প্রযুক্তি

Type Here to Get Search Results !

কোস্টারিকা বনাম জার্মানি লাইভ - Costa Arica Vs. Germane Live FIFA World Cup 2022

কোস্টারিকা বনাম জার্মানি লাইভ - Costa Arica Vs. Germane Live FIFA World Cup 2022

কোস্টারিকা বনাম জার্মানি লাইভ - Costa Arica Vs. Germane Live FIFA World Cup 2022

জার্মানি বনাম কোস্টারিকা লাইভ খেলা: বিশ্বকাপ ফুটবল ২০২২ এর শেষে দিকের ৬টি ম্যাচের একটি আজকের জার্মানি বনাম কোস্টারিকা ম্যাচটি। আজ রাত মাঠে নামছে প্রতিবারে হট ফেভারিট জার্মানি যদিও এই বারের বিশ্বকাপে এখন পর্যন্ত তাদের সংগ্রহ মাত্র ১টি পয়েন্ট। রাত ১টায় ই-গ্রুপের দুটি খেলা যথাক্রমে জার্মানি বনাম কোস্টারিকা এবং জাপান স্পেন। আজকেই শেষ হতে যাচ্ছে কে যাবে ই-গ্রুপ থেকে রাউন্ড ষোলতে। 

ফলাফল: জার্মানি ৪ - ২ কোস্টারিকা(alert-passed)


আরো পড়ুন>> বিশ্বকাপফুটবল ২০২২ পূর্ণাঙ্গ সময়সূচী (বাংলাদেশ সময়) PDF Download

 জার্মানি বনাম কোস্টারিকা বিশ্বকাপ ২০২২ আপডেট

ধুকে ধুকে তলানিতে চলে গেছে জার্মানি। হট ফেবারিটের তালিকায় নাম লিখিয়ে বিশ্বকাপ আসরে আসলেও তাদের পকেটে এখনও পর্যন্ত মাত্র ১টি পয়েন্ট। দুই ম্যাচের একটি হার ও একটিতে ড্র নিয়ে তাদের অর্জন মাত্র এক পয়েন্ট। ই-গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে স্পেন, ৩ পয়েন্ট করে নিয়ে দুটি দল জাপান এবং কোস্টারিকা আছে ২য় অবস্থানে। তবে গোল ব্যবধানে এগিয়ে আছে জাপান। জার্মান আছে সবার শেষে।  

ই - গ্রুপের পয়েন্ট টেবিল 



সর্বশেষ আপডেট: ০২/১২/২০২২

জার্মানি বনাম কোস্টারিকা লাইভ খেলা আপডেট

  • দেশ বনাম দেশ: জার্মানি বনাম কোস্টারিকা
  • সময়: ০১/১২/২০২২ইং, রাত ১টা
  • স্থান: Al Bayt Stadium, কাতার।

 

ফিফা বিশ্বকাপে আজকের (০১/১২/২০২২) ৪টি ম্যাচ

  • কানাডা বনাম মরক্কো: রাত ৯টা
  • ক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম: রাত ৯টা
  • কোস্টারিকা বনাম জার্মানি: রাত ১টা
  • জাপান বনাম স্পেন: রাত ১টা

 

জার্মানি বনাম কোস্টারিকা লাইভ খেলা কোথায় দেখবেন

বিশ্বকাপ ফুটবল ২০২২ এর প্রতিটি ম্যাচ বাংলাদেশের ১টি সরকারি টিভি চ্যানেলসহ মোট ৩টি চ্যানেলে সরাসরি সম্প্রচার করছে। আপনি যদি জার্মানি বনাম কোস্টারিকা লাইভ ম্যাচ টি টিভিতে দেখতে চান সেক্ষেত্রে BTV, Gazi TV অথবা T-Sports চ্যানেলে দেখতে পারবেন।

টিভিতে পর্তুগাল বনাম উরুগুয়ে লাইভ খেলা

  • বাংলাদেশ: BTV, Gazi TV, T-Sports
  • ভারত: Sports18, Sports18 HD, Sony TV Networks
  • পাকিস্তান: ARY Digital Network
  • নেপাল: Media Hub Private Limited
  • ভারতীয় উপমহাদেশ: Sony Network

 

জার্মানি বনাম কোস্টারিকা লাইভ কম্পিউটার বা ল্যাপটপে

কম্পিউটার বা লেপটপে জার্মানি বনাম কোস্টারিকা খেলা বা বিশ্বকাপের যে কোন খেলা দেখার সবচেয়ে ভালো উপায় হলো অনলাইন স্টিমিং লিংক। কিছু কিছু স্পোর্টস অনলাইন সাইট আছে যেগুলোতে খুব ভালো মানের ছবি সরাসরি ব্রডকাস্ট করে। অনলাইনে খেলা দেখার একটি অসুবিধা হলো খেলা কমপক্ষে মিনিট পিছিয়ে চলে অপর অসুবিধাটি হলো স্ট্রিমিং আটকে যাওয়া। নেটওয়ার্কের আপ-ডাউন হলেও লাইভ স্ট্রিমিং আটকে যায়। তবে আমরা চেষ্টা করেছি সবচেয়ে ভালো মানের স্ট্রিমিং লিংকগুলো সংগ্রহ করতে। নিচে দুটি স্ট্রিমিং লিংক দেওয়া হলো, চেষ্টা করে দেখতে পারেন।

 

 

মোবাইলে জার্মানি বনাম কোস্টারিকা লাইভ খেলা

বাংলাদেশী মোবাইল এপস Toffee তে সবচেয়ে ভালো মানের স্ট্রিম সম্প্রচারিত হচ্ছে ফিফা বিশ্বকাপ। কোন প্রকার বাপারিং ছাড়াই ফিফা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ Toffee তে দেখা যাচ্ছে। Toffee খেলা দেখার দুটি উপায় আছে একটি ফ্রি অপরটি প্রিমিয়াম। ফ্রি এবং প্রিমিয়াম দুই এর মধ্যে কোন পার্থক্য নাই। প্রিমিয়ামে শুধু মাত্র এডভার্টাইসম্যান্ট বা এডস দেখায় না। অপর দিকে ফ্রি ভার্সনে ১০ সেকেন্ডের জন্য একটা এড দেখায় তাও খেলা শুরু হওয়ার আগে এবং পরে। কাজেই জার্মানি বনাম কোস্টারিকা লাইভ খেলা দেখার জন্য টিভির পরে প্রথম পছন্দ হবে Toffee Application.

ভারত থেকে যারা মোবাইলে জার্মানি বনাম কোস্টারিকা খেলার লাইভ দেখার কথা ভাবছেন তাদের জন্য JioCinema মোবাইল এপ সমাধান। প্লে স্টোর থেকে JioCinema এপসটি ডাউনলোড করে তারপর জার্মানি বনাম কোস্টারিকা খেলাটি উপভোগ করুন।

 

Toffee তে জার্মানি বনাম কোস্টারিকা লাইভ খেলা

আপনার মোবাইলে জার্মানি বনাম কোস্টারিকা খেলাটি দেখতে চাইলে আপনার মোবাইলের এপস স্টোর Play Store খুলে Toffee লিখে সার্চ দিলে নিচের ছবির মতো একটি এপ্লিকেশন সফটওয়্যার দেখতে পাবেন। এপ্লিকেশনটির নিচে Install লেখা বাটনে ক্লিক করুন।

 

কোস্টারিকা বনাম জার্মানি লাইভ - Costa Arica Vs. Germane Live FIFA World Cup 2022
Toffee App

Install বাটনে ক্লিক করার সাথে সাথে ইন্সটলেশন প্রসেস শুরু হবে। প্রসেস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ইন্সটল হয়ে গেলে Open বাটনে ক্লিক করুন। এরপর নিচের ছবিতে লাল দাগ দিয়ে চিহ্নিত বাটনে ক্লিক করে জার্মানি বনাম কোস্টারিকা লাইভ ম্যাচ সহ বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচগুলো উপভোগ করুন।

কোস্টারিকা বনাম জার্মানি লাইভ - Costa Arica Vs. Germane Live FIFA World Cup 2022


Toffee App অথবা JioCinema সরাসরি ডাউনলোড নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।

 

Toffee Download(download)

JioCinema Download(download)

 



