Type Here to Get Search Results !

ভারত বনাম পাকিস্তান এশিয়াকাপ লাইভ - India Vs Pakistan Asia Cup 2023 Live

ভারত বনাম পাকিস্তান এশিয়াকাপ লাইভ - India Vs Pakistan Asia Cup 2023 Live

ভারত বনাম পাকিস্তান এশিয়াকাপ লাইভ

 ভারত বনাম পাকিস্তান: চলছে এশিয়া কাপ ২০২৩। গত ৩০ আগস্ট নেপাল বনাম পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে শুরু হয় এশিয়ার জন্য বিশ্বকাপ এশিয়া কাপ। আজ ২ সেপ্টেম্বর ক্রিকেট প্রেমিদের প্রত্যাশিত ম্যাচ ক্রিকেট বিশ্বের হটতম ম্যাচ ভারত বনাম পাকিস্তান ম্যাচ। পাকিস্তান বনাম ভারত ম্যাচ লাইভ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩ টা ৩০ মিনিটে। ভারত বনাম পাকিস্তান খেলাটি সরাসরি সম্প্রচার করা হবে শ্রীলংকার কেন্ডি থেকে।

এর আগে পাকিস্তান বনাম নেপাল ম্যাচে পাকিস্তান ম্যাচ জেতে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। অপর দিকে বাংলাদেশ বনাম শ্রীলংকা ম্যাচে বাংলাদেশ হারে ৫ উইকেটে। আজকের ম্যাচটি এশিয়া কাপ ২০২৩ টুর্নামেন্টে ভারতের জন্য প্রথম ম্যাচ।

কোন টিভি চ্যানেলে দেখাবে এশিয়াকাপ ২০২৩

টিভিতে ভারত বনাম পাকিস্তান লাইভ

ভারতীয় টিভি চ্যানেলের মধ্যে এবারের এশিয়া কাপ সম্প্রচারের স্বত্ব পেয়েছে ডিজনি হটস্টার (Disney Hostar) ও স্টার স্পোর্টস নেটওয়ার্ক (Star Sports Network)। টিভিতে সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস এইচডি ১ চ্যানেলে। ইংরেজি ছাড়াও দেখা যাবে হিন্দি, তামিল, তেলুগু এবং কন্নড় ভাষায়। ডিজিটাল মাধ্যমে সম্প্রচার করছে ডিজনি হটস্টার। হটস্টারে দেখতে হলে অবশ্য ‘ভিআইপি সাবস্ক্রিপশন থাকতে হবে।

বাংলাদেশে গাজি টিভিতে সম্প্রচারিত হবে সব কটি ম্যাচ। এছাড়া পাকিস্তানি টিভি চ্যানেল পিটিভি স্পোর্টস ও টেন স্পোর্টসেরও দেখা যাবে এশিয়া কাপের ম্যাচগুলো।

ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ ক্রিকেট ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে শুরু হবে। ভারত বনাম পাকিস্তান ম্যাচটি নিচের দুটি লিংকে ক্লিক করার মাধ্যমেও উপভোগ করা যাবে। যারা খেলাটি মোবাইল স্ক্রিনে দেখার জন্য মনস্থির করেছেন তারা ইচ্ছা করলে নিচের যে কোন একটি লিংকে ক্লিক করতে পারেন। পাকিস্তান বনাম ভারত খেলাটি শুরু হওয়ার সাথে সাথে লিংক দুটি সচল হয়ে যাবে।

 

এশিয়াকাপ ২০২৩ সময়সূচি (বাংলাদেশ সময়)

 

ভারতবনাম পাকিস্তান এশিয়া কাপ লাইভ লিংক -০১

 

পাকিস্তানবনাম ভারত এশিয়া কাপ লাইভ লিংক -০২

এছাড়াও ফেইজবুকের বিবিন্ন পেইজে ভারত বনাম পাকিস্তান ম্যাচটির সরাসরি সম্প্রচার করা হবে। আপনার ফেইজবুক এপসটি খুলে সার্চবারে লিখুন India Vs. Pakistan Live Asia Cup এরপর আপনার সামনে অনেক গুলো লাইভ ভিডিও দেখাবে। আপনি ইচ্ছামতো যেকোন একটিতে ক্লিক করে খেলাটি উপভোগ করতে পারেন। তবে কিছু কিছু অসাধু স্ট্রিমার আছে যারা কিছু এমন ভিডিও গেম সম্প্রচার করা দেখে বুঝাই যায় না আসলে এটি আসল খেলা নাকি নকল। তাই প্রিয় পাঠক ফেইজবুকে খেলা দেখার সময় অবশ্যই আসল খেলাটি চলছে কিনা দেখে নিবেন। 

India vs Pakistan live Asia Cup 

When: Saturday, September 2 at 3:00 PM Local Time
Where: Pallekele International Cricket Stadium
What to expect: Rain and thunderstorms, with a thick cloud cover throughout.

Team News & Tactics:

Pakistan: Despite his recent struggles, the hosts of the tournament have given Zaman another go, perhaps considering his record against India in the past, as they named an unchanged XI.
Afridi will be Pakistan's key weapon against the Indian top order, considering Rohit and Virat Kohli's numbers against left-arm pace since 2021. Rohit averages 25.8 against this variety and has been dismissed five times while Kohli has fallen to left-arm pace thrice and averages 29. Kohli has also been dismissed seven times by a left-arm orthodox spinner and averages 14.57, while
Ishan Kishan has been dismissed five times with an average of 29, which also makes Mohammad Nawaz an important option for Pakistan.

Asia Cup Pakistan squad 

Probable XI: Fakhar Zaman, Imam-ul-Haq, Babar Azam (c), Mohammad Rizwan (wk), Agha Salman, Iftikhar Ahmed, Shadab Khan, Mohammad Nawaz, Shaheen Afridi, Naseem Shah, Haris Rauf.

India: The Rohit Sharma-led side will welcome back Shreyas, who along with Kishan, will man the middle order. It could be a toss-up between Shardul Thakur and Axar Patel if India are looking for an extra batting option, with the latter probably ahead given the slow nature of
the Pallekele pitch. Kuldeep Yadav has good numbers against Babar and Zaman, having dismissed them two times apiece, with the two batters averaging 9 and 14 against him
respectively.

Asia Cup Indian  squad  

Probable XI: Rohit Sharma, Shubman Gill, Virat Kohli, Ishan Kishan (wk), Shreyas lyer, Hardik Pandya, Ravindra Jadeja, Shardul Thakur/Axar Patel, Kuldeep Yadav, Jasprit Bumrah, Mohammed Siraj.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad