ইন্সটলেশন প্রসেস শুরু হবে। প্রসেস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ইন্সটল হয়ে গেলে Open বাটনে ক্লিক করুন। এরপর নিচের ছবিতে লাল দাগ দিয়ে চিহ্নিত বাটনে ক্লিক করে নেদারল্যান্ডস বনাম আমেরিকা লাইভ ম্যাচ সহ বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচগুলো উপভোগ করুন।

Round 16: নেদারল্যান্ডস বনাম (USA) মার্কিনা যুক্তরাষ্ট্র লাইভ খেলা - Netherlands Vs. USA Live World Cup 2022


Toffee App অথবা JioCinema সরাসরি ডাউনলোড নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।

 

Toffee Download(download)

JioCinema Download(download)

 



Toffee এবং JioCinema ছাড়াও নিচের এ্যাপস গুলোর মাধ্যমেও বিশ্বকাপের সবগুলো ম্যাচ লাইভ স্ট্রিমিং মোবাইলে দেখতে পারবেন। এ্যাপসগুলো গুগল সার্চ করে ডাউনলোড করতে হবে।

 

নেদারল্যান্ডস বনাম আমেরিকা লাইভ খেলা দেখার সকল মোবাইল এ্যাপস

  • 𝗛𝗱𝘀𝘁𝗿𝗲𝗺𝘇
  • 𝘆𝗲𝗮𝗰𝗶𝗻𝗲 𝗮𝗿𝗮𝗯𝗶𝗰
  • 𝗧𝗼𝗳𝗳𝗲𝗲 (𝗽𝗮𝗶𝗱)
  • 𝗕𝗱𝗽𝗹𝗲𝘅 (𝗽𝗮𝗶𝗱)
  • 𝗦𝗽𝗼𝗿𝘁𝘇𝗳𝘆
  • 𝘆𝗮𝗹𝗹𝗮𝘀𝗵𝗼𝗼𝘁
  • 𝗬𝗼𝗿𝗮 𝗳𝗼𝗼𝘁𝗯𝗮𝗹𝗹
  • 𝗙𝗼𝗼𝘁𝗯𝗮𝗹𝗹 𝘁𝘃 𝗵𝗱
  • 𝗗𝗼𝗿𝗮 𝗧𝘃
  • 𝗕𝗶𝗻𝗴𝗲
  • 𝗟𝗲𝗽𝘁𝗼 𝗦𝗽𝗼𝗿𝘁𝘀
  • 𝗕𝗲𝗶𝗻 𝗦𝗽𝗼𝗿𝘁𝘀
  • 𝗙𝗼𝗼𝘁𝗯𝗮𝗹𝗹 𝗥𝗼𝗰𝗸𝗲𝗿 𝗮𝗽𝗽
  • 𝗩𝗲𝗹𝗸𝗶
  • 𝗙𝗹𝗲𝘅𝟯𝟲𝟱.𝘁𝘃 (𝗽𝗮𝗶𝗱) (𝗰𝗼𝘂𝗽𝗼𝗻 𝗰𝗼𝗱𝗲: 𝗮𝗻𝗶𝗸𝟱𝟬)
  • 𝗟𝗶𝘃𝗲 𝗡𝗲𝘁 𝗧𝘃
  • 𝗕𝗶𝘀𝘄𝗮𝘀 𝘁𝘃 (𝗽𝗮𝗶𝗱)
  • 𝗙𝗿𝗲𝗲 𝗵𝗶𝘁
  • 𝗢𝘀𝘁𝗼𝗿𝗮 𝗧𝗩
  • 𝗠𝘅 𝗽𝗹𝗮𝘆𝗲𝗿

 

ফুটবল র‌্যাংকিং এ নেদারল্যান্ডস বনাম আমেরিকা

নেদারল্যান্ডস: ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১১ সালের আগস্ট মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে নেদারল্যান্ডস তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (১ম) অর্জন করে[৬] এবং ২০১৭ সালের আগস্ট মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ৩৬তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন।[৭] অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে নেদারল্যান্ডসের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১ম (যা তারা সর্বপ্রথম ১৯৭৮ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৪৯।

আমেরিকা যুক্তরাষ্ট্র: ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০০৬ সালের এপ্রিল মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৪র্থ) অর্জন করে এবং ২০১২ সালের জুলাই মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ৩৬তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৯ম (যা তারা ২০০৯ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৮৫।

ফুটবলে নেদারল্যান্ডস বনাম আমেরিকা সফলতা 

নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দল

বিশ্বকাপ

  • অংশগ্রহণ: ১০ (১৯৩৪-এ প্রথম)
  • সেরা সাফল্য: রানার-আপ (১৯৭৪, ১৯৭৮, ২০১০)

উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ

  • অংশগ্রহণ: ১০ (১৯৭৬-এ প্রথম)
  • সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৮৮)

উয়েফা নেশনস লীগ

  • অংশগ্রহণ”: ১ (২০১৯-এ প্রথম)
  • সেরা সাফল্য : রানার-আপ (২০১৯)

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দল

বিশ্বকাপ

  • অংশগ্রহণ: ১০ (১৯৩০-এ প্রথম)
  • সেরা সাফল্য: তৃতীয় স্থান (১৯৩০)

কনকাকাফ গোল্ড কাপ

  • অংশগ্রহণ: ১৭ (১৯৮৫-এ প্রথম)
  • সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৯১, ২০০২, ২০০৫, ২০০৭, ২০১৩, ২০১৭)

কোপা আমেরিকা

  • অংশগ্রহণ: ৪ (১৯৯৩-এ প্রথম)
  • সেরা সাফল্য: চতুর্থ স্থান (১৯৯৫, ২০১৬)

কনফেডারেশন্স কাপ

  • অংশগ্রহণ: ৪ (১৯৯২-এ প্রথম)
  • সেরা সাফল্য: রানার-আপ (২০০৯)

নেদারল্যান্ডস বনাম আমেরিকা হেড টু হেড পরিসংখ্যান

নেদারল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র মুখোমুখি ৫ বার দেখায় ৪ ম্যাচে নেদারল্যান্ড জয় পায়। একটি ম্যাচ জিতেছেল যুক্তরাষ্ট্র। এর আগে কোন বিশ্বকাপে দুই দলের দেখা হয়নি। এটিই বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ। 

নেদারল্যান্ডস বিশ্বকাপ স্কোয়াড ২০২২

  • GK: Andries Noppert, Heerenveen
  • GK: Remko Pasveer, Ajax 
  • GK: Justin Bijlow, Feyenoord
  • DF: Virgil van Dijk, Liverpool
  • DF: Nathan Ake, Manchester City
  • DF: Daley Blind, Ajax 
  • DF: Stefan de Vrij, Inter
  • DF: Denzel Dumfries, Inter
  • DF: Tyrell Malacia, Manchester United
  • DF: Jurrien Timber, Ajax
  • DF: Jeremie Frimpong, Bayer Leverkusen
  • DF: Matthijs de Ligt, Bayern Munich 
  • MF: Steven Berghuis, Ajax
  • MF: Frenkie de Jong, Barcelona
  • MF: Davy Klaassen, Ajax 
  • MF: Marten de Roon, Atalanta
  • MF: Teun Koopmeiners, Atalanta
  • MF: Kenneth Taylor, Ajax
  • MF: Xavi Simons, PSV
  • FW: Luuk de Jong, PSV
  • FW: Noa Lang, Club Brugge
  • FW: Steven Bergwijn, Tottenham
  • FW: Memphis Depay, Barcelona
  • FW: Wout Weghorst, Besiktas 
  • FW: Cody Gakpo, PSV
  • FW: Vincent Janssen, Royal Antwerp

আমেরিকা বিশ্বকাপ স্কোয়াড ২০২২

  • GK: Ethan Horvath (Luton)
  • GK: Sean Johnson (New York City)
  • GK: Matt Turner (Arsenal)
  • DF: Cameron Carter-Vickers (Celtic)
  • DF: Sergino Dest (AC Milan)
  • DF: Aaron Long (New York Red Bulls)
  • DF: Shaq Moore (Nashville)
  • DF: Tim Ream (Fulham)
  • DF: Antonee Robinson (Fulham)
  • DF: Joe Scally (Borussia Monchengladbach)
  • DF: DeAndre Yedlin (Miami)
  • DF: Walker Zimmerman (Nashville)
  • MF: Brenden Aaronson (Leeds)
  • MF: Kellyn Acosta (Los Angeles)
  • MF: Tyler Adams (Leeds)
  • MF: Luca de la Torre (Celta Vigo)
  • MF: Weston McKennie (Juventus)
  • MF: Yunus Musah (Valencia)
  • MF: Cristian Roldan (Seattle)
  • FW: Jesus Ferreira (Dallas)
  • FW: Jordan Morris (Seattle)
  • FW: Christian Pulisic (Chelsea)
  • FW: Gio Reyna (Borussia Dortmund)
  • FW: Josh Sargent (Norwich)
  • FW: Tim Weah (Lille)
  • FW: Haji Wright (Antalyspor)