Toffee এবং JioCinema ছাড়াও নিচের এ্যাপস গুলোর মাধ্যমেও বিশ্বকাপের সবগুলো ম্যাচ লাইভ স্ট্রিমিং মোবাইলে দেখতে পারবেন। এ্যাপসগুলো গুগল সার্চ করে ডাউনলোড করতে হবে।

 

জার্মানি বনাম কোস্টারিকা লাইভ খেলা দেখার সকল মোবাইল এ্যাপস

  • 𝗛𝗱𝘀𝘁𝗿𝗲𝗺𝘇
  • 𝘆𝗲𝗮𝗰𝗶𝗻𝗲 𝗮𝗿𝗮𝗯𝗶𝗰
  • 𝗧𝗼𝗳𝗳𝗲𝗲 (𝗽𝗮𝗶𝗱)
  • 𝗕𝗱𝗽𝗹𝗲𝘅 (𝗽𝗮𝗶𝗱)
  • 𝗦𝗽𝗼𝗿𝘁𝘇𝗳𝘆
  • 𝘆𝗮𝗹𝗹𝗮𝘀𝗵𝗼𝗼𝘁
  • 𝗬𝗼𝗿𝗮 𝗳𝗼𝗼𝘁𝗯𝗮𝗹𝗹
  • 𝗙𝗼𝗼𝘁𝗯𝗮𝗹𝗹 𝘁𝘃 𝗵𝗱
  • 𝗗𝗼𝗿𝗮 𝗧𝘃
  • 𝗕𝗶𝗻𝗴𝗲
  • 𝗟𝗲𝗽𝘁𝗼 𝗦𝗽𝗼𝗿𝘁𝘀
  • 𝗕𝗲𝗶𝗻 𝗦𝗽𝗼𝗿𝘁𝘀
  • 𝗙𝗼𝗼𝘁𝗯𝗮𝗹𝗹 𝗥𝗼𝗰𝗸𝗲𝗿 𝗮𝗽𝗽
  • 𝗩𝗲𝗹𝗸𝗶
  • 𝗙𝗹𝗲𝘅𝟯𝟲𝟱.𝘁𝘃 (𝗽𝗮𝗶𝗱) (𝗰𝗼𝘂𝗽𝗼𝗻 𝗰𝗼𝗱𝗲: 𝗮𝗻𝗶𝗸𝟱𝟬)
  • 𝗟𝗶𝘃𝗲 𝗡𝗲𝘁 𝗧𝘃
  • 𝗕𝗶𝘀𝘄𝗮𝘀 𝘁𝘃 (𝗽𝗮𝗶𝗱)
  • 𝗙𝗿𝗲𝗲 𝗵𝗶𝘁
  • 𝗢𝘀𝘁𝗼𝗿𝗮 𝗧𝗩
  • 𝗠𝘅 𝗽𝗹𝗮𝘆𝗲𝗿

 

ফুটবল র‌্যাংকিং এ জার্মানি বনাম কোস্টারিকা

জার্মানি: ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ১৯৯২ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে জার্মানি তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (১ম) অর্জন করে এবং ২০০৬ সালের মার্চ মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ২২তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে জার্মানির সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১ম (যা তারা সর্বপ্রথম ১৯৯০ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২৪।

কোস্টারিকা: ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে কোস্টা রিকা তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১৩তম) অর্জন করে এবং ১৯৯৬ সালের জুলাই মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ৯৩তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে কোস্টা রিকার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৩তম (যা তারা ১৯৬০ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৮১।


ফুটবলে জার্মানি বনাম কোস্টারিকা সফলতা

 কোস্টারিকা জাতীয় ফুটবল দল

বিশ্বকাপ

  • অংশগ্রহণ: ৫ (১৯৯০-এ প্রথম)
  • সেরা সাফল্য: কোয়ার্টার-ফাইনাল (২০১৪)

কনকাকাফ গোল্ড কাপ

  • অংশগ্রহণ: ২০ (১৯৬৩-এ প্রথম)
  • সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৬৩, ১৯৬৯, ১৯৮৯)

কোপা আমেরিকা

  • অংশগ্রহণ: ৫ (১৯৯৭-এ প্রথম)
  • সেরা সাফল্য: কোয়ার্টার-ফাইনাল (২০০১, ২০০৪)