 

নেদারল্যান্ডস বনাম আমেরিকা লাইভ খেলা ইউরোপ

ইউরোপ (ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন): আলবেনিয়া, আর্মেনিয়া, অস্ট্রিয়া, আজারবাইজান, বেলারুশ, বেলজিয়াম, বসনিয়া-হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া; জর্জিয়া, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইসরায়েল, কাজাখস্তান, কসোভো, লাটভিয়া, লিচেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মেসিডোনিয়া, মাল্টা, মলদোভা, মন্টিনিগ্রো, নেদারল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র; রোমানিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, তুরস্ক, ইউক্রেন।

 

নেদারল্যান্ডস বনাম আমেরিকা সরাসরি সম্প্রচার মধ্যপ্রচ্য উত্তর আফ্রিকা

মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকার দেশ (beIN স্পোর্টস): আলজেরিয়া, বাহরাইন, চাদ, ডিজিবুতি, মিশর, ইরান, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মরক্কো ফিলিস্তিন অঞ্চল, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, সিরিয়া, তিউনিসিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন; -এক্সক্লুসিভ: চাদ, ডিজিবুতি, মৌরিতানিয়া, সোমালি, সুদান।

 

নেদারল্যান্ডস বনাম আমেরিকা লাইভ খেলা সাব-সাহারান

সাব-সাহারান আফ্রিকা (সুপারস্পোর্ট, নিউ ওয়ার্ল্ড টিভি, আরএফআই - রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল): অ্যাঙ্গোলা, বেনিন, বতসোয়ানা, বুরকিনা ফাসো, বুরুন্ডি, ক্যামেরুন, কেপ ভার্দে, আফ্রিকান প্রজাতন্ত্র, কমোরোস, কঙ্গো, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, নিরক্ষীয় গিনি, ইরিত্রিয়া , ইথিওপিয়া, গ্যাবন, গাম্বিয়া, ঘানা, গিনি, গিনি-বিসাউ, আইভরি কেনিয়া, লেসোথো, লাইবেরিয়া, মাদাগাস্কার, মালাউই, মালি, মরিশাস, মায়োট, মোজাম্বিক, নামিবিয়া, নাইজার, নাইজেরিয়া, রিইউনিয়ন, রুয়ান্ডা, সাও টোমে সেন এবং প্রিন্স সেশেলস, সিয়েরা লিওন, সোকোট্রা, দক্ষিণ আফ্রিকা, সেন্ট হেলেনা এবং অ্যাসেনশন, সোয়াজিল্যান্ড, তানজানিয়া, টোগো, উগান্ডা, জাম্বিয়া, জানজিবার, জিম্বাবুয়ে, -এক্সক্লুসিভ: চাদ, জিবুতি, মৌরিতানিয়া, সোমালিয়া (সোমালিল্যান্ড), দক্ষিণ সুদান এবং সুদান।

 

নেদারল্যান্ডস বনাম আমেরিকা লাইভ খেলা দক্ষিণ আমেরিকা

দক্ষিণ আমেরিকা (DirecTV ল্যাটিন আমেরিকা): আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা, প্যারাগুয়ে, পেরু, ডোমিনিকান প্রজাতন্ত্র, উরুগুয়ে।

 

নেদারল্যান্ডস বনাম আমেরিকা লাইভ খেলা ওশেনিয়া

ওশেনিয়া (ডিজিসেল, এফবিসি): আমেরিকান সামোয়া, কুক দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়ার ফেডারেটেড স্টেটস, ফিজি, ফ্রেঞ্চ পলিনেশিয়া, ফুটুনা দ্বীপ, কিরিবাতু (গিলবার্ট দ্বীপপুঞ্জ), নাউরু, নিউ ক্যালেডোনিয়া, নিউ, পাপুয়া নিউ গিনি, সামোয়ান দ্বীপপুঞ্জ, সলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা , টুভালু (পূর্বে এলিস দ্বীপ), ভানুয়াতু, ওয়ালিস দ্বীপ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.