কোপা সেন্ত্রোআমেরিকানা

  • অংশগ্রহণ: ১৪ (১৯৯১-এ প্রথম)
  • সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৯১, ১৯৯৭, ১৯৯৯, ২০০৩, ২০০৫, ২০০৭, ২০১৩, ২০১৪)

জার্মানি জাতীয় ফুটবল দল

বিশ্বকাপ

  • অংশগ্রহণ: ১৯ (১৯৩৪-এ প্রথম)
  • সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪)

উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ

  • অংশগ্রহণ: ১৩ (১৯৭২-এ প্রথম)
  • সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৭২, ১৯৮০, ১৯৯৬)

কনফেডারেশন্স কাপ

  • অংশগ্রহণ: ৩ (১৯৯৯-এ প্রথম)
  • সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (২০১৭)


জার্মানি বনাম কোস্টারিকা হেড টু হেড পরিসংখ্যান

 এটি জার্মানি বনাম কোস্টারিকা ২য় ম্যাচ। এর আগে ২০০৬ সালের বিশ্বকাপ ফুটবল আসরে ৪-২ ব্যবধানে কোস্টারিকাকে হারিয়েছিল জার্মানি। 

জার্মানি বিশ্বকাপ স্কোয়াড ২০২২

  • GK: Manuel Neuer, Bayern Munich
  • GK: Kevin Trapp, Eintracht Frankfurt
  • GK: Marc-Andre ter Stegen, Barcelona 
  • DF: Thilo Kehrer, West Ham 
  • DF: Niklas Sule, Borussia Dortmund
  • DF: Lukas Klostermann, RB Leipzig
  • DF: Christian Gunter, SC Freiburg
  • DF: Armel Bella-Kotchap, Southampton
  • DF: David Raum, RB Leipzig 
  • DF: Antonio Rudiger, Real Madrid
  • DF: Nico Schlotterbeck, Borussia Dortmund
  • DF: Matthias Ginter, Freiburg 
  • MF: Joshua Kimmich, Bayern Munich
  • MF: Mario Gotze, Eintracht Frankfurt
  • MF: Jonas Hofmann, Borussia Monchengladbach
  • MF: Julian Brandt, Borussia Dortmund
  • MF: Leon Goretzka, Bayern Munich
  • MF: Ilkay Gundogan, Manchester City
  • MF: Kai Havertz, Chelsea
  • MF: Jamal Musiala, Bayern Munich
  • FW: Leroy Sane, Bayern Munich
  • FW: Thomas Muller, Bayern Munich
  • FW: Serge Gnabry, Bayern Munich
  • FW: Karim Adeyemi, Borussia Dortmund
  • FW: Niclas Fullkrug, Werder Bremen
  • FW: Youssoufa Moukoko, Borussia Dortmund

কোস্টারিকা বিশ্বকাপ স্কোয়াড ২০২২

  • GK: Keylor Navas (PSG)
  • GK: Esteban Alvarado (Herediano)
  • GK: Patrick Sequeira (Lugo) 
  • DF: Juan Pablo Vargas (Millonarios)
  • DF: Keysher Fuller (Herediano)
  • DF: Oscar Duarte (Al-Wehda)
  • DF: Bryan Oviedo (Real Salt Lake)
  • DF: Francisco Calvo (Konyaspor)
  • DF: Kendall Watson (Deportivo Saprissa)
  • DF: Carlos Martinez (San Carlos)
  • DF: Ronald Matarrita (FC Cincinnati) 
  • MF: Celso Borges (Alajuelense)
  • MF: Jewison Bennette (Sunderland)
  • MF: Bryan Ruiz (Alajuelense)
  • MF: Daniel Chacon (Colorado Rapids 2) 
  • MF: Anthony Hernandez (Puntarenas) 
  • MF: Douglas Lopez (Herediano) 
  • MF: Youstin Salas (Saprissa) 
  • MF: Yeltsin Tejeda (Herediano) 
  • MF: Gerson Torres (Herediano)
  • MF: Roan Wilson (Municipal Grecia)
  • MF: Alvaro Zamora (Deportivo Saprissa) 
  • MF: Brandon Aguilera (Nottingham Forest)
  • FW: Anthony Contreras (Herediano)
  • FW: Johan Venegas (Alajuelense)
  • FW: Joel Campbell (Leon)


জার্মানি বনাম কোস্টারিকা লাইভ খেলা ইউরোপ

ইউরোপ (ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন): আলবেনিয়া, আর্মেনিয়া, অস্ট্রিয়া, আজারবাইজান, বেলারুশ, বেলজিয়াম, বসনিয়া-হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া; জর্জিয়া, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইসরায়েল, কাজাখস্তান, কসোভো, লাটভিয়া, লিচেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মেসিডোনিয়া, মাল্টা, মলদোভা, মন্টিনিগ্রো, নেদারল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র; রোমানিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, তুরস্ক, ইউক্রেন।

 

জার্মানি বনাম কোস্টারিকা সরাসরি সম্প্রচার মধ্যপ্রচ্য উত্তর আফ্রিকা

মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকার দেশ (beIN স্পোর্টস): আলজেরিয়া, বাহরাইন, চাদ, ডিজিবুতি, মিশর, ইরান, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মরক্কো ফিলিস্তিন অঞ্চল, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, সিরিয়া, তিউনিসিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন; -এক্সক্লুসিভ: চাদ, ডিজিবুতি, মৌরিতানিয়া, সোমালি, সুদান।

 

জার্মানি বনাম কোস্টারিকা লাইভ খেলা সাব-সাহারান

সাব-সাহারান আফ্রিকা (সুপারস্পোর্ট, নিউ ওয়ার্ল্ড টিভি, আরএফআই - রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল): অ্যাঙ্গোলা, বেনিন, বতসোয়ানা, বুরকিনা ফাসো, বুরুন্ডি, ক্যামেরুন, কেপ ভার্দে, আফ্রিকান প্রজাতন্ত্র, কমোরোস, কঙ্গো, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, নিরক্ষীয় গিনি, ইরিত্রিয়া , ইথিওপিয়া, গ্যাবন, গাম্বিয়া, ঘানা, গিনি, গিনি-বিসাউ, আইভরি কেনিয়া, লেসোথো, লাইবেরিয়া, মাদাগাস্কার, মালাউই, মালি, মরিশাস, মায়োট, মোজাম্বিক, নামিবিয়া, নাইজার, নাইজেরিয়া, রিইউনিয়ন, রুয়ান্ডা, সাও টোমে সেন এবং প্রিন্স সেশেলস, সিয়েরা লিওন, সোকোট্রা, দক্ষিণ আফ্রিকা, সেন্ট হেলেনা এবং অ্যাসেনশন, সোয়াজিল্যান্ড, তানজানিয়া, টোগো, উগান্ডা, জাম্বিয়া, জানজিবার, জিম্বাবুয়ে, -এক্সক্লুসিভ: চাদ, জিবুতি, মৌরিতানিয়া, সোমালিয়া (সোমালিল্যান্ড), দক্ষিণ সুদান এবং সুদান।

 

জার্মানি বনাম কোস্টারিকা লাইভ খেলা দক্ষিণ আমেরিকা

দক্ষিণ আমেরিকা (DirecTV ল্যাটিন আমেরিকা): আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা, প্যারাগুয়ে, পেরু, ডোমিনিকান প্রজাতন্ত্র, উরুগুয়ে।

 

জার্মানি বনাম কোস্টারিকা লাইভ খেলা ওশেনিয়া

ওশেনিয়া (ডিজিসেল, এফবিসি): আমেরিকান সামোয়া, কুক দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়ার ফেডারেটেড স্টেটস, ফিজি, ফ্রেঞ্চ পলিনেশিয়া, ফুটুনা দ্বীপ, কিরিবাতু (গিলবার্ট দ্বীপপুঞ্জ), নাউরু, নিউ ক্যালেডোনিয়া, নিউ, পাপুয়া নিউ গিনি, সামোয়ান দ্বীপপুঞ্জ, সলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা , টুভালু (পূর্বে এলিস দ্বীপ), ভানুয়াতু, ওয়ালিস দ্বীপ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.